Premer Kobita – শ্রেষ্ঠ প্রেমের কবিতা – Bangla Premer
Kobita
Bangla Premer Kobita
বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ একটি সম্পদ হলো কবিতা । তবে ভালোবাসা অর্থাৎ
প্রেমের কবিতা বলতে আমরা বুঝি প্রেম ও ভালোবাসায় পরিপূর্ণ কবিতাকে । আজকের এই
বিশেষ পোস্টে আপনার জন্য রইলো বর্তমান সময়ের শ্রেষ্ঠ কিছু
আধুনিক প্রেমের কবিতা….
Premer Kobita In Bengali
একটি প্রেমের কবিতা
– এইচ এম মুন্সী
রোজ রাতেই প্রেমে পরি
আজ মনে হয় একটু বেশি
যে আমার ভালবাসার কাছে
সব কিছু আজ পিছনে ঠেলে।
রোজ রাতেই প্রেমে পরি
প্রেমে পড়লে কাব্য আসে
তাঁরায় তাঁরায় হিসেব করি
কোন মেয়েটা ভালোবাসে?
যেই মেয়েটা বলে নামাজ পড়ো।
যে মেয়েটা নামাজ শেষে
মোনাজাত করে আমার জন্যে,
তার সাথে প্রেম জমবে ভালো
একটা জীবন কাটবে সুখে।
যেই মেয়েটা লাজুক চোখে
দু একটা বার তাকিয়ে ছিল
হারিয়ে যাবার অলীক দুখে
এ মনটা মোর ভরিয়ে দিল।
যাকে প্রথম দেখে ছিলাম
পরিক্ষা শেষে কলেজ গেটে।
মাঝ রাতে তার প্রেমেই ছিলাম।
ভাবতে ছিলাম পাবো কোথায়?
অবশেষে পেয়ে ছিলাম,
ফেসবুকের অবদান।
হাই, হ্যালো, ভালো,মন্দ
কথা বলা শুরু হলো।
আত্বিয়তার পরিচয় দিয়ে,
ভালবাসি বললাম তাকে,
উড়িয়ে দিয়েছে সে অনেক অজুহাতে।
আবার যখন বললাম তাকে
বিয়ে করে ঘরটা বাঁধি
তখনই সে বল্ক লিস্টে রেখেছিলো আমাকে।
বিষাদ চোখে আকাশ দেখে
সেই কি আমায় ভালোবাসে?
কাছে আসার মন্ত্র শেখে?
অবশেষে গ্রহণ করে।
যেই মেয়েটা এখন আমায় ভেবে,
ডাগর চোখে তাকিয়ে থাকে
লেখা পড়া গোল্লায় ভেষে।
তার সাথে প্রেম করবো না হয়
বাঁধবো জীবন সাতটি পাঁকে।
আর যে নীরব কথার ছলে
আমায় জ্বালায় নিজে জ্বলে?
