100+ Best Funny Quotes In Bengali For Facebook & What’s App

Bongconnection Original Published
13 Min Read


100+ Best Funny Quotes In Bengali For Facebook & What’s App 

100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
Loading...
  
আপনি কি ইন্টারনেট অথবা GoogleBangla Funny Jokes, Quotes কিংবা
Bengali Funny Status খুঁজছেন ? কিন্তু মনের মতো কিছু খুঁজে পাচ্ছেন না ?
তাহলে আপনাকে স্বাগত আমাদের এই ওয়েবসাইটে…..এখনে আপনি পাবেন সেরা সব বাংলা মজার
কোটস,স্ট্যাটাস এবং জোকস।..


তো, চলুন শুরু করা যাক….


Funny Quotes In Bengali For Facebook

Gf password না দিলে বুঝবেন ভেজাল আছে, আর দিলে বুঝবেন আরেকটা আইডি আছে।
 মেয়ের যখন বিয়ের বয়স হয়, তখন বাবার চেয়েও BF- এর চিন্তা বেশি হয়।
 এখনো বেলুন ফুলাইতে পারিনা ! বউ এর পেট কিভাবে ফুলাবো ! 😄😄
  প্রকৃত স্বামী তো সেই, যে বউয়ের কষ্ট দেখে, আরেকটা বউ ঘরে আনে।
 তোমাকে 2 মিনিট না দেখলে মনে হয় 120 সেকেন্ড দেখিনি…!!!
 মেয়েরা যে হারে ভদ্র ছেলে খুঁজছে, ভয় লাগছে কোনো দিন আমি কিডন্যাপ হয়ে না
যাই..
  বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে বেঁচে আছে হাজারো পাতলা মেয়ে।


100+ Best Funny Quotes In Bengali
যখন তোমার একা লাগবে, তুমি চারদিকে কিছুই দেখতে পাবে না, দুনিয়া টা ঝাপসা হয়ে
আসবে। তখন তুমি আমার কাছে এসো। . . তোমাকে চোখের ডাক্তার দেখাবো।
Wife: ei suncho? Rate ami shopne dekesi tumi amake ekta diamond er
neckless gift koreco. 
Husband: ami o shopne dekhesi taka gulo amar sosur babaji diyese. Wife:
what? Husband :yes!
Girl: ei bar thamo aar koto korbe free peye. Boy: paisi aaj ke sara raat
korbo. Girl: ami ekhon ghumabo. Boy: aro 20 bar korbo. Girl: free sms
peleto korbei.

 জন্ম মৃত্যু বিয়ে সব ভগবানের হাতে, মাঝখানে প্রেমটা হলো পেত্নীর হাতে..
 চার সন্তানের মাও ফেসবুকের আইডি নাম দিচ্ছে অস্পর্শি বালিকা।
 মেয়েরা বর্তমানে যেই প্লাজো পরে, তা একসময় অলিফ লায়লার জ্বীনেরা পরতো।
 
