বসন্তের কবিতা – Bosonter Kobita In Bengali – Bangla Kobita
Bosonter Kobita
বসন্তের আঙিনায়
✍️স্বাতী মন্ডল
ওই জোৎস্নামাখা বসন্তের আঙিনায়,
ফুটেছে পলাশ সুন্দরী দোল পূর্ণিমায় |
ঋতুরাজ বসন্ত আনলো একরাশ খুশি,
আগুন রঙা পলাশ ফুটেছে রাশি রাশি |
আহা প্রকৃতি যেন ক্যানভাসে আঁকা ছবি,
হৃদয় আঙিনা ভরে কবিতা লেখেন কবি |
আবির গুলাবে রাঙিয়ে দিবো সলাজ মুখখানি,
যতই থাকোনা প্রিয়া হয়ে তুমি হাজারো সাবধানী |
কুহু কোকিলের কুজনে ভালোলাগা অনুভবে,
এসো সখি মাতি সবাই আজি বসন্ত উৎসবে |
বসন্তের কবিতা ছবি
~~বসন্তের অবসরে~~
– পলাশ চ্যাটার্জি
সারি সারি মেঘের খেলা
সারাটি দিন আকাশ জুড়ে
ঝলমলে রোদ মাঝে মাঝে
দিচ্ছে উঁকি মনের ঘরে ।
নামলো বৃষ্টি ,আকাশ থেকে
মেঘের চোখে জল
আকাশের আজি গোমড়া মুখ
মন খানি চঞ্চল ।
ভালোবাসার মিষ্টি ছোঁয়ায়,
আরও একবার ভিজি
অচেনা পথে পা বাড়িয়েই
একটু খুশি খুঁজি ।
মিষ্টি রোদের একটু আশায়,
ভেজা মনের ঝড়ে !
পাতা ঝরার,সময় এলো বুঝি
বসন্তের অবসরে ।
পড়লে মনে,অলসক্ষনে
আসিস কাছে,খবর নিতে !
সব অভিযোগ মিটে যাবে,
একটি বারের সাক্ষাতে তে ।
বাসন্তী পঞ্চমী তিথি,
অথবা দোল পূর্ণিমাতে…
আবির রঙের ধুলো মেখে
তোকে পাবার অপেক্ষাতে ।
শান্ত মনে,সন্ধ্যা বেলায়
প্রদীপ জ্বেলে ঠাকুর ঘরে,
প্রার্থনা,সবার মঙ্গল হোক
শুভ চেতনা আসুক ফিরে ।।
Bosonter Kobita Lyrics
স্বাগতম
–মানিক পাল–
ওগো বসন্তের অন্তিম রজনী
একটু খানি দাঁড়াও!
ছুঁতে বারণ তোমায় যে আজ
দূর থেকেই হাত বাড়াও!
বিদায় লগনে তোমায় আজিকে
দেবোনা অপবাদ;
সুখে কিংবা দুঃখে
বেঁচে তো আছি আজও,
তাই কৃতজ্ঞতা আর
জানাই ধন্যবাদ।
নব দিবাকর নিয়ে এসো তুমি
দীপ্ত আশার আলো,
ঘুচিয়ে দিও ভুবনের যত
বিষাদের নিকষ কালো!
নব শশধর-ছড়িয়ে দিও
স্নিগ্ধ ঝর্ণাধারা,
জোছনার স্রোতে
প্রাণ ফিরে পাক-স্তব্ধ বসুন্ধরা!
নব দিগন্ত-ঝড়াও শান্তির
অমিয় শীতল ধারা,
ধুয়ে মুছে যাক মলিনতা সব
মহামারী প্রাণ কাড়া।
পাখির কন্ঠে নব প্রভাতে
জাগুক নতুন গান,
প্রকৃতি যেনো পায় ফিরে তাঁর
লুন্ঠিত সন্মান!
মুখোশ পড়া হিংস্রতা সব
জঙ্গলে যাক ফিরে,
লালসার ঐ জিহ্বা গুলো সব
ফেলো দাও আজ ছিঁড়ে!
হৃদয় কসুমে সাজিয়েছি ডালি
করবো তোমায় বরণ,
স্বাগতম হে নব বর্ষ-
শুভ হোক আগমন।
Bosonter Kobita In Bengali
বসন্তের আগমনী কবিতা
তোমায় দেখেছিলেম
–
চৈতালী ভট্টাচার্য্য
চৈতালী ভট্টাচার্য্য
তোমায় দেখেছিলেম বসন্তের কুহু কুহু তানে আবিরের রঙিনে
কতো গান কতো কথা গড়ছে রুপকথা অপরুপ প্রেমগাথা দুজনে।
তোমায় দেখেছিলেম শ্রাবণ রাতে অঝোর কলরোলে
গুরু গুরু অশনি তরঙ্গের মাঝে ভীরু জলতরঙ্গের বোলে।
তোমায় দেখেছিলেম তপ্ত তপনে খাঁ খাঁ নি:সঙ্গ দুপুরে
তৃষ্ণার্ত চাতক যেমন আকুলিত প্রাণ আকুতি বারি যাচে রে।
তোমায় দেখেছিলেম শারদের প্রাতে সোনাঝরা মঙ্গল গানে
দুটি হৃদয় মুখরিত জাগে প্রেমময় আলিঙ্গনে।
তোমায় দেখেছিলেম শুষ্ক মরু শীতে কনকনানি হিমেল হাওয়াতে
টুপটাপ খসে পড়া সবুজ পাতার ধূসর শুষ্কতাতে।
তোমায় দেখেছিলেম বৈরাগ্যের রঙভরা বাউলের একতারাতে
সুখ দুঃখে মিশে আছি সুনিবিড় ভালোবাসায় তোমাতে আমাতে।