তার প্রেমেই ভাসছি এখন
ডুবছি অতল জলের তলে।
আধুনিক প্রেমের কবিতা
প্রেমের কবিতা
—মহাদেব সাহা
আমাদের সেই কথোপকথন, সেই বাক্যালাপগুলি
টেপ করে রাখলে
পৃথিবীর যে-কোনো গীতি কবিতার
শ্রেষ্ঠ সঙ্কলন হতে পারতো;
হয়তো আজ তার কিছুই মনে নেই
আমার মনে সেই বাক্যালাপগুলি নিরন্তর
শিশির হয়ে ঝরে পড়ে,
মৌমাছি হয়ে গুনগুন করে
স্বর্ণচাঁপা আর গোলাপ হয়ে ঝরতে থাকে;
সেই ফুলের গন্ধে, সেই মৌমাছির গুঞ্জনে
আর কোকিলের গানে
আমি সারারাত ঘুমাতে পারি না, নিঃশ্বাস ফেলতে
পারি না,
আমাদের সেই কথোপকথন, সেই বাক্যালাপগুলি
আমার বুকের মধ্যে
দক্ষিণ আমেরিকার সমস্ত সোনার খনির চেয়েও
বড়ো স্বর্ণখনি হয়ে আছে-
আমি জানি এই বাক্যালাপগুলি গ্রথিত করলে
পৃথিবীর একটি শ্রেষ্ঠ প্রেমের
কবিতা হতে পারতো;
সেইসব বাক্যালাপ একেকটি
হীরকখণ্ড হয়ে আছে,
জলপ্রপাতের সঙ্গীত মূর্ছনা হয়ে আছে,
আকাশে বুকে অনন্ত জ্যোৎ্লারাত্রির
স্নিগ্ধতা হয়ে আছে;
এই বাক্যালাপের কোনো কোনো অংশ
কোকিল হয়ে গেয়ে ওঠে,
কেনো কোনো অংশ ঝর্না হয়ে নেচে বেড়ায়
আমি ঘুমাতে পারি না, জেগে থাকতেও পারি না,
সেই একেকটি তুচ্ছ শব্দ আমাকে কেন যে
এমন ব্যাকুল করে তোলে,
আপাদমস্তক আমকে বিহ্বল, উদাসীন,
আলুথালু করে
তোলে;
এই কথোপকথন, এই বাক্যালাপগুলি
হয়তো পাখির বুকের মধ্যে পেট করা আছে,
নদীর কলধ্বনির মধ্যে ধরে রাখা আছে
এর চেয়ে ভালো প্রেমের কবিতা আর কী
লেখা হবে!রোমান্টিক প্রেমের কবিতা
সম্পর্ক
– রজতশুভ্র মজুমদার
আমি তো তোমাকে শুধুই বন্ধু ভাবতাম
তুমিও চাওনি এইভাবে ভালোবাসতে
কোথা থেকে বলো কী যে হয়ে গেল শেষমেশ!
কেন বলেছিলে তোমাদের বাড়ি আসতে?
জলের ওপরে বালি ছিল যত রাজ্যের
বুঝিনি তলায় বয়ে গেছে ঢেউ নীরবে
যখন বুঝেছি যা হবার তা তো হয়ে গেছে
বালিশের বুকে মুখ গুঁজে কেঁদে কী হবে?
পাশে এসে বোসো, চলে যাব কাল সকালেই
জানি না আবার ফের কবে ফিরে আসব
নদীর বুকের পোড়াবালি সব সরে গেছে
মনে মনে শুধু তোমাকেই ভালোবাসব
যদি পারো ভুলে যেয়ো আজকের এই ভুল
লুকিয়ে কেঁদো না সে যদি তোমাকে না বোঝে
যতদূর জানি সেও তো তোমাকে ভালোবাসে
আমাদের কথা চাপা থাক বাসি কাগজে
গভীর প্রেমের কবিতা
কি ভাবছিস ভুলে যাবি আমাকে
– তারিক আনোয়ার
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
বিয়ে করে নিবি অন্য কাউকে!
এত সহজে পারবি আমাকে ভুলে যেতে
পারবি তোর মন শহর থেকে নিখোঁজ হতে,
এই ভুলে যাওয়ার মিথ্যা অভিনয়টা বন্ধ কর
আমাকে ফেলে যাওয়া ঠিকানায় এসে হাত ধর।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
কখনো ক্ষমা করতে পারবি নিজেকে!
কোনো এক কালবৈশাখী ঝড়ে দেখবি তুই
তোর প্রতিশ্রুতির জলন্ত উড়ন্ত ছাই,
পারবি না আর মনের আগুন নেভাতে
তোর চোখের কোণে বৃষ্টি ঝরবে প্রতি রাতে।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে
হারিয়ে যাবি আমার জীবন থেকে!
যে শহরে যেতে চাইছিস
একবার খোঁজ নিয়ে দেখে আসিস,
সেই শহরের দেওয়াল গুলোয় আমি থাকি
আমাদের ভালোবাসার কাহিনী লিখি।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
আমার স্বপ্ন ঘুমাতে দেবে তোকে!
