Happy Mother’s Day Bengali Status, Article, Messages 2023 – মাতৃদিবসের স্ট্যাটাস, আর্টিকেল, মেসেজ

Bongconnection Original Published
6 Min Read

 Happy Mother’s Day Bengali Status, Article, Messages 2023 – মাতৃদিবসের
স্ট্যাটাস, আর্টিকেল, মেসেজ

Happy Mother's Day Bengali Status, Article, Messages 2023 - মাতৃদিবসের স্ট্যাটাস, আর্টিকেল, মেসেজ
Loading...


Mother’s Day Bengali Article 2023

     অণুকে  প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হিমশিম খেতে
হয় । ভোর বেলায় ঘুম থেকে উঠে রান্না করা , অমিতের অফিসের খাবার তৈরি করা, 
দুই জমজ ছেলেমেয়ে রূপ ও রাইকে তৈরি করে স্কুল পাঠানো,  শ্বশুর মশাই এবং
শাশুড়ি মায়ের জন্য আলাদা খাবার বানানো শেষ করে নাকে মুখে গুঁজে অফিস দৌড়ানো ।
বারবার বলেছে একটা রান্নার লোক রাখলে সুবিধা হয়,  কিন্তু এঁরা নাকি
রান্নার লোকের হাতে খেতে পারবেন না । আসলে অণুর সুবিধা হয় এমন কিছু তাঁরা করতে
পারবেন না । মাঝে মধ্যে মনে হয়,  “হে ভগবান  , তুমি বড়ো একচোখো ।
দশটা হাত দিলে তো পারতে ! ” 
         সন্ধ্যায় বাড়ি ফিরেও শান্তি নেই । চা, 
জলখাবার বানাও,  রাতের বেলায় কিছু খাবার বানাও,  বাচ্চা দের পড়াতে
বসাও ।  বাচ্চারা নামেই তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী,  কিন্তু
পড়াশোনার প্রবল চাপ । এদিকে  শাশুড়ি মা তো কথায় কথায় বলেন যে তাঁর ছেলে
কতো বড় অফিসার , তাঁর ছেলের কতো পড়াশোনা । সে তুলনায় অণুর পড়াশোনা বা চাকরি
নগণ্য । খারাপ লাগলেও অণু কথা বাড়ায় না কারণ কথায় কথা বাড়ে । দাঁতে দাঁত চেপে
প্রতিদিনকার লড়াই চালিয়ে যাচ্ছে সে । একটাই আশা,  ছেলেমেয়েরা যেন 
প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠতে পারে । তাদের মধ্যে যেন “মান” ও  “হুঁশ ”
সঞ্চারিত হয় । 


আরো পড়ুন,

               আগামী কাল মাতৃদিবস ।
আজ থেকেই মাকে নিয়ে গল্প, কবিতায়, ছবিতে ফেসবুক ভ’রে উঠেছে । সবাই যেন হঠাৎ
করেই মাতৃ ভক্ত হয়ে গেছে । অণু মাতৃহারা । তবে সে মাতৃদিবসের আলাদা দিনের
তাৎপর্য কখনোই বোঝেনি । মাকে ছাড়া তো একটা দিনও কাটে না । তাই প্রত্যেক দিনই
মাতৃদিবস । সন্ধ্যায় রূপ ও রাইকে পড়াতে বসলে তারাও মাতৃদিবসের কথা জানতে চায় ।
আসলে স্কুলে বন্ধুরা আলোচনা করেছে , মাকে নাকি উপহার দেওয়া উচিত,  সেসবও
আলোচনা হয়েছে । 

Happy Mother’s Day Bengali Status

Loading...
              যথারীতি আরেকটা দিন শুরু হয়
। আজ রবিবার । সকলের ছুটি থাকলেও অণুর কোনো ছুটি নেই । সকলের পছন্দের
জলখাবার,  দুপুরের খাবার বানিয়ে ক্লান্ত অণু সবে একটু পাখার হাওয়ায়
বসেছে,  এমন সময় মুখের সামনে একটা ছোট্ট হাত উদয় হয় । রাই তার মায়ের জন্য
সরবত বানিয়ে এনেছে । অণুর মনটা ভালো লাগায় ভ’রে ওঠে । 

