Durga Puja 2023 Schedule, Bengali Dates & Calendar – দূর্গাপূজা কবে,
তারিখ, সময়সূচী
দেখতে দেখতে বছর ঘুরে চলে এসেছে দূর্গাপূজা। বাঙালির বারো মাসে তেরো পার্বন হলেও
দুর্গাপূজার কথাই যেন আলাদা । এই পূজাকে কেন্দ্র করে প্রতিটি বাঙালির হৃদয়ে যে কত
কিছু আলোড়ন তৈরি হয় তা বলাই বাহুল্য ।
দুর্গাপূজার কথাই যেন আলাদা । এই পূজাকে কেন্দ্র করে প্রতিটি বাঙালির হৃদয়ে যে কত
কিছু আলোড়ন তৈরি হয় তা বলাই বাহুল্য ।
পূজোর কেনাকাটা থেকে প্যান্ডেল হপিং, কোনদিন কোনটা হবে তার প্ল্যান শুরু হয় পূজোর
অনেক আগে থেকেই ।
অনেক আগে থেকেই ।
আর মাত্র কয়েকদিনের তো অপেক্ষা । তাই আপনিও নিশ্চই শুরু করে দিয়েছেন সমস্ত
প্ল্যান, পরিকল্পনা নিজের বন্ধু ও পরিবারের সঙ্গে ।
প্ল্যান, পরিকল্পনা নিজের বন্ধু ও পরিবারের সঙ্গে ।
Durga Puja 2023 Countdown
মায়ের বাপের বাড়ি আগমন থেকে বিজয়ার প্রণাম সব কিছুই যেন বাঙালির কাছে আবেগ ।
যদিও এই বছরের পূজো অন্যান্য বছরের পূজোর তুলনায় অনেকটাই দেরি করে হচ্ছে ।
তবে কবে পূজো আর কোনদিন অষ্টমী বা সপ্তমী তা নিয়ে তৈরি হয়েছে অনেকের মনেই নানা
রকম সংশয় ।
রকম সংশয় ।
বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই ভুলভাল সমস্ত রকম তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত
করছে ।
করছে ।
অঞ্জলীর শাড়ি হোক বা পাঞ্জাবি দুর্গাপূজার আগেই সঠিকভাবে জেনে রাখা ভালো পূজোর
সঠিক সময় ও সূচি ।
সঠিক সময় ও সূচি ।
তো, চলুন দেখে নেওয়া যাক এই বছর পূজো কবে ও কোন তারিখে….
2023 সালের দূর্গা পূজা কবে ?
Durga Puja Bengali Date
Mahalaya (মহালয়া) – October 14, Saturday
Maha Panchami (পঞ্চমী) – October 19, Friday
Maha Shashthi ( মহাষষ্ঠী) – October 20, Saturday
Maha Saptami (মহাসপ্তমী) – October 21, Sunday
Maha Ashtami (মহা অষ্টমী) – October 22, Monday
Maha Navami (মহা নবমী) – October 23, Tuesday
Bijaya Dashami (বিজয়া দশমী) – October 24, Wed
দূর্গা পূজা ২০২৩ সময় সূচি
দূর্গা পূজা ২০২৩ বাংলা তারিখ
এবারে জেনে গেলেন তো পূজোর সঠিক সময়সূচি ।
এবারে সমস্ত প্ল্যান করুন জমিয়ে ।
ঘোরাঘুরি হোক, হোক হৈহুল্লোড়, সিঙ্গেলদের হোক পূজো প্রেম আর হ্যা প্যান্ডেল হপিং
হোক জোরদার ।
হোক জোরদার ।
সবার পূজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক শুভকামনা রইলো ।
আরো পড়ুন,