বর্তমান প্রেম যদি সম্রাট শাহজাহান দেখতো, তাহলে তাজমহল ভেঙে তাজ বিড়ির দোকান
দিত।

Funny WhatsApp Status In Bengali

 দুনিয়াতে কত কিছু ভাইরাল হয়, কিন্তু আমি যে সিঙ্গেল এটা কেন ভাইরাল হয়
না, জীবনটা বড়ো বেদনার..
100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
 সিনেমায় বিয়ের পর গল্প শেষ হয়ে যায়.. আর বাস্তব জীবনে বিয়ের পরই সিনেমা
শুরু হয়..
মেয়েরা ফুচকা খাওয়ার সময় যত বড়ো হা করে, তাতে ফুচকা নয় টাইটানিক জাহাজও ঢুকে
যেতে পারে।
আজ সিঙ্গেল বলে কারো জন্য হাত কাটতে পারি না, নখ কেটেই নিজেকে সান্তনা দেই..!!
পরীক্ষার খাতা শেষ হবে না জেনেও সব পৃষ্ঠায় মার্জিন করে আসার নামই মধ্যবিত্ত
স্টুডেন্ট
 ভাই রে ভাই মেয়েদের আর বিশ্বাস নেই, জাস্ট কিস করার পর বলে আমি মা হতে
চলেছি..
আজ গরিব বলে পৃথিবীতে থাকি, বড়লোক হলে মঙ্গল গ্রহে থাকতাম
মেয়েরা যে পরিমান ক্রাস খায়, গরু ছাগলও মনে হয় ওই পরিমান ঘাস খায় না।
ওগো, শুনছো তোমাকে ছাড়া আমার 1 ঘন্টাকে 60 মিনিট মনে হয়…
কি আজব !! বাংলা সিনেমায় মেয়েদের সাথে ধাক্কা খেলে প্রেম শুরু হয়, আর বাস্তবে
ধাক্কা খেলে গালাগাল শুরু হয়…
 তুমি আমার এমন একজন যাকে মুরগির মতো না আছড়াইলে ভরবে না এ মন।
প্রেমে পড়া বারণ, একজনের প্রেমে পড়লে বাকিরা কষ্ট পাবে এটাই তার কারণ।
লুঙ্গি পরে ঘুমানোর কি যে মজা সেটা শুধু প্লাজো পরা মেয়েরাই জানে…
একমাত্র মেয়েরাই পারে অবলা ছেলেদের সহজ সরল মনটা কে ফুটবল ভেবে খেলা করতে।

Funny Quotes In Bengali Download

একবার ধরলে হাত ছাড়বেনা কখনো, এটা খালি ইলেকট্রিক তারের ক্ষেত্রে সম্ভব



 মাঝে মাঝে মন চায় থেমে থাকা গাড়ির নিচে পরে মরে যাই…
বউকে ভালোবাসতে শিখুন, কিন্তু কার বউ সেটা দেখার বিষয় না।


Funny Quotes In Bengali Pic

100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
ভোর হলো দোর খোলো বালিকারা ওঠরে, ওই দেখো থালা বাসন ভালো করে মাজরে…
 ভিটামিন Love – এর অভাবে আজ আমি Single রোগে আক্রান্ত।
 রোগা পাতলা মেয়ে গুলোকে দেখে মনে হয় ভিটামিনের বোতল কিনে দিই।
 স্বপ্ন দেখলাম ক্রাশের সাথে ঘুরতে গেছি তার পর যা হলো সব ইতিহাস।
 যখন ভাবি তুমি ছাড়া আমার জীবনটা অন্ধকার, ঠিক তখনই কারেন্ট চলে আসে।
 গালি আবিষ্কার না হলে অর্ধেক বাঙালি হাইপ্রেসারে মারা যেত..

 বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বন্ধুকে টাকা দিলে সেটা আর ফেরত পাওয়া যায়
না।
 হাত দিয়ে চানাচুর মেখে চামচ দিয়ে খাবার নামই বড়লোকি…
এদেশে বয়ফ্রেন্ড নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে গার্লফ্রেন্ড এর বাচ্চা হাঁটা শিখে
যায়।
 ধৈর্য জিনিসটা তাদের জন্য না, যারা চুষে খাওয়া চকলেটটা চিবিয়ে খায়।
 চুল পরার সমস্যা  নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে দেখি ডাক্তার
নিজেই টাকলা, ভাবা যায় এগুলো…
 মানুষরুপি মুরগির ঠ্যাং দেখতে চান??? তাহলে প্লাজো পরা মেয়েগুলোর পায়ের
দিকে তাকান একবার…
 ভাগ্যিস, মশারা ঠোঁটে লিপিস্টিক লাগায় না, তা না হলে সমাজে আর মুখ দেখাতে
পারতাম না।

