হস্তমৈথুনের অভ্যেস থেকে বাঁচার সহজ উপায় ? জানুন হস্তমৈথুন করার ভয়ঙ্কর ক্ষতি – How To Get Rid Of Masturbation In Bengali

Bongconnection Original Published
5 Min Read

 হস্তমৈথুনের অভ্যেস থেকে বাঁচার সহজ উপায় ? জানুন হস্তমৈথুন করার ভয়ঙ্কর
ক্ষতি – How To Get Rid Of Masturbation In Bengali 

হস্তমৈথুনের অভ্যেস থেকে বাঁচার সহজ উপায় ? জানুন হস্তমৈথুন করার ভয়ঙ্কর ক্ষতি - How To Get Rid Of Masturbation In Bengali
Loading...

হস্তমৈথুন থেকে বাচার উপায়

বর্তমান সময়ে যুবকদের মধ্যে সবথেকে বড় সমস্যা হলো হস্তমৈথুন । এক সময়ে প্রবল
মানষিক ইচ্ছা ও Curiosity র প্রভাবে আপনি যা শুরু করেছিলেন । তা হয়তো আজ অভ্যাসে
পরিণত হয়েছে।  অনেকেই তো এই হস্তমৈথুনের এমন নেশায় আচ্ছন্ন যে সারাদিন শুধু
তাদের মাথায় ওই চিন্তাই ঘুরপাক খেতে থাকে।  এর প্রভাব পরে দৈনন্দিন জীবনে ।
সেইসাথে বিবাহ পরবর্তী সময়ে যৌন সম্পর্কেও আসে তীব্র অনীহা ।


যদিও বিজ্ঞান বা কোন Medical research এ এখনো প্রমাণিত হয়নি যে
Masturbation ক্ষতিকর । তবে সবকিছুর ই তো একটা সীমা আছে তাইনা ?
এই যেমন ভাত বা রুটি না খেলে আমাদের শরীর খারাপ করে কিন্তু আপনি যদি পর্যাপ্ত
পরিমাণের চেয়ে বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু পেটখারাপ বা বদহজম হওয়ার সম্ভাবনা
থাকে।
তো, চলুন দেখে নেওয়া যাক, হস্তমৈথুন কতটা ক্ষতিকর …

ছেলেদের হস্ত মৈথুনের ক্ষতিকর প্রভাব

💧💧হস্তমৈথুনের ক্ষতিকারক ২৬টি দিক💧💧
১। মন দুর্বল হয়ে পড়ে।
২। পাকস্থলী, ৩। যকৃত এবং ৪। হৃদপিন্ড নষ্ট হয়ে যায়।
৫। দৃষ্টিশক্তি হ্রাস পায়।
৬। কানে শোঁ শোঁ আওয়াজ অনুভূত হয়।
৭। সর্বদা খিটখিটে মেজাজ থাকে।
৮। সকালে ঘুম থেকে উঠলে শরীর কাহিল (ক্লান্ত) হয়ে পড়ে।
৯। শরীরের জোড়ায় জোড়ায় ব্যথা অনুভব হয় এবং চোখে ঝাপসা দেখে
১০। বীর্য পাতলা হয়ে যাওয়ার কারনে সর্বদা সামান্য সামান্য বীর্য নির্গত হতে
থাকে, প্রস্রাবের নালীতে বীর্য জমে থাকে ও দুর্গন্ধের সৃষ্টি হয়। ফলে
প্রস্রাবের নালীতে ক্ষত হয়ে যায় এবং ক্ষতস্থান হতে পুঁজ বের হয়।
১১। প্রথমে প্রথমে প্রস্রাবের সময় সামান্য জ্বালা যন্ত্রনা অনুভব হয়।
১২। পরবর্তীতে প্রস্রাবের সাথে পুঁজ বের হয়।
১৩। অতঃপর প্রস্রাবের সময় তীব্র জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়।

১৪। এমনকি গলোরিয়া রোগে আক্রান্ত হয়ে জীবনকে এমনই তিক্ত করে তোলে, যার ফলে
মানুষ মৃত্যুকে আহ্বান করতে থাকে।

হস্ত মৈথুনের ক্ষতিকর প্রভাব ইসলাম

১৫। বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে কোন কল্পনা ব্যতীত প্রস্রাবের আগে বা পরে
প্রস্রাবের সাথে বীর্য নির্গত হয়। একে প্রমেহ রোগ বলা হয়, যা কঠিন কঠিন রোগ
সমূহের মূল।
১৬। অঙ্গ বিকল হয়ে যায়।
১৭। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
১৮। মেরুদন্ড দূর্বল হয়ে পড়ে।
১৯। বিবাহের যোগ্যতা হারিয়ে ফেলে।
২০। যদিও স্ত্রীর সাথে মিলন করার ক্ষেত্রে সফলও হয়, কিন্তু সন্তান সন্তুতি জন্ম
নেয় না, ফলে নিঃসন্তান থেকে যায়।

