Valobashar Kichu Kotha (ভালোবাসার কিছু কথা) Valobashar Lekha

Bongconnection Original Published
4 Min Read


 Valobashar Kichu Kotha (ভালোবাসার কিছু কথা) Valobashar Lekha

Valobashar Kichu Kotha (ভালোবাসার কিছু কথা) Valobashar Lekha
Loading...

Valobashar Kichu Kotha

Sex, Kiss,শারীরিক সম্পর্ক, কাছে পাওয়া, প্রত্যাশা করা, ইচ্ছেপূরণ না হলে
উল্টোদিকের মানুষটার প্রতি চরম রাগ প্রকাশ করে দেওয়া, জাপটে ধরে নিজের করা!
মোটামুটি এটাই বর্তমান সময়ের প্রেম। 

না বলা ভালোবাসার কিছু কথা 


প্রকৃত প্রেম কি এরকম? বোধহয় না। প্রকৃত প্রেমের অর্থ এরকম নয়।
সত্যিকারের  প্রেম অন্যকিছুই বলে। যেখানে নিঃস্বার্থভাবে, প্রত্যাশাহীন
হয়ে, এক পাহাড় দুঃখ বুকে চেপে নিয়েও প্রিয় মানুষটার প্রতি একটুও অভিযোগ, রাগ,
ক্ষোভ আসে না; যখন দিনগুলো এগিয়ে যাওয়ার পরও, বিচ্ছেদের ঢেউ দুটো মনকে এক
চিরকালীন সমান্তরাল সরলরেখায় পরিণত করে দেওয়ার পরও দুটো মানুষ একে অন্যকে
ভালোলাগার প্রথম দিনের মতোই সম্মান করতে পারে, উভয়ে উভয়ের প্রতি একই রকম আকর্ষণ
অনুভব করতে পারে, যেখানে সম্পর্কটা কেবল চাওয়া- পাওয়ার বদলে অনেকটা অন্তরের
একটা বিশেষ অনুভূতি হয়ে আমৃত্যু থেকে যায় সেটাই সত্যি কারের প্রেম। 


Romantic Valobashar Kichu Kotha

বর্তমানে সময়টা অন্যরকম। তবে আজ থেকে দশবছর আগেও স্কুলজীবনে বহুজনের জীবনে এরকম
একটা পবিত্র প্রেমের ঢেউ আসতো। যে প্রেমে মিনিটে মিনিটে মেসেজ নেই, ঘন্টার পর
ঘন্টা কথা বলা নেই, প্রতিদিন একসাথে সময় কাটানো নেই, এমনকী কেউ কাউকে আই লাভ ইউ
কথাটা বলাও নেই। তাহলে কী আছে? আছে এক পলকের একটা আড়চোখের চাওনি, আছে অন্যদিকের
মানুষটার অতি তুচ্ছ আচরণে; যেমন চুলের খোঁপা, কপালের টিপ, কিংবা পায়ের নুপূরটার
একটু এলোমেলো হয়ে যাওয়াটাও গভীরভাবে পর্যবেক্ষণ। সেই পর্যবেক্ষণের পর আকাশ
কুসুম ভাবা। আপন মনে হেসে স্বপ্নের জগতে ভেসে যাওয়া। আছে উভয়ের উভয়ের প্রতি
চোখের ভাষায়, মৌনতায়, একটা মিষ্টি হাসিতে নিঃশব্দে সম্মতি প্রদান। সে আশেপাশে
এলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, তাকে বহুকিছু বলবো ভেবেও সে সামনে এলে ভাষা হারিয়ে
লজ্জায় গুটিয়ে যাওয়া। হ্যাঁ, বলতেই পারো তার ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে, তার
স্তন নিজে হাতে স্পর্শ করে, তাকে জড়িয়ে ধরে শারীরিক সুখ হয়তো তখনের প্রেমে ছিলো
না। তবে স্কুলে পা রেখেই চোখে চোখ পড়তে যে ভালোলাগা, যে আত্মতৃপ্তি মনজুড়ে
ছড়িয়ে পড়তো তার কাছে এই দুনিয়ার সকল ভালোলাগা তুচ্ছ। 

Valobashar Kichu Kotha Bangla

মিলনে নয়, প্রেমের সাফল্য নাকি বিচ্ছেদেই। আর সেকারণেই বোধহয় স্কুলজীবনের
সিংহভাগ নিস্পাপ, পবিত্র প্রেমগুলো  কোন একটা ঝড়ে ভেঙে পড়ে। তছনছ হয়ে যায়
শত স্বপ্নের লতাপাতা, গোলাপ, রজনীগন্ধা, নাম না জানা রঙবেরঙের ফুলে সাজানো
সুন্দর ভবিষ্যতের বাগানটা।
Also read,  রোমান্টিক ভালোবাসার গল্প কাহিনী 

 না, একটু ভুল হয়ে গেলো। কিছু কিছু ক্ষেত্রে বাগনটায় প্রবল ঝড় এলেও ওই
বাগানের অর্ধেকটা একটা মনে খুব যত্ন করে সাজানো থাকে চিরকাল। সেই মানুষটা
বাঁচতে শুরু করে স্কুলজীবনের ভাষাহীন, নিস্পাপ প্রেমটাকে জড়িয়ে ধরে। বাঁচতে
শুরু করে একটা স্মৃতিকে আগলে রেখে। অন্যকোন প্রেম আর তাকে স্পর্শ করতে পারে না
তার জীবনের লম্বা একটা সময় পরও। 

নিয়তির অদ্ভূত নিয়মে আবার ঠিক কোন একটা সময়, কোন একটা দিন এসেই যায় যখন দেখা হয়
সেই দুটো মানুষের। তারপর স্মৃতির স্রোতে ভেসে যাওয়া, একজনের ত্যাগে অন্যজনের
আত্মঅনুশোচনা। কিন্তু শত চোখের জল, আবেগের খরস্রোতে ভেসে যাওয়ার পরও তাদের এক
হওয়া আর সম্ভব নয়। 
যেমন সম্ভব নয় এই সম্পর্কের ভবিষ্যত নিয়ে কিছু বলা। 
এ যেনো ভালোবাসার সমান্তরাল সরলরেখা। দুটো ভালোবাসার সরলরেখা হাঁটবে একইসাথে
কিন্তু আদি-অনন্তকাল পরও তাদের মিলন আর হবে না……🥀🥀 
Also read, 

সেরা ভালোবাসার গল্প – লিভ ইন রিলেশন 


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.