Funny Love Quotes In Bengali

 বাংলা সিনেমা দেখছিলাম, প্রেমিক প্রেমিকার দুই পায়ের ঘষাঘষিতে বাচ্চা হয়ে
গেলো।


100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
কবি বলছেন, প্রথমটারে ভুলে থাকা সম্ভব যদি দ্বিতীয়টা সার্ভিস ভালো দেয়।
ঘন ঘন স্ট্যাটাস দেই কারণ, মা বলেছে হাতের লেখা সুন্দর করতে।
 আলগা পিরিত, তুমি না খেলে আমিও খাবো না।
 20 টাকা দিয়ে একটা লিপস্টিক কিনে ছয়জন মিলে ঠোঁটে ঘষা একমাত্র মেয়েদের
পক্ষেই সম্ভব।
 GF – তুমি আমার একটা কোথাও শোনো না!
 ME – তোমাকে মন দিয়েছি কান না।…
Madam: dharona aar bhul dharona er majhe he different ki? Boltu: apni ekhan
sirom maal, eta amar dharona aar amra akhono polapan achi eta apner bhul
dharona!!
Premik: Priotoma, ami je kota taka maine pai, biyer por tate ki tomar cholbe ?
Premika: Amar to chole jabe , kintu tumi cholbe kivabe ?
 বাসে কিছু মহিলা অনর্গল চাইনিজ ভাষায় কথা বলছিলেন, অনেক্ষন পরে বুঝলাম এরা
Tik Tok দেশের মানুষ।

Bangla Funny Jokes

 একটার বেশি প্রেম করার জন্য যদি সরকার যদি জেল দিতো, প্রায় সব মেয়েরাই আজ
জেলে থাকতো।
 ঘুম থেকে ওঠার পর বাচ্চারা মা খোঁজে, যুবকরা বউ খোঁজে, আর আমি মোবাইল
খুঁজি, তা দেখে আমার মা ঝাড়ু খোঁজে।
 ইতিহাস সাক্ষী, কোনো মা কোনোদিন বলেনি আজ অনেক পড়েছিস, এখন একটু মোবাইল
ঘাঁট।
 Bf কে পরীক্ষা করার জন্য বান্ধবীকে নাম্বার দিয়েছিলাম….. আজ ওদের
বিয়ে….
আরো,পড়ুন,  Best Sad Quotes In Bengali
 জাগো বাঙালি জাগো, আমাকে নিয়ে ভাগো, সিঙ্গেল মুক্ত দেশ গড়ো।
100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App

Funny Bengali Lines

বউয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেল-এ চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে
রিডিং পড়ায় যৌতুক নেওয়া সামাজিক অপরাধ।
 Google এ সার্চ করছিলাম ভালো ছেলে চাই। Google – Sorry আমরাও খুঁজছি।
 মোবাইল ঘাটার সময় মুচকি হাসি বিপদজনক!! কারণ, মা ভাবছে আমি হয়তো প্রেমে
পরেছি….
 2000 সালে একবার পরে গিয়ে ব্যাথা পেয়েছিলাম। তখন ফেসবুক ছিল না তাই এখন
পোস্ট করলাম।
  বউটা সত্যি খুব কিউট ছিলো, কিন্তু কবুল বলার আগেই ঘুমটা ভেঙে গেল।
কবি বলেছেন সিঙ্গেল দেখে হইয়ো না খুশি আড়ালে তার ডাবল হাঁসি।

বাথরুমের দরজা লক করতে ভুলে যাওয়া মেয়েটা স্ট্যাটাস দেয়, তোকে ভুলে যাওয়ার জন্য
আমি ভালোবাসিনি।

