What Is Affiliate Marketing ? এফিলিয়েট মার্কেটিং | Affiliate Marketing
Programs
একটি ছোট্ট উদাহরণ পেশ করতে যাচ্ছি।
আপনার কফি শপে অনেকেই কফি পান করতে আসেন।
এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো
শপে যারা নতুন নতুন কাস্টমার নিয়ে আসতে পারবে তাদের জন্য একটি নির্দিষ্ট
কমিশনের ব্যবস্থা আছে। এই ঘোষণার পর দেখা গেল যে পরের মাসে ১০০ জন অনেক নতুন
কাস্টমার আপনার কফি শপে নিয়ে আসলো। আপনি এই ১০০ জনকে নির্দিষ্ট পরিমাণ কমিশন
দিলেন এবং ফলশ্রুতিতে আপনি কিন্তু এই ১০০ জন মানুষের দ্বারা বিপুল পরিমাণ নতুন
কাস্টমার পেলেন।
ফলে আপনিও লাভবান হলেন আবার যাদেরকে আপনি কমিশন দিয়েছেন তারাও লাভবান হল। একই
সাথে এই যে ১০০ জন কে আপনি কাজে লাগালেন এই ১০০ জনকে কিন্তু আপনার সেলারি বা
নির্দিষ্ট কোনো বেতন দেয়ার কোন টেনশন ছিল না কারণ তারা যখনই আপনার কফিশপে
কাস্টমার নিয়ে আসতে পেরেছে তখনই মাত্র আপনি তাদেরকে কমিশন দিয়েছেন।
আপনি এই ১০০ জনকে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কমিশন দিয়েছেন তাই এই
মার্কেটিং এর আরেকটি নাম হল পারফর্মেন্স মার্কেটিং। এই যে প্রক্রিয়াটি দেখলেন
এটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং এর সুন্দর উদাহরণ যদিও এটি আমি অফলাইন ব্যবসার
ক্ষেত্রে দেখিয়েছি, তবে অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত অনলাইনেই সম্পন্ন হয়ে
থাকে।
এফিলিয়েট মার্কেটিং কোর্স
অসংখ্য প্রোডাক্ট প্রোমোট করতে পারেন। আর যখনই আপনি ওই কোম্পানিগুলোর জন্য সেলস
নিয়ে আসতে পারবেন তখনই আপনি একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতে থাকবেন। যত সেল
করতে পারবেন ততো কমিশন পাবেন। সেল না করেও কমিশন পাওয়া যায় যেটি আমি সিপিএ
মার্কেটিং নিয়ে আলোচনা করার সময় বলবো।
সেগুলো কিন্তু আলটিমেটলি আপনার নিজের কাছে গচ্ছিত রাখতে হচ্ছে না কারণ অনলাইনে
অনেক ডিজিটাল প্রোডাক্ট পাবেন যেগুলো আপনি প্রমোট করতে পারেন। আবার যদি কোন
ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আপনি এফিলিয়েট মার্কেটিং করেন (যেমন অ্যামাজন
অ্যাফিলিয়েট মার্কেটিং) তবে শুধু তার বিভিন্ন সুযোগ-সুবিধা, ভালো দিক, খারাপ
দিক, ছবি, ভিডিও ইত্যাদি দেখিয়ে আপনার অডিয়েন্সের কাছে তুলে ধরার মাধ্যমে
এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
জানা উচিত
অংকের অ্যাফিলিয়েট কমিশন পেতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এতটা জনপ্রিয়
হওয়ার পেছনে কাজের এই ফ্লেক্সিবিলিটি একটি অন্যতম কারন।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারেন।
বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আর অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। তাদের জীবনটা
এতটাই রোমাঞ্চকর যে তাদের কোন ৯ টা থেকে ৫ টা পর্যন্ত বোরিং জব করতে হয় না।
আবার তাদের অর্থ নিয়ে কোন চিন্তা করতে হয় না কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এর
মাধ্যমে অনেক আয় করা যায়। একই সাথে তারা পেয়ে যান সময়ের স্বাধীনতা।
মার্কেটিং এর জুড়ি নেই।