Netflix নিয়ে কবিতা – Netflix Niye Kobita – Netflix Poem
Netflix
হে তুমি করুণা সিন্ধু,
দীন বন্ধু
তব মায়ায়, হেরিছে ক্লেশ।
তুমি আনন্দ, তুমি উল্লাস।
তুমি শ্রেষ্ঠ, দুনির্বার।
অসীম সমুদ্র।
তোমায় দেখিতে,
চক্ষুদ্বয় উন্মিলিত।
হে শ্রেষ্ঠ ,
তোমায় হেরিয়া নিশি শান্ত।
তুমি দুরন্ত, উচ্ছল রাশি।
ঢেউ করিয়াছ পরাস্ত।
তবু বলি হায়,
দৃষ্টি সুখের সময় সমাপ্ত।
দানে চলিয়াছি মাস৷
এখন পিছে ফিরিবারে পালা।
মূল্যে তোমায় দেখিতে হইবে আবার।
এ কেমন শ্রেষ্ঠ তুমি?
দীন করো দান।
মাস কাটাইয়া?
হইবে তুমি হাতছাড়া।
আমি যে নিঃস্ব!
কি দিবো তোমায়।
তবু হেরিতে চাই জন্মজন্মান্তর।