নতুন বছরের স্ট্যাটাস, শুভেচ্ছাবার্তা, মেসেজ ২০২৪ | প্রিয়জনকে পাঠান নতুন বছরের ছবি, SMS

sudiproy877
8 Min Read

নতুন বছরকে স্বাগত জানানোর সঙ্গে প্রিয়জনকে মেসেজ পাঠানো একটা অসাধারণ বিষয়। যদি ২০২৪ এ এসেও প্রিয়জনদের জন্য পুরানো একঘেয়ে শুভেচ্ছা বার্তা পাঠাতে না চান, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য 2024 সালের সব থেকে সেরা মেসেজ দেওয়া হল। অন্যান্য সমস্ত উৎসবের মতোই নববর্ষ মানেই প্রিয় বন্ধু, প্রিয় মানুষকে পাঠিয়ে দেওয়া একটুকরো শুভেচ্ছা বার্তা। আশা করছি আপনাদের ভালো লাগবে।
নতুন বছরের শুরুটা করুন প্রিয়জন, বন্ধুবান্ধব আর কাছের মানুষদের নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে।
ভাবছেন কিভাবে আর কি লিখে পাঠাবেন ? চিন্তা কি, আমরা আপনার জন্য নিয়ে এসেছি সেরা কিছু নতুন বছরের শুভেচ্ছাবার্তা, মেসেজ। দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন নিজের Facebook, Whatsapp বা Instagram এর মতো সোশ্যাল মিডিয়া থেকে। অথবা ফোনের টেক্সট মেসেজ লিখেও পাঠাতে পারেন। তো, ঝটপট পাঠিয়ে দিন নতুন বছরের শুভেচ্ছা।

নতুন বছরের শুভেচ্ছা 2024 স্ট্যাটাস

  • “New year দিচ্ছে উঁকি,
    আর মাত্র কিছুক্ষন বাকি,
    গাছে গাছে উড়ছে পাখি,
    বন্ধু তোমায় বলে রাখি
    ❦Happy New Year❦”,
  • নতুন পোশাক নতুন সাজ।
    নতুন বছর শুরু আজ।
    মিষ্টি মন, মিষ্টি হাসি,
    শুভেচ্ছা জানাই রাশি রাশি।
    হ্যাপি নিউ ইয়ার,
  • “রং বে রঙে সাজছে জাতি
    ডাক ঢোলের ছড়াছড়ি।
    জীবনে আসুক নতুন প্রিতি
    সুখে গড় জীবনটি।
    ❦হ্যাপি নিউ ইয়ার❦”,
  • “নতুন সকাল নতুন দিন
    নতুন করে শুরু,
    যা হয়না যেন শেষ,
    নতুন বছরের অনেক শুভেচ্ছার
    সাথে পাঠালাম তোমায় এই SMS”,

ভালোবাসার মানুষকে নতুন বছরের শুভেচ্ছা

  • “শুধু প্রথম দিন নয়,
    বছরের প্রতিটি দিন যেন
    তোমার সুখে কাটে..
    হ্যাপি নিউ ইয়ার
    ❦2024❦”,

আরো পড়ুন, Happy New Year 2024 Images ,Wallpaper, Pictures In Bengali

  • “আগামী বছরটা যেন তোমার
    গত বছরের চেয়েও ভালো কাটে
    সেই সমস্ত সুখ ও আনন্দ
    যা তুমি গত বছরে পাও নি,
    তা যেন এই বছরে পাও
    হ্যাপি নিউ ইয়ার ”,

হ্যাপি নিউ ইয়ার স্ট্যাটাস 2024

  • “একটা সম্পূর্ণ নতুন
    বছরের অনেক অনেক
    শুভেচ্ছা জানাই
    তোমাকে ও তোমার পরিবারকে
    হ্যাপি নিউ ইয়ার”, New Year Wishes এসএমএস ২০২৪
  • আমার তরফ থেকে আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
    নতুন বছরের দিনটাকে আনন্দের সাথে উপভোগ করুন।, New Year Wishes এসএমএস ২০২৪
  • “নতুন বছোরের নতুন দিন,
    অল্পো কিছু শুভেচ্ছা নিন।
    দুঃখ গুলো ঝেড়ে ফেলুন,
    নতুন কিছু স্বপ্নো গড়ুন।
    নতুন বছর নতুন আশা,
    রইলো কিছু ভালোবাসা।”,

