Teachers Day Poem In Bengali 2023 (শিক্ষক দিবসের কবিতা)
Loading...
Teachers Day Bengali Poem
শিক্ষক দিবস
ছাত্ররা আজ আসবে স্কুলে
তোমার জন্য গাইবে গান
আবৃত্তি আর বক্তৃতা দিয়ে
তোমাকে জানাবে সম্মান ;
দেবেই দেবে উপহার ওরা
নেবেই নেবে আশীর্বাদ
তোমার শিক্ষায় শিক্ষিত হয়ে
হবে নির্মল নিখাদ ।
তোমাকে দেখেই ওদের চলা
স্বপ্ন ভবিষ্যতে
মানুষ গড়ার কারিগর তুমি
আগামীর পৃথিবীতে;
সদা হাস্যে দেখি তোমায়
শিক্ষা করছো দান ,
চির উজ্জ্বল ‘শিক্ষক’ তুমি
তোমারে করি প্রণাম ।।
শিক্ষকদের সম্মানে কবিতা
হে প্রিয় শিক্ষক
হে প্রিয় শিক্ষক কি দিয়ে করব
আপনাকে শ্রদ্ধাঞ্জলি!
আমি আপনাতে আমার ভালবাসা
দিয়েছি জলাঞ্জলি।
হে প্রিয় শিক্ষক
কিসে করব আপনাকে অপমান!
আমার আমিত্ব,জৌলুস
আপনারি যে দান?
হে প্রিয় শিক্ষক
কিসে যাব আপনারে ভুলে,
আপনার মত মহান মানুষ
পাইনি আমার শিক্ষাকূলে?
হে প্রিয় শিক্ষক
কিসে ভুলব আপনার সুদর্শন মুখ!
বাবা হারিয়ে আপনাতে
খুজে ছিলাম সুখ।
হে প্রিয় শিক্ষক
কেমনে দিব বাকি শিক্ষা জীবন পাড়ি!
আমি যে আপনাকে ছাড়া
হয়ে গেছি আনাড়ি।
হে প্রিয় শিক্ষক সামনের পথ
কেমনে চলিব একা! একা!
জীবন নামের রেলগাড়ি
আজ চলছে আঁকা-বাঁকা।
হে প্রিয় শিক্ষক
থাকব আপনাকে দেখার আশে!
বিধাতার কাছে প্রাথর্না করি
বারংবার দেখার সুযোগ আমার যেন আসে?
Bengali Poem For Teachers Day Celebration
সবার উপরেই শিক্ষক
শিক্ষক,মাষ্টার,বড় যে নামটা তার,
কর্মটা অতি বড় উচ্চ,
সমাজের শিক্ষিত,যে যেখান দীক্ষিত,
তাদেরই হাতে গড়া গুচ্ছ।
মাষ্টার ও মাষ্টার,মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।। ঐ
বাবা-মা’র সন্তান,শিক্ষা করিয়া দান,
তোমরাই আলো দাও জ্বেলে,
ভাল আর মন্দে,দুঃখ-আনন্দে
ভাবনা পরের মেয়ে-ছেলে।
শিক্ষাগুরুর মান,সমাজেরই সম্মান(২)
বাবা-মা’র পরে স্যার স্টার।।
মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।। ঐ
সময়ের সারাক্ষণ,পড়াতে দেয়না মন
তবু তারা বুকে পায় স্থান,
কটুক্তি আচারণ,তবুও ভাঙ্গেনা মন
রাগে পড়ে করেনা তো প্রস্থান।
সমাজের সুধীজন,তোমরাই সেইজন(২)
তোমাদেরই তৈরী মিনেষ্টার।।
মাষ্টার ও মাষ্টার (৪)
তোমরাই সমাজের মিষ্টার।
আরো পড়ুন, শারদীয়ার কবিতা
কবিতাগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
ভালো থাকুন, কবিতায় থাকুন….
Thank You, Visit Again…