             দুপুরে খাবার পরিবেশন করার
সময় বাচ্চা রা জিদ ধরে যে আজ তারা মায়ের সাথে খাবে । সেইমতো বাকিদের খাওয়া
দাওয়া শেষ হলে অণু নিজের আর দুই ছেলেমেয়ের জন্য খাবার পরিবেশন করতে যাবে এমন
সময় রূপ আর রাই জোর করে মাকে চেয়ারে বসিয়ে দেয় । এরপর ছোট্ট ছোট্ট হাতে রূপ
খাবার থালা,  জলের গ্লাস ইত্যাদি আনে । রাই তার ছোট ছোট হাতে খাবার
পরিবেশন করে । রূপ ও বোনকে সাহায্য করে । একটু ভুল হচ্ছে,  কিছুটা খাবার
প’রে যাচ্ছে,  কিন্তু দুই ভাইবোন আপ্রাণ চেষ্টা করছে । অণু অপলক 
তাকিয়ে থাকে ওদের দিকে । তার আত্মজ- আত্মজার দিকে তাকিয়ে সে ভাবে তার সন্তানেরা
প্রকৃতই “মানুষ  ” হয়ে উঠছে । মাকে তেষ্টার সময় জল দিয়েছে,  যথাসাধ্য
সাহায্য করতে চেষ্টা করছে  , এর বেশি সে আর কিছু চায় না ।

Happy Mother’s Day Wishes, SMS In Bengali

          বাবা ও ঠাকুমার বিস্মিত প্রশ্নের উত্তরে
বাচ্চারা জানায়,  স্কুলে বন্ধুরা  আলোচনা করছিলো mother’s day 
তে মাকে কিছু উপহার দিতে হয় । সেই শুনে তাদের মাথায় চিন্তা আসে যে মাকে কিছু
দিতে হবে । কিন্তু কি দেওয়া যায়? পিগি ব্যাঙ্কের টাকা দিয়ে চকলেট কেনা
যায়,  আবার বাগানের ফুলও দেওয়া যায় । অবশেষে রাইয়ের মনে পড়ে যায়, 
অনেকদিন আগে মাসিমনি এসেছিলেন । মা কথায় কথায় বলেছিলেন যে  দিম্মা চলে
যাওয়ার পর থেকে মাকে খাবার বেড়ে দেওয়ার কেউ নেই । এমনকি শরীর খারাপ হলে এক
গ্লাস জলও দেওয়ার কেউ নেই । বাচ্চারাও  খুব ছোট । 
            এখন তারা আর ছোট্ট নেই । বড়ো হয়ে
গেছে । তাই প্রতি রবিবার আর ছুটির দিনে তারা মাকে এইভাবেই খাবার পরিবেশন করবে ।
একটা কার্ড বানিয়ে তারা মায়ের বালিশের পাশে রেখে এসেছে । ওটা সারপ্রাইজ গিফ্ট
ছিলো । এগুলোই mother’s day তে মায়ের জন্য তাদের উপহার । মাকে তারা খুব
ভালোবাসে । রূপ ও রাইয়ের বাবা লজ্জায় অধোবদন হন । এই বাচ্চাদের  যে
জিনিসটা চোখে পরেছে , সেই বিষয়টি এত বছর ধরে তিনি এড়িয়ে গেছেন ভেবে লজ্জায়
কুঁকড়ে গেলেন এবং  ঘোষণা করলেন প্রতি রবিবার তিনি রান্না করার চেষ্টা
করবেন আর বাচ্চারা পরিবেশন করবে । এখন থেকে প্রতি রবিবার অণুর ছুটি । তবে একজন
রান্নার  লোক নিয়োগ করা সত্যিই জরুরি । 
                অণুর দুইচোখ জলে
ঝাপসা হয়ে আসে । তবে এ হলো আনন্দাশ্রু । রান্নার  লোক হবে কিনা সে তো পরের
কথা,  তার ছেলেমেয়েদের মধ্যে যে মানবিক গুণাবলীর প্রকাশ ঘটেছে,  মা
হিসেবে এ তার পরম প্রাপ্তি ।
 সত্যিই কি আলাদা করে মাতৃদিবস হয় 
 একটা দিনও কি মাকে ছাড়া কাটে ?
 কালের নিয়মে তুমি চলে গেছো মাগো 
 মিশে আছো আমার প্রতি মুহূর্তের অনুভবে ।।
   
ভালো থাকবেন সবাই ।
— ——————————————————————-
Tags –
Mother’s Day,
SMS,
Wishes

Share This Article