 কপালটা এতটাই খারাপ যে, স্বপ্নেও যদি কোনো মেয়েকে পছন্দ হয় তারও Bf থাকে।
 আজ Gf কে দুইবার কিস করলাম Osthir Post…
 জীবনটা আসলেই অনেক সুন্দর, খুবই সুন্দর। এত বেশি সুন্দর যে মাঝে মাঝে খুব
অসহ্য লাগে।
 শত শত জানু কলিজা লিভার কিডনির ভিড়ে আমি এক অসহায় হাড্ডি।
 ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না, এটা শোনার পর খুব টেনশনে আছি।
 লোকটির নাম ছিল স্বপন ঘোষ, আইডি কার্ডে নাম এসেছে স্বপ্নদোষ।
 80 কেজি ওজনের মেয়ে ফেসবুক আইডির নাম ভেসে যাওয়া মেঘ…
100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
 নিজেকে কখনো বেকার ভাববেন না, মনে রাখবেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো
মশার সংসার চলে।
 বানাতে গেছি নুডুলস হয়ে গেছে সেমাই, ওমা!! খেয়ে দেখি পায়েস
  সিগারেট খোরদের সাথে ভালো ব্যবহার করুন, বেচারা গুলো আর বাচঁবেই বা
কয়দিন…
 মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, কারণ ওরা দাঁত মাজে না।
 মা থ্রেড দিচ্ছে….. লেখাপড়া না করলে ছোটবেলার ন্যাংটা পিকগুলো আপলোড করে
দেবে নেটে।
 কি ঝাক্কাস মোবাইল কিনলাম রে ভাই, 2 ঘন্টা নেট চালালে 1 ঘন্টা কাপড় ইস্ত্রি
করা যায়।
 বাবু খেয়েছো বলার মানুষটা নেই বলে আজ আমি এতো রোগা…
 চুরি করতে গিয়ে কাশি আর প্রপোজ করতে গিয়ে হাঁসি, দুটোই বিপদজনক।
 24 ঘন্টার মধ্যে, 10 লক্ষ টাকা যোগার করা, একমাত্র ছায়াছবিতেই সম্ভব।

