Bokul Ful Bokul Ful Lyrics (বকুল ফুল) Joler Gaan

Bongconnection Original Published
2 Min Read


Bokul Ful Bokul Ful Lyrics (বকুল ফুল) Joler Gaan
 

Bokul Ful Bokul Ful Lyrics (বকুল ফুল) Joler Gaan
Loading...

Bokul Ful Bokul Ful Lyrics


Bokul Ful Lyrics is
Bengali Folk song
by
Jol Band
বাংলার ফলক গানের জগতে এই গানটি একটি মাইলস্টোন। বাংলা ব্যান্ড জল (অনেকে অবশ্য
জলের গান বলে থাকেন ) এই গানটিকে প্রথম এতো জনপ্রিয় করে।  আপনার জন্য
রইলো এই গানটির লিরিক্স। …


Bokul Ful Lyrics In Bengali

বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
যার সনে যার ভালোবাসা
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে
হরিণডাঙার মাঠে
আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে
হরিণডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শাওন ভাদর মাসে
জামাই আদর করে
জামাই আদর করে
শাওন ভাদর মাসে
জামাই আদর করে
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে
রাইতে শালুক ফুটে
যার সনে যার ভালোবাসা
যার সনে যার ভালোবাসা
সেইতো মজা লুটে
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি
বকুল ফুল, বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি

বকুল ফুল লিরিক্স 

Also read,

গানটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। …
Thank You, Visit Again….
Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.