২১। কোমরে ব্যথা অনুভব হয়।
২২। চেহারা হলুদ বর্ণ ধারন করে।
২৩। চোখে গাড়া পড়ে।
২৪। শরীর দিন দিন ক্ষীন হয়ে যায়, স্বাস্থ্য ভেঙ্গে পড়ে।
২৫। টাইফযেড রোগে আক্রান্ত হয়।
২৬। মস্তিষ্ক বিকৃত হয়ে যায়।

প্রতিদিন বীর্য ফেললে কি হয়

(বি.দ্র. উপরে বর্ণিত ২৬টি কারণ হতে সব গুলো যে একজনের একসাথে প্রকাশ পাবে তা
নয়। আস্তে আস্তে এগুলোর অধিকাংশই হস্তমৈথুন কারি গনের মাঝে পাওয়া যাবে।)
হস্তমৈথুনের অভ্যেস থেকে বাঁচার সহজ উপায় ? জানুন হস্তমৈথুন করার ভয়ঙ্কর ক্ষতি - How To Get Rid Of Masturbation In Bengali

হস্তমৈথুনের ক্ষতি কাটিয়ে উঠার উপায়

পর্নোগ্রাফি এবং হস্তমৈথুন থেকে বাঁচার কিছু সহজ উপায়!  
 পর্ন এবং হস্তমৈথুন থেকে বাঁচার কিছু প্যাক্টিক্যাল সলিউশন: 
 ১. কোন রকমের চিন্তা ছাড়া ল্যাপটপ, হার্ড ড্রাইভ, মেমরি কার্ডে থাকা
সমস্ত পর্ন ডিলিট করে দিতে হবে। ফাইলগুলো যেন আর রিকভার করা না যায়।
 ২. একাকীত্ব এভয়েড করতে হবে। দ্বীনি ভাইদের সাথে বেশি বেশি উঠা বসা
থাকতে হবে। কোন ভাই যদি ব্যস্তও থাকে তারপরেও হালালভাবে তাকে রাজি করাতে হবে
যেন উনি সময় দেন। আল্লাহ ওয়ালা মানুষদের সাথে থাকলে আল্লাহর স্মরণ বাড়বে।
 ৩. খুচরা নুডিটি যেখানে আছে ঐসব কিছু ত্যাগ করতে হবে। হতে পারে তা নিউজ
দেখা, হতে পারে ফেইসবুকের কোন বিদেশি পেইজ, হতে পারে গল্প, রোমেন্টিক কিছু,
ব্লগ ইত্যাদি।
হস্তমৈথুনের অভ্যেস থেকে বাঁচার সহজ উপায় ? জানুন হস্তমৈথুন করার ভয়ঙ্কর ক্ষতি - How To Get Rid Of Masturbation In Bengali

হস্তমৈথুন ছাড়ার সবচেয়ে কার্যকর উপায় 

 ৪. পরিচিত অপরিচিত জানাযায় অংশগ্রহণ করতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
জানাযা থেকে এলে মন মানসিকতা অন্য রকম হয়ে যায়। খাটিয়া, কবর, কাফন ইত্যাদির
ছবিগুলো পরবর্তী কয়েকদিন চোখে ভাসতে থাকে। এমন কোন অ্যাডিক্টেডকে পাওয়া যাবে
না যে কিনা জানাযা থেকে এসে পর্ন দেখতে বসে যায়।
 ৫. পর্ন মহিলাদেরকে এক প্রকারের অসম্মানিত ভাবে তুলে ধরে। রাস্তাঘাটে
যেকোন মহিলার দিকে চোখে গেলে ঐ পর্নস্টারের মধ্যে খুঁজে বেড়ানো ব্যাপারগুলো
র্যা নডম মহিলাদের মাঝেও খুঁজে বেড়ায়। এভেন বাসায় মাহরামদের বেলাতেও এটা
হয়। এটা পর্ন এডিকশানের একটা রোগ। না চাইলেও এসব হতেই থাকবে নিত্যদিন।
 ৬. পর্ন দেখাই যদি শেষ আমল হয় তবে কি হবে চিন্তা করে দেখা উচিত। সাডেন
ডেথ অহরহ হচ্ছে পৃথিবীতে। মালাকুল মাউতের অ্যাপয়েন্টমেন্ট যদি ঠিক পর্ন দেখার
পরেই হয় তাহলে কি হবে! দুইটা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় মৃত্য হলে ঈমান হারা
অবস্থায় মারা যেতে হয়। মদ্যপান আর যিনাহ। হাদিসের ভাষায় মুমিনের মাথার উপর
থেকে ঈমান তখন সরে যায়।
আরো পড়ুন,
Tags –
Masturbation, Hostomoithun,
Health
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.