Facebook, What’s app Server Down – বিশ্বজুড়ে বন্ধ ফেসবুক, What’s app
পরিষেবা
Facebook, What’s app Server Down
বিশ্বজুড়ে আচমকা Facebook, What’s app বন্ধ । সমস্যায় পড়েছেন কোটি কোটি সোশ্যাল
মিডিয়া প্রেমী । কিন্তু কি কারণে এই সমস্যা তা বুঝতে পারছেন না কেউ ই ?
মিডিয়া প্রেমী । কিন্তু কি কারণে এই সমস্যা তা বুঝতে পারছেন না কেউ ই ?
বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের সাথে প্রায় ওত প্রতোভাবে জড়িত ।
কলেজ পড়ুয়া স্টুডেন্ট থেকে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আজকাল
What’s app এর মাধ্যমে আধান প্রদান হয়ে থাকে। কিন্তু হঠাৎ এই বিভ্রাটের
জেরে আতঙ্কে পড়েছেন সকলেই ।
কলেজ পড়ুয়া স্টুডেন্ট থেকে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আজকাল
What’s app এর মাধ্যমে আধান প্রদান হয়ে থাকে। কিন্তু হঠাৎ এই বিভ্রাটের
জেরে আতঙ্কে পড়েছেন সকলেই ।
কিন্তু কি কারণে এই সমস্যা তা জানতে উৎসুুুক সকলেই ।
যদিও Facebook বা What’s app কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি ।
তবে বিভিন্ন টেক বিশেষজ্ঞদের মতে কয়েক মাস আগের ঘটনার মতোই আজকেও ঠিক একই সমস্যা
হয়েছে ।
তবে বিভিন্ন টেক বিশেষজ্ঞদের মতে কয়েক মাস আগের ঘটনার মতোই আজকেও ঠিক একই সমস্যা
হয়েছে ।
কয়েক মাস আগে Facebook ও What’s app টিম একটি নতুন আপডেট ট্রায়াল করার সময় তাদের
সার্ভার ডাউন হয়ে যায় । তার জেরে কিছু সময় বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে যায় সমস্ত
পরিষেবা ।
সার্ভার ডাউন হয়ে যায় । তার জেরে কিছু সময় বিশ্বজুড়ে স্তব্ধ হয়ে যায় সমস্ত
পরিষেবা ।
আজ ও সেটাই হয়েছে বলে মনে করছেন অনেকেই ।
When Will Facebook Be Back Up?
আবার একদল বিশেষজ্ঞ মনে করছেন কোন সাইবার Attack ও হতে পারে । কারণ এই ধরনের বড়
বড় সোশ্যাল মিডিয়া টেক জায়ান্টদের একাধিক Data Center থাকে । যার ফলে একটি
সার্ভার ডাউন হলে বা Data Center এ সমস্যা হলে অন্য Data Center সার্ভার আপ করে
দেয় । কিন্তু আজ কোনভাবেই সমস্যা সমাধান হচ্ছে না । তাই সাইবার Attack এর
মতো ঘটনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
বড় সোশ্যাল মিডিয়া টেক জায়ান্টদের একাধিক Data Center থাকে । যার ফলে একটি
সার্ভার ডাউন হলে বা Data Center এ সমস্যা হলে অন্য Data Center সার্ভার আপ করে
দেয় । কিন্তু আজ কোনভাবেই সমস্যা সমাধান হচ্ছে না । তাই সাইবার Attack এর
মতো ঘটনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
অনেকের আবার ফোনের নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না এই সময়ে ম অর্থাৎ ফোনে নেটওয়ার্ক
থাকলেও কানেন্ট হচ্ছে না Internet । এই নিয়ে চিন্তায় পড়েছেন দেশের বহু
মানুষ । Facebook, What’s app এর সার্ভার ডাউন এর সাথে এর কোন যোগসূত্র আছে কিনা
তা নিয়ে মিলছে না কোন সদুত্তর ।
থাকলেও কানেন্ট হচ্ছে না Internet । এই নিয়ে চিন্তায় পড়েছেন দেশের বহু
মানুষ । Facebook, What’s app এর সার্ভার ডাউন এর সাথে এর কোন যোগসূত্র আছে কিনা
তা নিয়ে মিলছে না কোন সদুত্তর ।
What Happened To Whats App?
TCS এর Software স্পেশালিট সন্দীপন মাইতির মতে এই সময়ে কোন Facebook, what’s
app একাউন্ট বলপূর্বক খোলার চেষ্টা না করাই ভালো । সাইবার হামলা হলে সমস্যায় পড়তে
পারেন সেই একাউন্টের মালিক ।
app একাউন্ট বলপূর্বক খোলার চেষ্টা না করাই ভালো । সাইবার হামলা হলে সমস্যায় পড়তে
পারেন সেই একাউন্টের মালিক ।
তাই কিছুটা সময় ধৈয্য ধরে অপেক্ষা করাই যুক্তিযুক্ত । যতক্ষন না সব ঠিকঠাক হচ্ছে
।
।