Bong Guy Vs Cinebap Controversy – দাদাগিরির মঞ্চ নিয়ে ঝামেলায় বং গাই ও সিনেবাপ

Bongconnection Original Published
5 Min Read

 Bong Guy Vs Cinebap Controversy – দাদাগিরির মঞ্চ নিয়ে ঝামেলায় বং গাই ও
সিনেবাপ 

Bong Guy Vs Cinebap Controversy - দাদাগিরির মঞ্চ নিয়ে ঝামেলায় বং গাই ও সিনেবাপ
Loading...

Bong Guy Vs Cinebap

গত কয়েকদিন যাবৎ বাংলা YouTube কমিউনিটি তে শুরু হয়েছে এক বড় Controversy । আর
এতেই জড়িয়ে পড়েছেন বাংলার দুই বড় Youtuber একজন
The Bong Guy

ওরফে কিরণ দত্ত আর অন্যজন হলেন Cinebap Mrinmoy । 
আর এই ঝামেলার বিস্তার এতটাই যে এই নিয়ে বর্তমানে একের পর এক ইউটিউবার ভিডিও
বানিয়েই চলেছে এবং নিজেদের মতামত দিচ্ছে । 


সমস্যার সূত্রপাত হয়
Zee Bangla

এর এক রিয়েলিটি শো Dadagiri Unlimited কে নিয়ে । কিছুদিন আগেই সেখানে একটি
Youtuber special শো হয় । যেখানে দাদাগিরি র হোস্ট Sourav Ganguly র সঙ্গে খেলতে
দেখা যায় বেশ কয়েকজন ইউটিউবার কে । আর এই শো অন এয়ার অর্থাৎ টিভিতে টেলিকাস্ট
হওয়ার পরই ঝামেলা বাঁধে ইউটিউবে ।
Dadagiri র ওই শো তে দেখা যায় বেশ কয়েকজন ইউটিউবার কে আমন্ত্রণ জানানো হয়েছিলো ।
চ্যানেলের রিপোর্ট অনুযায়ী বাংলার নামকরা ইউটিউবারদের নিয়ে এই এপিসোডটি দেখানো
হয়েছে । কিন্তু নামকরা বলতে আদতে যা বোঝায় তা কিন্তু এখানে হয়নি ।
Kiran Dutta
বা Bong Guy ও গৌরব তপাদার (Gourab Tapadar) সেখানে ছিলো সেটা ঠিক আছে । সেই সঙ্গে
Taalpatar Shepai
নামে একটি গানের চ্যানেলের দুজন ছিলো সেটাও ঠিক আছে । কিন্তু বাকি দুজন যারা
ছিলেন ওখানে তাদের চ্যানেলে গুটিকয়েক Subscriber ।
Durba Dey নামে একজন ছিলেন যার সাবস্ক্রাইবার এর সংখ্যা 1 লক্ষের ও কম ।


Bong Guy Vs Cinebap Controversy

আর Zee Bangla চ্যানেলের এই দ্বিচারিতা নিয়েই নিজের ইউটিউব চ্যানেলে সরব হন
North Bengal তথা উত্তরবঙ্গের কোচবিহারের বাসিন্দা Mrinmoy Das
যার চ্যানেলের নাম Cinebap (সিনেবাপ) এবং তার সাবস্ক্রাইবার এর সংখ্যা 1.5
মিলিয়ন বা 15 লক্ষের ও বেশি ।
নিজের ভিডিওতে তিনি বলেন বাংলার নামকরা ইউটিউবার দের নিয়ে শো হলে তাকেও তো ডাকা
উচিত ছিলো । কারণ সংখ্যার বিচারে তার ফলোয়ার ওখানে উপস্থিত অনেকের চেয়ে বেশি
। 
সোশ্যাল মিডিয়ায় তাকে অনেকেই Kiran Dutta র সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ভাবেন ।
কারণ কিরনের পর বাংলায় যাদের সাবস্ক্রাইবার সবথেকে বেশি মৃন্ময় তাদের মধ্যে একজন
। 

Cinebap Vs The Bong Guy

Cinebap Mrinmoy নিজের চ্যানেলের ভিডিওতে Zee Bangla র এই ঘটনাকে নিয়ে
North Bengal Vs South Bengal এর তকমা দিয়ে ফেলেন এবং জানান বিভিন্ন ভাবে
উত্তরবঙ্গ যেভাবে সবদিক থেকে পিছিয়ে আছে দক্ষিণ বঙ্গের থেকে এখানেও তার অন্যথা
হয়নি । কারণ জি বাংলার ওই শোয়ে যাদের ডাকা হয়েছিলো তাদের সকলেই কলকাতা কিংবা
কলকাতার আশে পাশের বাসিন্দা । 
জি বাংলার চ্যানেলকে বিদ্রুপ করার পাশাপাশি দূর্বা দে কে নিয়েও বেশ কিছু মন্তব্য
করেন । আর এখান থেকেই শুরু হয় Controversy । 
এই ভিডিও পাবলিক হওয়ার কিছুক্ষন পরেই The Bong Guy নিজের চ্যানেল থেকে ও ভিডিও
আপলোড করেন এবং সিনেবাপ মৃণ্ময়কে বেশ কিছু কথা শোনান । 
আগুনে ঘি ঢালার মতো কাজ হয় যখন অন্যান্য ইউটিউবার রাও নিজেরদের চ্যানেলে এই
ভিডিও  নিয়ে নিজেদের মতো মন্তব্য শুরু করেন ।

যদিও Kiran Dutta বনাম Cinebap এর এই লড়াই প্রথম নয় । এর আগেও তারা নিজেদের
ভিডিওতে একে অপরকে বহুবার কটাক্ষ করেছেন । তবে এইবার সেই লড়াই যেন থামতেই চাইছে
না । 
 
এই ঘটনায় যদি কেউ একমাত্র দোষী হয় সেটা হলো জি বাংলার দাদাগিরির টিম। তবে এটাও
ঠিক যে তারা তাদের শোয়ে কাকে ডাকবে বা না ডাকবে সেটা তাদের ব্যাপার। তবে ইউটিউবের
এই লড়াই কোথায় থামবে তা জানা নেই।  এবং একে অপরকে কটাক্ষ করতে গিয়ে পুরোনো
ভিডিও কিংবা পারিবারিক, ব্যাক্তিগত জীবন নিয়েও আক্রমন চলছে আর যেটা বেশ
অশ্লীল।  
 এখন দেখার Zee Bangla র রিয়েলিটি শো এর মঞ্চ নিয়ে যে লড়াই শুরু হয়েছে তা
কোথায় গিয়ে থামে ।
তবে এই Controversy তে নিজেদের ইমেজ খারাপ হলেও তাদের চ্যানেলে ভিউ কিন্তু উপচে
পড়ছে । বাঙালি যে পরের ঝগড়া বেশি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে তা বলাই বাহুল্য ।
Tags –
Bong Guy Vs Cinebap,
Kiran Dutta, Cinebap
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.