Santa Claus Images: বছর ঘুরে আবার চলে এসেছে বড়দিন । বড়দিন মানেই প্রভু যীশুর জন্মদিন । বড়দিন মানেই অনেকের কাছে পিকনিক কেউ আবার ঘুরতে যেতে ব্যাস্ত । কেক খাওয়া থেকে সান্তা ক্লজ সেজে ছোটদের উপহার প্রদান কোন কিছুই বাদ যায়না এই বিশেষ দিনে ।
খ্রিষ্টান ধর্ম অনুযায়ী ডিসেম্বরের 25 তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন প্রভু যীশু। এই হিসেব অনুযায়ী, 25 শে ডিসেম্বর তারিখকে যীশুর জন্মদিন পালন করা হয় ।
এই বিশেষ দিনে সারা বিশ্বের সমস্ত ধর্মের, বর্ণের মানুষ আনন্দ, উৎসবে মেতে ওঠে। গির্জায় গিয়ে মোমবাতি জ্বালানো থেকে যীশুর মূর্তির সামনে প্রার্থনা সবই চলতে থাকে । রং বেরংয়ের আলোতে সেজে ওঠে সকলের বাড়িঘর ।
আপনিও নিশ্চয়ই বড়দিন (Merry Christmas) এর আনন্দে মেতে উঠেছেন ?
প্রিয়জনদের ও বন্ধুদের কি বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন ? যেকোন উৎসবই সকলে মিলে উদযাপন করার আনন্দ আলাদাই । তাই আমরা আপনার জন্য তৈরি করেছি সেরা কিছু বড়দিনের ছবি, শুভেচ্ছা ফটো। যা আপনি অনায়াসেই নিজের প্রিয়জনদের Facebook, WhatsApp এ পাঠাতে পারেন ।
সান্তা ক্লজের ছবি ডাউনলোড
Santa Claus Chobi
সান্তা ক্লজ এর ছবি আঁকা
সান্তা ক্লজ ড্রয়িং
Merry Christmas Bengali Images, Wishes & SMS 2023
Christmas 2023 Funny Status, Quotes, Wishes