নারী দিবস নিয়ে কবিতা – Women’s Day Poem In Bengali 2024

Bongconnection Original Published
5 Min Read

Women’s Day Poem In Bengali 

৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বং কানেকশনের বিনম্র নিবেদন ।
নারী দিবস শুধু বছরের একদিন নয়, প্রতিটি দিন ই হোক নারী দিবস …..
নারী 

</span >


নারী মানে মনোহরিণী,
নারী মানে প্রিয়ভাষিণী,
নারী মানে স্বপ্নচারিনী,
কেন তাকে করে রাখো অবরোধবাসিনী?
নারী মানে জীবনের সাথে সন্ধি,
কেন তাকে খাঁচায় প্রতিনিয়ত করো বন্দি?
নারী মানে পূর্ণিমার আলো,
কেন তাকে বিশ্লেষণ করো শ্যামলা,ফর্সা,কালো?
নারী মানে অবহেলার বস্তু নয়,
কেন তার অস্তিত্বকে তিলে-তিলে করো ক্ষয়?
নারী মানে নয় রাহু-কেতু-শনি,
যে এক মুহূর্তেই হয়ে ওঠে সকলের নয়নের মণি।
নারী মানে প্রেমের বার্তা-
নারী মানে সুখের যাত্রা-
নারী মানে মৌন প্রতিবাদ-
কেন কথায়-কথায় তাকে দাও অপবাদ?
নারী মানে বদ্ধ ঘরে এক ঝলক দমকা হাওয়া-
যে হাসিমুখে বিসর্জন দেয় সমস্ত চাওয়া পাওয়া।
নারী মানে প্রস্ফুটিত ফুল-
যাকে দুমড়ে-মুচড়ে পিষে করো মারাত্মক ভুল।
নারী মানে সীমাহীন মহত্বের পরিধি-
কেন তার উপর আরোপিত করো হাজারো নিয়ম কানুন বিধি?
নারী মানে সুন্দর আগামীর হাতছানি,
যে নীরবে ফেলে যায় চোখের পানি।
নারী মানে বহমান নদী-
যার পদ-ভারে হেসে ওঠে ধরণী একটু ভালোবাসা দাও যদি।
নারী মানে আমৃত্যু লড়াই-
যাকে প্রতিমুহূর্ত পদানত করে করো এত বড়াই।
নারীই তো হয় সর্ব গুণে গুণান্বিত-
যার গরিমায় অনেকেই হয় ঈর্ষান্বিত।
নারী মানে মনের মাঝে চাপা কষ্টের ভার,
যে এক নিমিষে দূর করে একাকীত্বের অন্ধকার।
নারী মানে প্রকৃতির আশীর্বাদ,
যার স্বর্ণখচিত হৃদয়ে থাকে না এতটুকু খাদ।
নারী মানে স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি,
যে খরা জমিতেও নামাতে পারে বৃষ্টি।
নারী মানে আমি,
আর আমি যেকোনো রত্নের চেয়েও অনেক অনেক দামী।

