Spider-Man : No Way Home Movie Review, IMDb, Rating – Tom Holland – স্পাইডার ম্যান 2021

Bongconnection Original Published
3 Min Read


Spider-Man : No Way Home Movie Review, IMDb, Rating – Tom Holland –
স্পাইডার ম্যান 2021

Spider-Man : No Way Home Movie Review, IMDb, Rating - Tom Holland - স্পাইডার ম্যান 2021
Loading...

Spider-Man : No Way Home Movie Review

Loading...

সকলের মতোই আমারও এই ছবি নিয়ে প্রত্যাশা ছিল ভীষণ রকমের। আমি এর পূর্বে Tom
Holland এর কোনো spidermanই হলে দেখিনি। তবে এই ছবিটা দেখার পরে আমার দু ধরণের
মিশ্র অনুভূতি হয়েছে।

Spider-Man : No Way Home Cast

Tom Holland
Tobey Maguire
Zendaya
Andrew Garfield
Tobey Maguire
Willem Dafoe
Marisa Tomei
Jamie Foxx
Benedict  Cumberbatch
Tony Revolori
IMDb Rating – 8.9/10
প্রথমত, এতদিন পর্যন্ত মার্ভেল এর সমস্ত ছবিতেই সমস্ত প্রশ্নের উত্তর খুব
logically দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রথমবার এই ছবিটা দেখে মনে হলো যে অনেক
জায়গায় বেশ কিছু প্রশ্ন রয়ে গেল যার কোনো logical উত্তর দেওয়া হয়নি। যদি এটাকে
শুধু একটি ছবি হিসেবে ধরে নেওয়া হয় তাহলে বলবো আমার মতে এটা Tom Holland এর
spiderman series এর সবচেয়ে দুর্বল ছবি। কারণ এই ছবিতে Tom Holland এর
heroism কোথাও গিয়ে একটু হলেও খর্ব হয়েছে বাকি দুজনের কাছে। বাকি দুটি ছবির
তুলনায় এটার ক্লাইম্যাক্স ফাইট সিকোয়েন্স তেমন জবরদস্ত নয় কারণ ওই আবার বাকি
দুজনের উপস্থিতি। ছবির গল্প খুবই ছোট এবং ঘটনার ঘনঘটা বাকি দুটি ছবির তুলনায়
খুবই কম। কোনো ভিলেনকেই সেইভাবে স্পেস দেওয়া হয়নি সংখ্যায় বেশি হওয়ার জন্য।
সুতরাং যদি শুধু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম একটি ছবি হিসেবে ধরা
হয় তাহলে এটা অনেক মার্ভেল ছবির তুলনায় বেশ দুর্বল।

Spider-Man : No Way Home Film Review

Spider-Man : No Way Home Movie Review, IMDb, Rating - Tom Holland - স্পাইডার ম্যান 2021

দ্বিতীয়ত, এই ছবির ইমোশনাল দিক। জাস্ট কিছু বলার নেই। শুরু থেকে শেষ পর্যন্ত
ছবিটা ইমোশনে ভরা। আমি হলে গিয়ে খুব একটা চেঁচামেচি করি না তবে Doc Oc বা Green
Goblin এর entry এবং obviously Tobey Maguire এবং
Andrew Garfield এর entry আমাকে চেঁচাতে বাধ্য করেছে। Personally
Spiderman হিসেবে আমার Tobey Maguire All time favourite ফলে ওদের entryর পর
সত্যি বলছি Tom Holland কে চোখে লাগেনি। আপনারা যদি ছোটবেলায় spiderman দেখে
থাকেন আমি হলফ করে বলতে পারি আপনাদেরও একই অনুভূতি হতে বাধ্য। এছাড়াও আরও অনেক
ইমোশনাল সিকোয়েন্স ছবিতে ভরপুর।

স্পাইডার ম্যান 2021 রিভিউ 

সবশেষে একটাই কথা এই ছবি “মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ফ্যান” দের চেয়ে
বেশি আপামর Spiderman fans দের জন্য। মার্ভেল যদি এটাকে Tom Holland এর
শেষ spiderman হিসেবে treat করত তাহলে তার চেয়ে খারাপ কিছু হতে পারত না। কারণ,
This is just the beginning.
Also read,
Tags –
Movie,
Hollywood, Tom Holland

Share This Article