Akashe Lokkho Tara is a viral Bengali song. This song originally went viral from Tiktok App. Many artists & social media influencers have danced to this song and made the song viral.
Akashe Lokkho Tara Chader Moto Alo Dey Na Lyrics
ছিলো যে আশা, আমি বাঁধবো যে বাসা
কেন হলো যে এমন
জলে ভাসি যে দু নয়ন (২)
আকাশের লক্ষ তারা
চাঁদের মতো আলো দেয়না
বন্ধু নাই কো দেশে
কে আমায় ভালোবাসে
দিনে থাকি যে আশায়
রাতে যে ঘুম আসেনা
সাধের পিরিতি হইলো যৌবনের ক্ষতি
ফলে ধরিলো পুকা
বন্ধু এমনি বুকা (২)
লেগে গেছে আগুন
ফিরে কিছুই পাবি না
আমার মন মানে না,
যৌবন জ্বালা সয়না
বন্ধু নাই কো দেশে
কে আমায় ভালোবাসে
দিনে থাকি যে আশায়
রাতে যে ঘুম আসেনা
ফুলেরি মধু ঝড়ে পড়িল শুধু
আসেনা বন্ধু রসিয়া
আমি মরি জ্বলিয়া (২)
কয়দিন থাকে জোয়ারে জল
বন্ধু কেন বুঝেনা ?
আমার মন মানে না
যৌবন জ্বালা সয়না
বন্ধু নাই কো দেশে
কে আমায় ভালোবাসে
দিনে থাকি যে আশায়
রাতে যে ঘুম আসেনা
আকাশেতে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না Lyrics
আরো পড়ুন,
Zara Zara Bengali Version Lyrics
Chaleya Bengali Version Lyrics