Loksabha Election 2024: দিল্লি দখলের ঠাণ্ডা লড়াই

Sandeep Sen
1 Min Read

‘ঠান্ডা’ ভোট

এবারের লোকসভা ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা কম। ফল যেন জানা।অনেকটা 2009র মত। একটাই ইন্টারেস্ট বাংলায় বিজেপি কত পায়,তৃণমূল কত কমে আর বাংলার মুসলমানরা কত% বিজেপির দিকে যায়।

Loksabha Election 2024

কারণ ওপিনিয়ন পোল দেখাচ্ছে বিজেপি আর তৃণমূলের ভোট শতাংশ প্রায় এক। কোথাও দেখাচ্ছে বিজেপির সিট বাড়ছে।কোন কোন সার্ভেতে তৃনমূলের থেকে বেশী আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, দুষ্কৃতী, বন্ড, বাড়ি ভাঙা, আসন্ন গ্রেফতার সব নিয়ে তৃণমূল চাপে। নিকট ভবিষ্যতে আরো কিছু বেরোবে।

ঠিক এই ধরণের আবহাওয়া হলে মুসলমান ক্যাম্প চেঞ্জ করে। ঠিক 2009র মত। কারণ তাদের অধিকাংশ মুরুব্বি হয় ধানজমিতে ধনী অথবা অন্য ব্যবসায়ে বা কারিগরি পেশায় যুক্ত। প্রমোটারী একটা বড় ব্যবসা।বিদ্রোহী বা বিরোধী রাজনীতি করে সময় নষ্ট করা তাদের জন্য উপযুক্ত নয়। সমীচীন নয়।আবার তারা বিপদে পড়লে মসজিদে দান দেবে কে?এত ওয়াজ মাহফিল কে করাবে?

ছাত্র বা মজদুর বা শিক্ষক যারা আছে তাদের দরকার দৈনিক কাজ এবং ফেসবুক। তারা এসবের মধ্যে নেই।

এবারের ভোটে আমার কাছে এটাই একমাত্র ইন্টারেস্টিং বিষয়। লক্ষ্য রাখছি।

Share This Article