নতুন বছরের ইমোশনাল মেসেজ

  • “ফুরিয়ে গেলাে একটি বছর,
    সময় হল বিদায় বেলার,
    নতুন দিনে নতুন ভাবে
    দেখা হবে দুজনে আবার।
    ❦Happy New Year❦”,

আরো পড়ুন, Happy New Year 2024 Wishes, SMS, Greetings, Quotes In Assamese

Happy New Year 2024 Bengali Shayari, Status & SMS 

  • “নতুন বছরে পুরানাে প্রেমে
    নতুন করে ডুবি।
    নতুন বছরে তােকে
    আবার নতুন করে খুঁজি।”,
  • “বছর শেষের ঝরা পাতা
    বললো উড়ে এসে,
    একটি বছর পেরিয়ে গেলো
    হওয়ার সাথে ভেসে,
    নতুন বছর আসছে তাকে
    যত্ন করে রেখো,
    স্বপ্ন গুলো সত্যি করে
    ভীষণ ভালো থেকো।
    ❦Happy New Year❦”,

নতুন বছরের ফেসবুক স্ট্যাটাস

  • “নতুন বছর আসুক নিয়ে
    নতুন নতুন আশা।
    পৃথিবীতে ছড়িয়ে দিক
    শুধুই ভালোবাসা।
    হানা হানি ভেধা ভেধ
    সব কিছু ভুলি।
    এসো সবাই মিলে
    মিশে সৎ পথে চলি।
    ❦Happy New Year❦”,
  • “পুরানাে সব স্মৃতি করে
    ফেল ইতি,
    পুরানাে সব কষ্ট করে
    ফেল নষ্ট,
    পুরানাে সব বেদনা আর
    মনে রেখ না,
    পুরােনের হয়েছে মরন
    নতুন করে করো বরণ,
    সব কিছু মুছে ফেল মন থেকে,
    তাকাও নব সুর্যের দিকে
    সূর্যটা হাঁসে, তােমায় ভালবাসে।
    তাই তােমাকে আমি জানাই
    নতুন বছরের শুভেচছা।”,
  • “কথার শেষে নতুন বেশে,
    আসছে কোন ভেলা আনন্দে ভেসে,
    নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে,
    তাই মন সেজেছে রঙিন বেশে।
    শুভ হোক নতুন বছর।”,
  • তোমার হৃদয়ে লিখে নাও যে
    নতুন বছরের প্রতিটি দিন তোমার ভালো কাটবে…
    হ্যাপী নিউ ইয়ার…2024
  • তোমার সব মন খারাপে সঙ্গী আমায় কোরো
    তোমার দুঃখ আমায় দিয়ে ঝুলি আমার ভরো!
    নতুন বছরে শুধুই খুশী তোমায় রাখুক ঘিরে
    জেনো আমি আছি পাশে,
    একলা হও বা ভিড়ে!
    হ্যাপী নিউ ইয়ার..2024
  • নতুন বছর আসুক নিয়ে
    নতুন নতুন আশা
    পৃথিবীতে ছড়িয়ে দিক
    অনেক অনেক ভালবাসা
    হ্যাপী নিউ ইয়ার…২০২৪
  • বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে,
    একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে।
    নতুন বছর এসেছে,
    তাকে যত্ন করে রেখো,
    সপ্ন গুলো সত্যি করে খুব ভাল থেকো।
    হ্যাপি নিউ ইয়ার 2024

নতুন বছর নিয়ে ক্যাপশন

  • নতুন আশা, নতুন রোদ
    নতুন আলো, নতুন ভোর,
    মিষ্টি হাসি, দুষ্টু চোখ,
    স্বপ্ন গুলো সফল হোক…..
    হ্যাপী নিউ ইয়ার…2024
  • নতুন আলো নতুন ভোর,
    আসলো বছর কাটলো প্রহর।
    অতীতের হলো মরণ,
    নতুন কে করো বরন!!
    পুরনো সব স্মৃতি করে ফেল ইতি,
    তোমাকে জানাই,
    নতুন বছরের প্রীতি।
    হ্যাপি নিউ ইয়ার ২০২৪
  • নীল আকাশের খামে ভরে,
    সাদা মেঘের কাগজে করে,
    রংধনুর রঙে লিখে,
    দখিনা বাতাস কে দিয়ে আমার মনের কথা পাঠালাম…
    হ্যাপি নিউ ইয়ার 2024
  • নতুন বছরে নতুন প্রতিজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পরো সাফল্যের খোঁজে….
    তোমার সাফল্যে কে কে দুখী হবে জানি না,
    তবে তোমার মা বাবা অবশ্যই খুব খুশি হবে…
    তাদের মুখে হাসি ফোটানোর এই সুযোগ ছেড়ো না যেন…
    হ্যাপি নিউ ইয়ার…2024

