মুক্ত – Netflix Kobita – নেটফ্লিক্স নিয়ে কবিতা – Netflix Poem
✍️ কলমে – অম্বিকা দত্ত
উত্তরবঙ্গের বিশিষ্ট কবি
হে শ্রেষ্ঠ,
তোমাকে পেয়েছি আমি।
অতীতের দন্ড মাত্র,
করেছিলে অবশান্ত।
ফিরে পেয়েছি তোমায়।
তবে মূল্য দিয়ে।
মাসান্তে হয়েছিলে গত।
ভীক্ষায় কাটিয়েছি জীবন।
আমি নিঃস্ব হলেও শ্রেষ্ঠ।
কিনেছি তোমায়।
আমার রাশিতে তুমি উন্মিলিত,
হে শ্রেষ্ঠ,
প্রানদান করেছি তোমায়।
তুমি অসীম হলেও।
মনুষ্য রাশিতে চলমান।
কিন্তু আমি নিঃস্ব হলেও শ্রেষ্ঠ।
ভাতৃত্বের নিবিড় বন্ধনে।
হয়েছিলাম অন্ধ।
কাটিয়েছি ষোল প্রহর ছেড়ে তোমায়।
তবে আমি মুক্ত।
বাঁধ ভাঙ্গা আনন্দে উল্লাসিত৷
হে শ্রেষ্ঠ,
আমি মুক্ত,
আমি মুক্ত,
আমি মুক্ত৷
Netflix Poem
O best,
I got you.
Just punishment of the past,
I was exhausted.
Got back to you.
But with the price.
It happened last month.
I spent my life begging.
I am poor but the best.
I bought it for you.
You are exposed in my zodiac sign,
O best,
I gave my life for you.
Even if you are infinite.
Running in the human zodiac.
But I am poor but the best.
In the close bond of brotherhood.
I became blind.
I spent 48 hours leaving you.
But I am free.
Excited with the joy of breaking the dam
O best,
I’m free,
I’m free,
I am free
Tags –
Bengali Poem,
Netflix,
Bangla Kobita
Bengali Poem,
Netflix,
Bangla Kobita