How To Block Adult Websites On Smartphone ? মোবাইলে পর্নসাইট বন্ধ করার উপায়

Bongconnection Original Published
3 Min Read


 How To Block Adult Websites On Smartphone ? মোবাইলে পর্নসাইট বন্ধ করার
উপায়

How To Block Adults Websites On My Phone

এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ঘুরে বেড়ায়। গেইম, কার্টুন,
ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এর
মধ্যে করোনায় অনলাইন ক্লাস যুক্ত হয়ে মোবাইল এখন বাচ্চাদের জন্য হালাল যন্ত্রে
পরিণত হয়েছে। না চাইতেও অভিভাবকরা ছোটদের হাতে মোবাইল তুলে দিতে বাধ্য হচ্ছেন।
পাশাপাশি বাড়ছে বাড়তি টেনশন। কেন-না ইন্টারনেট জগতটা খারাপের দিকে টেনে নিয়ে
যেতে পারে। ওয়েব ভিজিটর বাড়াতে চারিদিকে পাল্লা দিয়ে পর্নসাইট বেড়ে চলেছে। এদিক
সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই
বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর। 


মোবাইলে সকল পর্নসাইট বন্ধ করার উপায়

এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস
করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না। অটোমেটিক
অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার
ঘরের মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে
করুন, অন্যকে জানিয়ে দিন। আগামীপ্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।
             
সেটিংস বিস্তারিতঃ 

আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে
দিবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না। 


How To Block Porn Websites On Android Phone

শুরুতে আপনাকে ফোনের সেটিংসের  wireless connections অপশনে যেতে
হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা
ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে।
পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের
সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে
ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা
যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে
adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।


মোবাইলে পর্নগ্রাফি বন্ধ করার উপায় 

এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট
আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না। 
ইনশাআল্লাহ! 
[নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private
DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি
Private DNS provider hostname নামেও থাকে।]

Web Stories You Might Like

Share This Article
Leave a comment
Top 10 Places In usa That You Should Visit Once In Your Life ICC World Cup Final:This star player of India will not play the final match against Australia Top 10 Visiting Places In Ahmedabad During Icc World Cup Amazing Butter Chicken Recipe That Everyone Will Appreciate ভুয়ো ভিডিওতে রশ্মিকা, উত্তাল গোটা নেট দুনিয়া, গর্জে উঠলেন অমিতাভ বচ্চন