হ্যাপি নিউ ইয়ার শায়েরি

  • নতুন বছরে দূর হোক সব জাতপাতের ভেদাভেদ….
    ধর্মাধর্মের বিভেদ…
    সুখী হোক সকল পৃথিবীবাসী..
    হ্যাপী নিউ ইয়ার…2024

আরো পড়ুন, নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা মেসেজ, শায়েরী

  • নতুন বছরে তোমার প্রতিটি দিন হয়ে উঠুক রঙীন….
    বর্ণময়তায় ভরে উঠুক তোমার জীবনের প্রতিটি অধ্যায়…
    সাফল্য ও সৌভাগ্য সর্বদা ঘিরে থাক তোমায়…
    হ্যাপী নিউ ইয়ার…2024
  • নতুন বছরে তোমার জীবন যেন সেইসব জিনিসে ভরে যায় যেগুলো তোমায় কোনভাবে উদ্বুদ্ধ করেছে…
    কিম্বা তোমার জীবনে মূল্যবান হয়ে উঠেছে…
    আর তোমার ঠোঁটে হাসি ফুটিয়েছে …
    হ্যাপী নিউ ইয়ার…2024

নতুন বছরের শুভেচ্ছা মেসেজ 2024

  • নতুন বছরের নতুন দিনে
    আপনাদের জানাই
    সুস্বাগতম
    ২০২৪ .
  • নতুন বছর আসুক নিয়ে
    নতুন নতুন আশা
    পৃথিবীতে ছড়িয়ে দিক
    অনেক অনেক ভালবাসা
    হ্যাপী নিউ ইয়ার…২০২৪
  • আমার সাথে প্রেম,
    শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল..
    তারা চিরকালের মতন থাকার জন্যে একটা জায়গা খুঁজছিল…
    আমি তাদেরকে তোমার ঠিকানা দিয়ে দিয়েছি..
    আশা করি তারা ভালোভাবে তোমার কাছে পৌঁছে গেছে…
    হ্যাপী নিউ ইয়ার..2024
  • নতুন বছরের প্রতিটি দিন হবে সুখময়
    এমনটা আশা করা যায় না…
    সুখ-দুঃখ,সাফল্য-ব্যর্থতা,আশা-নিরাশা সব আসবে একে একে..
    আমি প্রার্থনা করি ঈশ্বর যেন তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা প্রদান করে…
    হ্যাপী নিউ ইয়ার…2024

নতুন বছরের SMS

I hope that this new year is a year of making memories and growing closer – you mean so much to me.

I can’t believe it’s that time of year again! Time sure flies when we’re having fun! I am so lucky to have shared it with you. Happy New Year!

Happy New Year, my love! Thanks for accepting me for the complicated little oddball I am. When I’m with you, I feel I can totally be myself, and I hope you feel the same way too. Let us toast to another year of laughter and love.

Happy New Year, my love! Here’s to new adventures, taking risks, not sweating the small stuff, and creating more beautiful memories together.

In your eyes, I see a world of endless possibilities and a love that knows no bounds. This New Year, I look forward to cherishing every moment we share, to creating new memories, and to falling in love with you all over again. May our love story continue to unfold with joy, passion, and everlasting devotion. Happy New Year, my dearest.

Happy New Year, my love! I feel I can get through anything with you by my side, and I hope you feel the same way too. Wishing you all your heart’s desires in 2024.

আরো পড়ুন,

হ্যাপি নিউ ইয়ার 2024 শুভেচ্ছাবার্তা, স্ট্যাটাস, ছবি, মেসেজ 

নিউ ইয়ার শুভেচ্ছাবার্তা, মেসেজ 2024

হ্যাপি নিউ ইয়ার কবিতা 2024

Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.