রাখি বন্ধন কবিতা 2023 – Kazi Nazrul Islam – Rakhi Bandhan Kobita

Bongconnection Original Published
3 Min Read


রাখি বন্ধন কবিতা 2023 – Kazi Nazrul Islam – Rakhi Bandhan Kobita

রাখি বন্ধন কবিতা 2023 - Kazi Nazrul Islam - Rakhi Bandhan Kobita
Loading...

Rakhi Bandhan Kobita By Nazrul Islam

Loading...
বাঙালির বারো মাসে তেরো পার্বন। প্রতিটি ঋতুতেই রয়েছে আলাদা আলাদা সব উৎসব। আর
উৎসব পাগল বাঙালির কাছে প্রতিটি উৎসব ই যেন এক আলাদাই আনন্দ নিয়ে আসে । এই যেমন
দেখতে দেখতে এই বছরের রাখি বন্ধন চলেই এলো । যদিও এই উৎসবে এখন সমস্ত ধর্ম
– বর্ণের মানুষ সামিল হন । কবিগুরু
Rabindranath Tagore
হিন্দু মুসলিমের ভাতৃত্ব বন্ধনের জন্য এই রাখি উৎসব করেন ।
আজ এই আনন্দঘন দিনে
Kazi Nazrul Islam
এর এই বিশেষ কবিতাটি আপনার জন্য….



রাখীবন্ধন
                   
  – কাজী নজরুল ইসলাম

সই পাতালো কি শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণী?
নীলিমা বাহিয়া সওগাত নিয়া নামিছে মেঘের তরণী!
অল্কার পানে বলাকা ছুটিছে মেঘ-দূত- মন মোহিয়া
চঞ্চুতে রাঙ্গা কলমীর কুঁড়ি- মরতের ভেট বহিয়া।
সখীর গাঁইয়ের সেঁউতি- বোঁটার ফিরোজায় রেঙ্গে পেশোয়াজ
আসমানী আর মৃন্ময়ী সখী মিশিয়াছে মেঠো পথ- মাঝ।
আকাশ এনেছে কুয়াশা- উড়ুনী, আসমানী- নীল- সাঁচুলী,
তারকার টিপ, বিজলীর হার, দ্বিতীয় – চাঁদের হাঁসুলী।
ঝরা বৃষ্টির ঝরঝর আর পাপিয়া শ্যামার কূজনে
বাজে নহবত আকাশ ভূবনে- সই পাতিয়েছে দু-জনে!
আকাশের দাসী সমীরণ আনে শ্বেত পেঁজা- মেঘ ফেনা ফুল,
হেথা জলে থলে কুমুদে আলুথালু ধরা বেয়াকুল।

আকাশ গাঙ্গে কি বান ডেকেছে গো, গান গেয়ে চলে বরষা,
বিজুরীর গুণ টেনে টেনে চলে মেঘ- কুমারীরা হরষা।
হেথা মেঘ পানে কালো চোখ হানে মাটির কুমার মাঝিরা,
জল ছুড়ে মারে মেঘ-বালা দল, বলে- ‘চাহে দেখ পাজীরা!’
কহিছে আকাশ, ‘ওলো সই, তোর চকোরে পাঠাস নিশিথে,
চাঁদ ছেনে দেবো জোছনা- অমৃত তোর ছেলে যত তৃষিতে।
আমারে পাঠাস সোঁদা- সোঁদা- বাস তোর ও-মাটির সুরভি,
প্রভাত ফুলের পরিমল মধু, সন্ধ্যাবেলার পুরবী!’
হাসিয়া উঠিল আলোকে আকাশ, নত হ’ইয়ে এল পুলকে,
লতা-পাতা-ফুলে বাঁধিয়া আকাশে ধরা কয়, ‘সই, ভূলোকে
বাঁধা প’লে আজ’, চেপে ধরে বুকে লজ্জায় ওঠে কাঁপিয়া,
চুমিল আকাশ নত হ’ইয়ে মুখে ধরণীরে বুকে ঝাঁপিয়া।

রাখি বন্ধন নিয়ে কবিতা

নজরুল ইসলামের রাখি বন্ধন কবিতার সঙ্গে এই বিশেষ দিনে আপনার জন্য রইলো বং কানেকশনের বিশেষ কবিতা রাখি বন্ধন নিয়ে ।

রাখী বন্ধন কবিতা

ভাই বোনের অটুট বন্ধন
জড়িয়ে আছে রাখির সাথে,
বোনের ভালোবাসা প্রস্ফুটিত হয়
দাদার রাখি পরার হাতে,
সারা বছর খুনসুটি 
আর্ দুষ্টিমিতে ভরা,
তবুও চাই যে দাদার
বোনের হাতে রাখি পরা,
দাদার দীর্ঘায়ু কামনায়
ব্রত রাখে বোন,
এই ভাবে ঘরে ঘরে
উজাপিত হয় রাখি বন্ধন,
তিনটি পুঁথির রাংতা চেরা
রঙিন সুতোয় গাঁথা,
তার যাদুতে পড়লো বাঁধা
সাম্প্রদায়িকতা,
মিলন গলায় রাখির টানে
হিন্দু – মুসলমান,
রঙিন সুতোর বাঁধনেতে
মিলল প্রতিজন,
তুমি আমার ভাই
আমি তোমার বোন
এমন করে সারা জীবন
থাকে যেনো আমাদের বন্ধন।।

Share This Article