5G Services In India – 5G Spectrum Auction India – India তে কবে লঞ্চ হবে 5G ?

Bongconnection Original Published
3 Min Read

 5G Services In India – 5G Spectrum Auction India – India তে কবে লঞ্চ
হবে 5G ?


5G In India


টেকনোলজির দুনিয়ায় কোন কিছুই চিরকালের নয় । সময়ের সাথে সাথে আজ যেটা নতুন কাল
সেটাই ব্যাকডেটেড । এই যেমন কয়েক বছর আগেই সবাই 2G বা 3G ব্যাবহার করতো । কিন্তু
গত কয়েক বছরে Smartphone এর ক্ষেত্রে সেই হিসেবটা যেন ঝড়ের গতিতে পাল্টে গেছে ।
আজকাল হাতে হাতে 4G । পুরো দুনিয়ার সব কিছু যেন হাতের মুঠোয় ।


সময়টা 2016 যখন Ambani Group ভারতে লঞ্চ করলো High Speed Internet তথা 4G
তাও একেবারে বিনামূল্যে । তারপর ধীরে ধীরে ভারতীয় Telecom sector এ যেন এক
বিপ্লব শুরু হলো । একেবারে জলের দরে ডেটা ।

কিন্তু সেসব এখন অতীত । গত বছর থেকেই নেটপ্রেমীদের একটাই প্রশ্ন 5G কবে
শুরু হবে ? এতদিন এই প্রশ্নের সঠিক কোন উত্তর প্রায় ছিলোনা বললেই চলে । 

United States Of America (USA), Canada কিংবা Britain এর মতো দেশে
যদিও পুরোদমে 5G চলছে ।

কিন্তু ভারত সরকারের বিভিন্ন ডামাডোলের কারণে India তে 5G শুরু হতে দেরি হচ্ছে ।

কিন্তু খুশির খবর হলো TRAI এর তরফ থেকে আগামী মাসে অর্থাৎ জুলাই থেকেই
5G Spectrum Auction শুরু হবে।


5G Spectrum Auction India


কি ভাবছেন ? 5G Auction সেটা আবার কি ?

প্রতিটি Telecom কোম্পানীকেই 5G লঞ্চ করতে হলে সরকারের কাছে একটি আবেদন করতে হয় ।
সেই আবেদন অনুযায়ী 5G ব্যান্ড বিভিন্ন কোম্পানিকে একটি নির্দিষ্ট মূল্যের নিরিখে
সরকারের থেকে কিনতে হয় ।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জুলাই মাসেই Jio, Airtel বা Vi এই
5G ব্যান্ড কিনতে চলছে আগামী 20 বছরের জন্য । যদিও এই লিস্টে BSNL এখনো
নেই । কারণ 5G নেটওয়ার্ক চালু করতে যে পরিমান Infrastructure প্রয়োজন তা BSNL
এখনো করে উঠতে পারেনি ।

5G Services In India - 5G Spectrum Auction India - কবে লঞ্চ হবে 5G ?





গত মাসেই Jio, Airtel VI সাফল্যের সঙ্গে 5G ট্রায়াল শেষ করেছে ।
VI এর সর্বোচ্চ স্পিড ছিলো 1.25GB/S । অর্থাৎ আপনি চোখের পলক ফেলার আগেই
একটি HD মুভি ডাউনলোড হয়ে যাবে ।
YouTube,
Netflix
বা Social Media তে যে ভিডিও আপনি দেখেন সেগুলো 4K কোয়ালিটি তে
দেখলেও ভিডিও স্ট্রিম হতে আটকাবে না ।

5G Plans Price In India


অতএব আগামী August, September থেকেই ভারতীয় বাজারে 5G ব্যাবহার করতে পারেন
গ্রাহকরা । সেক্ষত্রে 5G স্মার্টফোন থাকা অবশ্যই প্রয়োজন এবং 5G র জন্য আলাদা
রিচার্জ আপনাকে করাতে হবে । যদিও 5G র ট্যারিফ প্ল্যান কত হবে সেটা এখনো কোন
কোম্পানি অফিসিয়ালি জানায়নি।  তবে সেটা বর্তমান 4G Tarrif Plan এর থেকে
অনেকটাই বেশি হবে। 

High Speed Internet ব্যাবহার করতে গিয়ে আপনার আমার পকেট থেকেও যে মোটা অংকের
রিচার্জ শুল্ক বের হবে তা কিন্তু বলাই বাহুল্য 😄….




Tags –
5G Internet In India,
Jio,
Internet

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন