Bangla Noboborsho 1430 – শুভ নববর্ষ ১৪৩০ – Bengali New Year

Bongconnection Original Published
4 Min Read


Bangla Noboborsho 1430 – শুভ নববর্ষ ১৪৩০ – Bengali New Year 

Bangla Noboborsho 1430 - শুভ নববর্ষ ১৪৩০ - Bengali New Year
Loading...

শুভ নববর্ষ ১৪৩০

|| একটি অতিবাস্তব কথোপকথন ||
– শুভ নববর্ষ ফেলুবাবু।তপেশ ভাইকেও আমার শুভেচ্ছা জানাবেন…তা কেমন চলছে
আপনাদের কোয়ার্টারনাইন পর্ব?
 
– ওটা কোয়ারেন্টাইন লালমোহন বাবু।এই একটু সুডোকু নিয়ে বসেছিলাম।বিটকেল ভাইরাসকে
জব্দ করার উপায় যখন ফেলু মিত্তিরের জানা নেই তখন চুপচাপ বাড়ি বসে রহস্যের
যবনিকা পতনের অপেক্ষা ছাড়া উপায় কি বলুন?
– তা যা বলেছেন মশাই।এদিকে বেয়াদপের জ্বালায় জীবন থেকে থ্রিল,পাড়ার দোকানের গরম
সিঙ্গারা,আপনার বাড়িতে চায়ের আড্ডা সব বিদায় নিয়েছে।এইসব ঝক্কির মধ্যে
লেখালিখিতেও আজকাল মন বসাতে পারছিনা।অথচ পুজোর লেখাটা এবার শুরু না করলেই
নয়।চারিদিকে কি বিশ্রী ব্যাপার চলছে বলুন দিকি।কবে যে এই বন্দীদশা কাটবে কিছু
বুঝছেন? 

Bangla Noboborsho 1429

Loading...
– ধৈর্য ধরতে হবে মশাই।সারা দুনিয়ার তাবড় বিজ্ঞানীরা এর ভ্যাকসিন আবিষ্কারের
জন্য প্রানপাত পরিশ্রম করে চলেছেন,ডাক্তার নার্সরা নিজেদের জীবন বিপন্ন করে
লড়ছেন.তাদের আরেকটু সময় দেওয়ার জন্য আপাতত নিজেদের ঘরবন্দি রাখা ছাড়া তো কোনো
উপায় দেখছিনা…
– সেই…সেতো একশোবার।হাজার হোক prevention is cure than betterness কি বলেন।সে
মশাই ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে কচলে হাত ধুচ্ছি।ছাদে পায়চারি করতে গেলেও মাস্ক
পড়ছি।থালা বাজানো প্রদীপ জ্বালানো যা যা বলছে সবই করছি।কিন্তু কোনোকিছুতেই তো
এই চাইনিজ ব্যাটাকে বাগে আনা যাচ্ছেনা।চিরকাল জেনে এসেছি গরমের দেশে তাপমাত্রা
আর কসমিক রে  প্রকোপে এসব ভাইরাস ব্যাকটেরিয়া নাকি সুবিধা করতে পারেনা।আর
এ ব্যাটাচ্ছেলে কিনা বোশেখ মাসের এই কলকাতার গরমেও শেওয়াগি ঢঙে ব্যাটিং করেই
চলেছে।একি কম তাজ্জুবের ব্যাপার।
– আপনি ভাইরাসের ব্যাপারে এতো কিছু জানেন? 
– আলবাত।ভাইরাস নিয়ে আমি লিখেছি।কঙ্গোয় কেলেঙ্কারি !! সোল্ড লাইক হট
কচুরিস।ওখানে যদিও ইবোলার রেফারেন্সে লিখেছিলাম।
– বটে। কিন্তু আপনার গলার উত্তেজনা শুনে আসল কথাটা যে এখনও বলা বাকি সেটা বেশ
বুঝতে পারছি।


– হেঁ হেঁ ধরে ফেলেছেন।আসলে এক আশ্চর্য টোটকার সন্ধান পেয়েছি বুঝলেন।তারপর
থেকেই মনে বেশ বল পাচ্ছি আর কি…তাই ভাবলাম আপনাকেও ব্যাপারটা ইমমেডিয়েটলি
জানানো দরকার।
– ইন্টারেষ্টিং। কি ব্যাপার? 

