Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Trailer Review, Release Date

Bongconnection Original Published
3 Min Read


 Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Trailer Review, Release
Date

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Trailer Review, Release Date
Loading...

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Release Date

‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 2020 সালের
গরমের ছুটিতে। করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিকভাবে সেই সময়ে আটকে যায়
সিনেমাটি। সিনেমাটির টিজার ২০২০ এর শেষের দিকেই এসেছিল। কাল ছবির ট্রেইলার
মুক্তি পেয়েছে। ট্রেইলারটি কেমন লেগেছে সেটাই কিছুটা সকলের সাথে ভাগ করে নিতে
আসলাম………..


ট্রেইলারের শুরুতেই ভেসে উঠল শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাদা-কালো ছবি,
সৌমিত্র বাবুকে স্বরণ করেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র বহু প্রতীক্ষিত
ট্রেলার সামনে এলো। আসলে এই গল্পের কথক তিনি, তিনিই দর্শকদের ঘুরে দেখালেন
বোম্বাগড়। কিছুটা আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম তাঁর কণ্ঠস্বর শুনে। যেখানে
সৌমিত্র চট্টোপাধ্যায় কথক, সেখানে মুগ্ধতা নিঃসন্দেহে ছড়াবেই চারদিকে।❤️
Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Trailer Review, Release Date

হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী গল্প 

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘দাদামশাইয়ের থলে’র দু’টি গল্পকে
নিয়ে এই ছবি তৈরি করেছেন পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়। হিমালয় ও বিন্ধ্য
পাহাড়ের মাঝে নদী, জঙ্গলে ঘেরা এক রাজ্য ছিল বোম্বাগড়। সে রাজ্যে রয়েছেন
হবুচন্দ্র রাজা, রানি কুসুমকুমারী। ধন সম্পদে পরিপূর্ণ সেই রাজ্যের প্রজারা
আনন্দেই দিন কাটাচ্ছিল। রাজাও কন্যাসন্তানের জন্মের পর দুহাতে প্রজাদের
ধনসম্পত্তি বিলিয়ে দিচ্ছিলেন। কিন্তু এমন সময়েই সেই রাজ্যে এসে হাজির হন
মন্ত্রী গবুচন্দ্র। প্রজাদের জীবন অতিষ্ঠ করে তোলে এই গবুচন্দ্র। 

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Cast & Crew

তো গল্প কম-বেশি আমাদের সকলেরই জানা এবং নস্টালজিয়ার সাথে জড়িত অবশ্যই। তো
ট্রেইলারটা আমার ব্যক্তিগত ভাবে ভালোই লেগেছে। ট্রেইলারটা দেখার সময় স্মৃতিতে
কিছুটা আঘাত লাগেছে। 
ছবিতে ব্যবহৃত ছন্দ-মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করিয়ে দিয়েছে
সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ এবং তার পূর্বসূরী ‘গুপী গাইন বাঘা বাইন’-
সিনেমার কথা। ‘হবু চন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’একদিকে যেমন ছোটদের জন্য
রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ারও বিদ্যমান। যেমনটা
আমরা ‘হিরক রাজার দেশে’ সিনেমায় দেখতে পাই। সত্যজিৎ রায় ব্যাতিত বাংলায় এমন
কনসেপ্টের সিনেমা এখন পর্যন্ত খুব বেশি হয়নি বললেই চলে। 
Hobu Chandra Raja Gobu Chandra Mantri Movie Cast, Trailer Review, Release Date


তো এই সিনেমার বাজেট কিন্তু বেশ বড়সড় বাংলা সিনেমা হিসেবে। সিনেমা না আসা
পর্যন্ত অভিনয় নিয়ে বলাটা বোকামি। তাছাড়া সিনেমার সেটগুলো বেশ ভালো লেগেছে।
চরিত্রগুলোর পোশাক আশাক বাঙালিআনাকে উস্কে দিয়েছে। Background music
যথাযথ।  
তবে VFX কিছুটা দুর্বল লেগেছে। যদিও এটার জন্য সমালোচনা করাটা ঠিক নয় কারণ
বাংলা সিনেমার বাজেট সম্পর্কে আমরা সকলেই অবগত।

Trailer


বয়স হাল্কা বাড়লেও মন এখনও শিশুসুলভ, রূপকথার গল্প শুনতে এখনো বেশ দারুণ লাগে।
সেই হিসেবেই হোক বা বাংলা সিনেমার ভক্ত হিসেবেই হোক, এক্সপেকটেশন রয়েছে।
রূপকথার ঢঙে, কৌতুকে মোড়া ছবিটি কিন্তু বর্তমান অর্থাৎ একুশ শতকের কথাই
বলবে। 

Hobu Chandra Raja Gobu Chandra Mantri Release Date

10 Oct 2021
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তার পরেই পুজোর সময় আপনার নিকটবর্তী সিনেমা হলে
আসছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী।  
আরো পড়ুন, 
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.