Anumadhob Kobita Lyrics (অনুমাধব অনুমাধব) Rudranil Ghosh | Anubrata Mandal

Bongconnection Original Published
3 Min Read

Anumadhob Kobita Lyrics (অনুমাধব অনুমাধব) Rudranil Ghosh | Anubrata
Mandal 
 

Anumadhob Kobita Lyrics (অনুমাধব অনুমাধব) Rudranil Ghosh | Anubrata Mandal
Loading...

Anumadhob Kobita by Rudranil Ghosh

একটা সময় কবি জয় গোস্বামী ‘মালতিবালা বালিকা বিদ্যালয়’ নামক একটি কবিতা লিখেছিলেন
। 
সম্প্রতি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মন্ডল কে তলব করে গোয়েন্দা সংস্থা সিবিআই
। এর আগেও অনেকবার তাকে সিবিআই দপ্তরে ডাকা হয়েছিলো তবে তিনি জাননি । এবার তিনি
কিন্তু সিবিআই দপ্তর নিজাম প্যালেসের দিকে যাত্রা শুরু করেন । কিন্তু আচমকাই গাড়ি
ঘুরিয়ে এসে পড়েন এসএসকেএম হাপাতালে । তিনি নাকি অসুস্থ ! 
এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) জয় গোস্বামীর সেই কবিতার আদলে প্যারেডি করেছেন তার নতুন ভিডিও তথা ফেসবুক
কবিতা ‘অনুমাধব’ এ….আপনার জন্য রইলো সেই ভাইরাল প্যারেডি ।


অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাব রিলিক্স – রুদ্রনীল ঘোষ 


অনুমাধব, অনুমাধব তোমার বাড়ি যাব
এই গরমে একগ্লাস জল, গুড় বাতাসা পাবো?
অনুমাধব হাসপাতালে তোমার বুকে ব্যথা
অক্সিজেনে টান পড়েছে, কুঁকড়ে গেছ নেতা
আমি যখন নবম শ্রেণি, আমি তখন শাড়ি
তখন তোমার হয়নি এমন এত্ত বড় ভুঁড়ি
রামপুরহাটের মাছ বাজারে ছিল প্রথম দেখা
অনুমাধব তুমি জান, ছিলাম কত ন্যাকা
আমি এখন নিজাম প্যালেস, এখন সিবিআই
অনুমাধব আজও আমি… শুধু তোমায় চাই
পালিয়ে বেড়াও আমার থেকে 
কেনো বারংবার ?
আমার থেকে প্রিয় তোমার 
গরুর কারবার ?
অনুমাধব অনুমাধব একবার কাছে এসো
চড়াম চড়াম ঢাক বাজাবো একটু পাশে বসো
অনুমাধব সবজান্তা ঘোষ কাকুকে চেনো?
মিডিয়াতে তোমায় নিয়ে প্যাচ কষে যায় কেন?
একই স্কুলের ছাত্র ছিলে
একজনই তো গুরু
তাহলে তোমার কথা উঠলে কেন 
কুঁচকে ফেলে ভুরু ?

জানি তুমি বুক পকেটে ভরে রাখো
পুলিশ,গরু, কয়লা
অনুমাধব পাঞ্জাবিতে দাগ লাগেনা
হয়না কেন ময়লা ?
জানি তোমার কাপড় কাচে
তোমার কাছের দিদি
দাগ না লাগার পুরো সাবান ঘষছে নিরবধি
তোমার দিদি শিল্পী মানুষ, সবাই তাকে চেনে
এক ফোনেতেই আগুন, ফাগুন জীবন মৃত্যু কেনে
অনুমাধব অনুমাধব লাল বাতিতে চড়
তুমি কিন্তু আমার থেকে বয়েসে বেশ বড়
আমার বাবা জানে তোমায় আজও ভালোবাসি
তোমার কথা উঠলে ঘরে সবাই খিলখিলিয়ে হাসি
আমি এখন নিজাম প্যালেস, এখন সিবিআই
বিশ্বাস করো অনুমাধব আজ ও তোমায় চাই
ডাক্তার আর উকিল কেন তোমায় ঘিরে রাখে
দিবা রাত্র পুলিশ কেন পাহারাতে থাকে?
আর কতদিন অজুহাতে থাকবে দূরে সরে
আমার জন্য মন কাঁদেনা বলো স্পষ্ট করে
অনুমাধব অনুমাধব জলদি সেরে ওঠো
বোকার মতো তুমিও কেন পিজির দিকে ছোট 
এই , সেরে উঠেই ডেটিং করতে নিজাম প্যালেস যাবে?
আরাম করে নকুল দানা, গুড় বাতাসা খাবে?
ফাঁকা ঘরে তুমি আমি ছড়িয়ে নকুল দানা
অনুমাধব মুখ খুলে দাও, করবে না কেউ মানা
আমি এখন নিজাম প্যালেস, এখন সিবিআই
জানি আমায় খিস্তি করে তোমার যত ভাই

Anumadhob Kobita Lyrics In Bengali

ভাইরাল সেই ভিডিও 
পড়ুন,
রুদ্রনীল ঘোষের আরো ভাইরাল কবিতা,
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.