নারী দিবস কবিতা 2024

Loading...
নারী স্বাধীনতা 

আমি অধিকার চাই,চাই মুক্তি
পৌরুষত্বের বঞ্চনা থেকে,
আমাকে আমি মুক্ত করতে চাই,
চাই আমার অধিকারের পুর্ণতা।
আমি প্রতিযোগীতা চাই,নষ্ট পতিতার
প্রতিযোগীতা নয়,
আমার ঘর্মাক্ত দেহের লোভী কামাতুর
দৃষ্টি থেকে বাঁচার প্রতিযোগীতা।
আমি মুক্ত হতে চাই,ঐ সব নষ্ট উদ্দীপ্ত
পৌরষত্বের হাত থেকে,
যারা আমাকে পণ্য বানিয়ে দিচ্ছে,আমাকে দিয়ে
নষ্ট করছে সমাজটাকে।
আমি এমন মুক্তি চাইনা,যে মুক্তি আমাকে আবদ্ধ করবে
কুসংস্কারের দেয়ালে,
নষ্ট প্রাচীরে যেথা আমাকে ঘিরে রাখবে
যেথা হিংস্র থাবা দিবে আমার চোয়ালে।
আমি মুক্তি চাই,ঐ সব নারী খাদকের হাত থেকে
যারা ভদ্রতার মুখোশ পড়ে,
রাতের আঁধারে আবডালে,আমাকে চিবিয়ে খাচ্ছে
লালসার হিংস্র দন্তে।
আমি মুক্তি চাই,আদর্শহীন সমাজ থেকে
আমি আশ্রয় চাই , যে সমাজে আদর্শের কড়া নাড়ে
সেই দ্বার আমি উম্মুক্ত করতে চাই,
সেই দ্বার মুক্ত রাখতে চাই,হিংস্র থাবার বাইরে।
আমি তথাকথিত স্বাধীনতার নামে
আমার দেহ উম্মুক্ত করতে চাইনা,
বিলিয়ে দিতে চাইনা আমি আমার শ্রেষ্ঠ নারীত্ব
কবর দিতে চাই আমি সমাজের পশুত্ব।
আমি হাসনা হেনার সুবাস হতে চাইনা
যে সুবাসের মোহে,
কামাতুর বিষাক্ত সর্পের ছোবলে
আমাকে করবে বিষাক্ত।
আমি হতে চাই,দুর নীলিমার নিলাভ জোছনা হতে
আমি চাই , সবার মনের স্বাধনার অনুপ্রেরণা হতে,
একটি দিনের জন্য নয়,কোন এক নান্দনিক আদর্শের আকাশে
আমি হতে চাই সারা জীবনের জন্য উদিত নক্ষত্র।
আমি চাই সেই স্বাধীনতা
যেথা আমার আছে পুর্ণতা,
আমি ধিক্কার জানাই সেই স্বাধীনতা
যেথা আছে বুনো উল্লাস আর নগ্নতা।
হে নারী,চল আজ সংগ্রাম করি
নারী আদর্শের সংগ্রাম,
নগ্নতাকে পদদলিত করে,প্রতিষ্ঠা করি
আমার সম্ভ্রম আর সম্মান।
আরো পড়ুন,

International Women’s Day Bangla Kobita

নষ্ট মেয়ে 
     – তসলিমা নাসরিন
ওরা কারো কথায় কান দেয় না, যা ইচ্ছে তাই করে,
কারও আদেশ উপদেশের তোয়াককা করে না,
গলা ফাটিয়ে হাসে, চেঁচায়, যাকে তাকে ধমক দেয়
নীতি রীতির বালাই নেই, সবাই একদিকে যায়, ওরা যায় উল্টোদিকে
একদম পাগল!
কাউকে পছন্দ হচ্ছে তো চুমু খাচ্ছে, পছন্দ হচ্ছে না, লাত্থি দিচ্ছে
লোকে কি বলবে না বলবে তার দিকে মোটেও তাকাচ্ছে না।
ওদের দিকে লোকে থুতু ছোড়ে, পেচ্ছাব করে
ওদের ছায়াও কেউ মাড়ায় না, ভদ্রলোকেরা তো দৌড়ে পালায়।
নষ্ট মেয়েদের মাথায় ঘিলু বলতেই নেই, সমুদ্রে যাচ্ছে, অথচ ঝড় হয় না তুফান হয়
একবারও আকাশটা দেখে নিচ্ছে না।
ওরা এরকমই, কিছুকে পরোয়া করে না
গভীর অরণ্যে ঢুকে যাচ্ছে রাতবিরেতে, চাঁদের দিকেও দিব্যি হেঁটে যাচ্ছে!
আহ, আমার যে কী ভীষণ ইচ্ছে করে নষ্ট মেয়ে হতে।

নারীদের নিয়ে কবিতা

আমার দূর্গা 
মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক
মায়ের ছিল না অক্ষরজ্ঞান ছটেক
সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি
দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি
সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে।…
বিস্তারিত

Share This Article