নির্ঘুম রাত গুলোও আমাদের গল্প বলে
তুই অস্তিত্বহীন হয়ে ঝরে গেছিস অকালে,
আমার কন্ঠে হৃদয় পাহাড় ভাঙার শব্দ ওঠে
চোখের কণে সমুদ্র ঢেউ কাঁচ করে ঘোলাটে।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
পারবি এই আমিটাকে ছেড়ে থাকতে!
তোর একটুও কি কষ্ট হবে না
আমি লেগে থাকা চোখে কি জল আসবে না,
পরিচিত মিথ্যার হাসিমাখা মুখে জড়িয়ে কেশ
তুই দিব্যি বলে যাবি ভালো আছি বেশ!
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
পাল্টে নিবি জীবনের গতিপথকে!
মুছে ফেলবি স্মৃতির পাতা
ছিঁড়ে দিবি জীবন লিপির খাতা,
তুই যদি ভালো থাকতে পারিস
তবে তাই করিস।
আমি তোকে হৃদয়ে রেখে
আমৃত্যু বসন্ত একাকীত্বে কাটিয়ে দেব,
জীবনের শেষবেলা পর্যন্ত
প্রেমের কবরে ভালোবাসার পুষ্প রেখে যাব।
আমি ভুলতে পারব না কখনো ভুলে থাকা অসম্ভব,
ভালোবেসেই চিরদিনের জন্য হয়ে যাব নিরব।
বিয়ে করে নিবি অন্য কাউকে!
এত সহজে পারবি আমাকে ভুলে যেতে
পারবি তোর মন শহর থেকে নিখোঁজ হতে,
এই ভুলে যাওয়ার মিথ্যা অভিনয়টা বন্ধ কর
আমাকে ফেলে যাওয়া ঠিকানায় এসে হাত ধর।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
কখনো ক্ষমা করতে পারবি নিজেকে!
কোনো এক কালবৈশাখী ঝড়ে দেখবি তুই
তোর প্রতিশ্রুতির জলন্ত উড়ন্ত ছাই,
পারবি না আর মনের আগুন নেভাতে
তোর চোখের কোণে বৃষ্টি ঝরবে প্রতি রাতে।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে
হারিয়ে যাবি আমার জীবন থেকে!
যে শহরে যেতে চাইছিস
একবার খোঁজ নিয়ে দেখে আসিস,
সেই শহরের দেওয়াল গুলোয় আমি থাকি
আমাদের ভালোবাসার কাহিনী লিখি।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
আমার স্বপ্ন ঘুমাতে দেবে তোকে!
নির্ঘুম রাত গুলোও আমাদের গল্প বলে
তুই অস্তিত্বহীন হয়ে ঝরে গেছিস অকালে,
আমার কন্ঠে হৃদয় পাহাড় ভাঙার শব্দ ওঠে
চোখের কণে সমুদ্র ঢেউ কাঁচ করে ঘোলাটে।
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
পারবি এই আমিটাকে ছেড়ে থাকতে!
তোর একটুও কি কষ্ট হবে না
আমি লেগে থাকা চোখে কি জল আসবে না,
পরিচিত মিথ্যার হাসিমাখা মুখে জড়িয়ে কেশ
তুই দিব্যি বলে যাবি ভালো আছি বেশ!
কি ভাবছিস ভুলে যাবি আমাকে,
পাল্টে নিবি জীবনের গতিপথকে!
মুছে ফেলবি স্মৃতির পাতা
ছিঁড়ে দিবি জীবন লিপির খাতা,
তুই যদি ভালো থাকতে পারিস
তবে তাই করিস।
আমি তোকে হৃদয়ে রেখে
আমৃত্যু বসন্ত একাকীত্বে কাটিয়ে দেব,
জীবনের শেষবেলা পর্যন্ত
প্রেমের কবরে ভালোবাসার পুষ্প রেখে যাব।
আমি ভুলতে পারব না কখনো ভুলে থাকা অসম্ভব,
ভালোবেসেই চিরদিনের জন্য হয়ে যাব নিরব।
আরো পড়ুন,
Tags – Bangla Kobita, Premer Kobita, Bengali Love Poem