Bengali New Year 2023

– খুব সহজ। নিজগৃহে বসে করোনা টেস্টিং মশাই।জাস্ট ভাবুন…সকালে উঠে 10 সেকেন্ড
নিশ্বাস চেপে রেখে দেখতে হবে আপনার শুকনো কাশি বা কোনো শারীরিক অসুবিধা হচ্ছে
কিনা।যদি না হয় বুঝবেন আপনি আউট অব ডেঞ্জার।আমার এক বাল্যবন্ধুর ছেলে সাউথ
কোরিয়া থাকে,ছোকরা আমার লেখার বড় ভক্ত, হোয়াটস্যাপে পাঠিয়েছিল বুঝলেন।ওদেশের
ডাক্তাররা নাকি গোটা দেশে এভাবেই টেস্ট করে অনেকখানি কব্জা করে ফেলেছে।তা আমিও
জানামাত্রই টেস্ট শুরু করে দিয়েছি।আমি বলি কি আপনারাও কাল থেকে করুন।এই বাজারে
সাবধানের মার নেই ফেলুবাবু।


– তা যা বলেছেন লালমোহনবাবু।এই বিপর্যয়ের বাজারে হঠাৎ গজিয়ে ওঠা এই হোয়াটস্যাপ
ডক্টরদের বাড়বাড়ন্ত দেখে এবার সত্যি চিন্তা হচ্ছে।চারিদিকে ভবানন্দ আর
চ্যালানন্দর ভিড়।অনবরত ভুয়ো তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার বা আরও বেশি ভয়
পাইয়ে দেওয়ার এ এক অদ্ভুত খেলা চলছে নিউজ চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়া
সর্বত্র।আর আপনার মত হাজার হাজার মানুষ আকছার এদের ফাঁদে পা দিচ্ছে।এরকম কঠিন
সময় এদের মোকাবিলা করাও ভাইরাসের মোকাবিলা করার থেকে কম কিছু নয়।
– হাজার হাজার ভবানন্দ? হাইলি সাসপিশিয়াস….
-বিলক্ষণ।তাই নেক্সটবার ইন্টারনেটে এরকম কিছু দেখে চটজলদি বিশ্বাস করার আগে দয়া
করে যাচাই করে নেবেন ।যেকোনো প্রয়োজনে জাস্ট একটা ফোন কল.এই শর্মা তো আছেই 😊
– গোটাটাই তাহলে বুজরুকি?বলেন কি মশায়? 
– আজ্ঞে।ঠিক আপনার ওই গরমে ভাইরাস বিনাশ থিওরির মতোই।জেনে রাখুন যেকোনো ভাইরাস
কোন আবহাওয়ায় কত তাড়াতাড়ি ছড়াতে পারে তা কখনোই তার জিনোটাইপ স্টাডি না করে
নিশ্চিত ভাবে বলা যায়না।এর সাথে ওই সূর্যের কসমিক রের কোনো সম্পর্কই নেই।
– কি?? জি…জিনোটাইপ…!!!
– হুম.তা এই কসমিক রে ব্যাপারটাও বইতে রেখেছেন নাকি?
– আজ্ঞে…ছটা এডিশন…সিক্সথ 🙆‍♂️
– সাতে শুধরে দেবেন।
…………….
…………………………
– হ্যালো লালমোহনবাবু….হ্যালো….হ্যালো…
 আরো পড়ুন,
Tags –
Bangla Noboborsho, Subho Noboborsho, Bengali New Year

Share This Article