Se Manush Khoje Ei Mon Lyrics (সে মানুষ খোঁজে এই মন) Spandan Band
Se Manush Khoje Ei Mon Lyrics by Spandan Band is a recently released
Bengali song. This song is written by
Tanay Dutta & composed by Shamik, Niloy & Tanay. Spandan is a well known band in Noth Bengal
(Eastern part of India). This song is beautifully sung by Shamik
Chatterjee, Niloy Chakraborty & Tanay Dutta. Featuring Priya Ghosh,
Sucharita Sarkar & Pritam Dutta.
Bengali song. This song is written by
Tanay Dutta & composed by Shamik, Niloy & Tanay. Spandan is a well known band in Noth Bengal
(Eastern part of India). This song is beautifully sung by Shamik
Chatterjee, Niloy Chakraborty & Tanay Dutta. Featuring Priya Ghosh,
Sucharita Sarkar & Pritam Dutta.
Se Manush Khoje Ei Mon Lyrics In Bengali
যে মানুষ আজও প্রাণে
দোতারায় সুর আনে
সে মানুষ খোঁজে এই মন
যে আকাশ জুড়ে আলো
আঁধারেও নেই কালো
সে আকাশ খোঁজে এই মন
সে আকাশ খোঁজে এই মন।
যেই অসুখে আজ সুখ খোঁজে
নেশাতুর মন
সে মানুষ খোঁজে এই মন।
আজ তোর চোখে চোখ রেখে আমার মরণ।
না পাওয়ার দেশেই জীবন
না পাওয়ার দেশেই জীবন
হয়ে আজ ভবঘুরে আমি আজ নেইকো সুরে
বেসুরোয় সুর খোঁজে মন
যে সুখের পাল তুলে ভেসে যাই দুই কূলে
সে যে এক স্বপ্নের মতন
দিন যায় রাত ভুলে তোমারই সাথ পেলে
বেরঙিন রঙে মেশে মন
বেরঙিন রঙে মেশে মন।
যে প্রেমের নেই কোনো গান
যে রাগের নেই অভিমান
সে প্রেম আর খোঁজে না এ মন
যে নদীর নেই সীমানা
যে মায়ায় নেই বাসনা
সে প্রেমে হয়েছি মগন
সে প্রেমে হয়েছি মগন ।
সে স্বপন আজ যাগে
চোখের ঐ জল কাঁদে
ভেঙে মন হৃদয়ে গোপন
বেসামাল মন বলে
ছুটে যা তার কূলে
কেন আজ মানে না বারণ
কেন আজ মানে না বারণ
যেই অসুখে আজ সুখ খোঁজে
নেশাতুর মন
সে মানুষ খোঁজে এই মন।
আজ তোর চোখে চোখ রেখে আমার মরণ।
না পাওয়ার দেশেই জীবন
না পাওয়ার দেশেই জীবন।
যে মানুষ আজও প্রাণে
দোতারায় সুর আনে
সে মানুষ খোঁজে এই মন
যে শুরুর নেই কোন শেষ
যে দেখার নেই অবশেষ
বৃথা আজ খোঁজে তারে মন।
যে আকাশ জুড়ে আলো
আঁধারেও নেই কালো
সে আকাশ খোঁজে এই মন
সে আকাশ খোঁজে এই মন।
সে আকাশ খোঁজে এই মন লিরিক্স – স্পন্দন ব্যান্ড
গান এবং মিউজিক ভিডিওটি ভালো লাগলে নিজের প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করতে
ভুলবেন না। …
ভুলবেন না। …
Thank You, Visit Again….
আরো পড়ুন,