Bengali Funny Picture Quotes

   মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে ছাত্রীদের বোঝানোর পর দিদিমণি এক
ছাত্রীকে প্রশ্ন করলেন 
—– বলতো গাছের থেকে আম খসে উপরের দিকে না গিয়ে নিচে পড়ে কেন ??? 
—– ছাত্রী : উপরে সেই আম খাওয়ার কেউ নেই বলে।
   বিক্ষুব্ধ যাত্রী : সময়মতো যখন ট্রেন চলে না, তখন টাইমটেবিলের
দরকার কি ??? 
—– স্টেশন মাস্টার : আরে মশাই, ওটা না থাকলে আপনি কি করে জানবেন কোন ট্রেন
কতটা দেরীতে ছাড়লো।
   মদ্যপান করে রুনুবাবু ছুটে এসে ট্রেনে চেপে বসলেন। তিনি অফিসের
কাজে দিল্লি যাবেন, অথচ চেপে বসলেন মাদ্রাজ মেলে। ট্রেনে উপরের বাঙ্কে শুয়ে
থাকা ভদ্রলোককে রুনুবাবু জিজ্ঞেস করলেন 
—– আপনার কোথায় যাওয়া হবে মশাই ??? 
—– ভদ্রলোকের উত্তর : মাদ্রাজ। 
—– রুনুবাবু বিড়বিড় করে বললেন বিজ্ঞানের কি অগ্রগতিই না হয়েছে, উপরের
বাঙ্কটা যাবে মাদ্রাজ আর নিচের টা যাবে দিল্লি।
পাশের বাড়ির মেয়েটাকে ভালো লেগেছিল, পরে জানতে পারলাম মেয়েটা ছুটির দিনেও কলেজে
যায়।
100+ Best Funny Quotes In Bengali
আজ আমি রোগা, তাই জন্য মানুষ আমাকে নিয়ে উল্টোপাল্টা সন্দেহ করে।
 বিয়ের গাড়িতে শুধু বড়-বউ যায় না! অন্য কারো বেঁচে থাকার স্বপ্নটাও চলে যায়।
 চিকন ছেলেরা যদি নেশাখোর হয়, তাহলে মোটা মেয়েরা সব প্রেগনেন্ট…
 তুমি আমাকে রিপ্লাই দাও নাকি ঔষধ দাও বুঝিনা, সকালে একটা, বিকালে একটা, আর
রাতে একটা…
 খাটো মেয়েরা লাল শাড়ি পড়লে মনে হয় এল.পি.গ্যাসের সিলিন্ডার!
 কেউ আমার মাকে বলে দিও আমি বিয়ে করবো। 😍
 ইংলিশ মুভির কিসিং সিন থেকেও বাংলা সিনেমার নায়িকার নিঃশ্বাসের শব্দ বেশি
অশ্লীল!!
 হ্যাঁ, আমি খুবই সচেতন নাগরিক। মেঘলা আকাশ দেখলেই মোবাইল চার্জ দেই।
 সবাই ট্রিট চায়.. কেউ আমাকে চায় না কি কপাল…
 মাথায় চুল থাকবে কি করে, যেখানে শ্যাম্পুর নামই অল-ক্লিয়ার।
100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
গান্ধীজি বলেছিলেন ঘুষ নেয়া অন্যায়, আর বাঙালি ভাবছে ঘুষ নেয়া অন্য আয়।
 টিভিতে হাসির কিছু দেখলে রিমোটে হাহা রিয়েক্ট খুঁজি।
 জ্ঞান হলো জাঙ্গিয়ার মতো, থাকাটা জরুরি দেখানোটা নয়…..!!!
 ব্রেকিং নিউজ বাবু ডাকার কারণে গার্লফ্রেন্ডের কোলে উঠে হিসু করে দিলো
বয়ফ্রেন্ড।
 ডিয়ার হবু বউ, রান্নাটা অন্তত শিখে নিও লিপস্টিক খেয়ে খেয়ে কতোদিনই বা
বেঁচে থাকবো বলো।
 হাসতে হাসতে সিগারেট খাওয়া ছেলেটা একদিন কাশতে কাশতে মরে যাবে।
  সময়ে সময়ে নিজেকে আপডেট করুন, নাহলে এই দুনিয়া আপনাকে Use করে Hang করে
দেবে।
  ঘুম থেকে উঠে হঠাৎ চমকে গেলাম, আমার গলায় মালা পরালো কে, পরে দেখি লুঙ্গি
গলায়।
 I Wish,  কোনো এক রাতে তুমি আর আমি পাশাপাশি বসে সূর্য দেখবো।
 একমাত্র মেয়েরাই পারে, রেস্টুরেন্টে গিয়ে টিস্যু চুরি করে ব্যাগে ঢোকাতে।
100+ Best Funny Quotes In Bengali For Facebook & What's App
 শেষ ইচ্ছার আগের ইচ্ছা কি? আমার বেস্টুর ফানি পিক ভাইরাল করবো..
 আজকের বাছুর আগামী দিনের গাভী, আজকের প্রেমিকা আগামী দিনের ভাবি।
  আপনাদের সন্তানকে ফেসবুকে ভর্তি করিয়ে দিন.. বাকিটা আমাদের দায়িত্ব।
 Congratulation – আপনার Chat List – এর প্রথম ব্যক্তি আপনার সাথে কুত কুত
খেলবে।
  স্কুল লাইফের কমন ডায়লগ ছুটির পর দারাস তোরে দেখে নেবো…!!!

 সবাই বলে … দেওয়ালেরও নাকি কান আছে, তাতে কি?? মুখ তো আর নেই যে, কাউকে
বলে দেবে…

  প্রত্যেক সার্কেলে এমন একটা ফ্রেন্ড থাকে, যার মোবাইলে কখনো চার্জ বা
ব্যালেন্স থাকে না!
 কিছু কিছু ছেলেদের প্যান্ট পড়া দেখলে ভয় লাগে। কখন যে প্যান্ট বিপদ সীমার
নিচে এসে পরবে বলা মুশকিল।….
মজার এই কোটস এবং স্টেটাস গুলো আপনার ভালো লাগলে বন্ধুদের সাথে স্যার করতে ভুলবেন
না…
ভালো থাকুন, হাসতে  থাকুন।…
Thank You, Visit Again…
Tags – Bengali Funny Jokes, Funny Quotes, Bengali Quotes



Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.