Make Money Online From Home – Earn 50000 Every month – ঘরে বসে
অনলাইনে আয় করুন
Earn Money Online
ঘরে বসে অনলাইনে আয় করতে চান? নুতনদের জন্য স্পেশাল গাইডলাইন
>> অনলাইন ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং কি?
বর্তমানে দেশের আইটি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে
ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার।
ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার।
যেখানে উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে।
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও,
এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং এমনকি ডাটা এন্ট্রির মত সাধারণ কাজ।
ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও,
এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং এমনকি ডাটা এন্ট্রির মত সাধারণ কাজ।
মূলতঃ ইচ্ছামত যে কোন সময়, যে কোন স্থানে বসে কাজ করার সুবিধা থাকায় যে কেও
আউটসোর্সিং করে আয় করতে পারে। একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন
চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিং করে প্রচুর
অর্থ উপার্জন করতে পারে।
আউটসোর্সিং করে আয় করতে পারে। একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন
চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিং করে প্রচুর
অর্থ উপার্জন করতে পারে।
Freelancing
ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইট রয়েছে। যাদেরকে
ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা
হয় বায়ার এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে Freelancer. একটি কাজের জন্য অনেক
ফ্রিল্যান্সার bid বা আবেদন করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে।
এদের মধ্যে হতে ক্লায়েন্ট এক বা একাধিক ফ্রিল্যান্সারকে নির্বাচিত করেন।
সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের sample কাজ পেতে
সাহায্য করে।
ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা
হয় বায়ার এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে Freelancer. একটি কাজের জন্য অনেক
ফ্রিল্যান্সার bid বা আবেদন করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে।
এদের মধ্যে হতে ক্লায়েন্ট এক বা একাধিক ফ্রিল্যান্সারকে নির্বাচিত করেন।
সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের sample কাজ পেতে
সাহায্য করে।
How To Earn Money Online In Bangladesh
>> অনলাইন মার্কেটপ্লেসসমূহের নাম
বিশ্বের সর্ববৃহৎ আউটসোর্সিং মার্কেটপ্লেসগুলো হচ্ছে
১. আপওয়ার্ক.কম (ওডেস্ক)
২. ইল্যান্স.কম
৩. ফাইভার.কম
৪. গ্রাফিকরিভার.নেট
৫. থিমফরেষ্ট.নেট
৬. পিপলপারআওয়ার.কম
৭. ফ্রিল্যান্সার.কম
How To Earn Money Online In Bangladesh As A Student
>> নুতনরা কোন মার্কেটপ্লেসে দ্রুত কাজ পাবেন?
আপওয়ার্ক (ওডেস্ক) সবচেয়ে বড় প্লাটফর্ম সহজে কাজ পাওয়ার জন্য, কারণ প্রতি
মূহুর্তে এ সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা কাজ পোষ্ট করছে। চমৎকার
একটি প্রোফাইল ও বিশেষ কাজের দক্ষতা থাকলে নুতনরা সহজে এ সাইটে কাজ করে উপার্জন
করতে পারেন। এছাড়া, ফাইভার একটি ভিন্নধারার বিখ্যাত জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট
যেখানে নুতনরা সহজে ও দ্রুত কাজ পেতে পারেন।
মূহুর্তে এ সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা কাজ পোষ্ট করছে। চমৎকার
একটি প্রোফাইল ও বিশেষ কাজের দক্ষতা থাকলে নুতনরা সহজে এ সাইটে কাজ করে উপার্জন
করতে পারেন। এছাড়া, ফাইভার একটি ভিন্নধারার বিখ্যাত জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট
যেখানে নুতনরা সহজে ও দ্রুত কাজ পেতে পারেন।
>> পেমেন্ট পদ্ধতি
পেওনিয়ার ডেবিট মাষ্টার কার্ড, ব্যাংকওয়্যার ট্রান্সফার, মানিবুকার্স ইত্যাদি
বিভিন্ন মাধ্যমে খুব সহজেই উপার্জিত অর্থ বাংলাদেশে নিয়ে আসা যায়।
বিভিন্ন মাধ্যমে খুব সহজেই উপার্জিত অর্থ বাংলাদেশে নিয়ে আসা যায়।
>> নুতনরা কি শিখলে দ্রুত আয় করতে পারবেন (স্টেপ বাই স্টেপ গাইডলাইন)
নুতন/বিগেনাররা মূলতঃ নিচের কোর্সগুলোতে দক্ষ হলে দ্রুত কাজ পেতে পারেন
১. ডাটা এন্ট্রি
২. গ্রাফিক ডিজাইন
৩. এসইও
৪. ইমেইল মার্কেটিং
Easy Way To Earn Money Online In Bangladesh
ডাটা এন্ট্রি বলতে সাধারণতঃ অনেকেই অফিস প্রোগ্রামে টাইপিং বুঝে থাকেন। অনলাইন
ডাটা এন্ট্রির পরিধি আসলে আরও ব্যাপক। আউটসোর্সিং মার্কেটে ডাটা এন্ট্রি বলতে
এক্সেলে ডাটা এন্ট্রি, ইমেজ রিসাইজ/অপটিমাইজ, ইমেজ আপলোড, ভিডিও আপলোড,
ওয়ার্ডপ্রেস/জুমলা পোষ্টিং, ই-কমার্স সাইটে পোষ্টিং ইত্যাদি অনেক কাজকেই বুঝায়।
অতএব, নুতনরা আউটসোর্সিং সাইটে ডাটা এন্ট্রির কাজ করে আয় করতে চাইলে মূলতঃ
নিচের কোর্সগুলোতে দক্ষ হতে হবে।
ডাটা এন্ট্রির পরিধি আসলে আরও ব্যাপক। আউটসোর্সিং মার্কেটে ডাটা এন্ট্রি বলতে
এক্সেলে ডাটা এন্ট্রি, ইমেজ রিসাইজ/অপটিমাইজ, ইমেজ আপলোড, ভিডিও আপলোড,
ওয়ার্ডপ্রেস/জুমলা পোষ্টিং, ই-কমার্স সাইটে পোষ্টিং ইত্যাদি অনেক কাজকেই বুঝায়।
অতএব, নুতনরা আউটসোর্সিং সাইটে ডাটা এন্ট্রির কাজ করে আয় করতে চাইলে মূলতঃ
নিচের কোর্সগুলোতে দক্ষ হতে হবে।
> Ms Office
> Photoshop
> SEO
> E-mail Marketing
> WordPress (Basic)
> Joomla (Basic)
> E-commerce (Basic)
> আর হ্যাঁ, অনলাইন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে যারা দীর্ঘমেয়াদে ক্যারিয়ার
গড়তে চান, হ্যান্ডসাম উপার্জন করতে চান তাদের জন্য বিশেষ কোর্স গাইডলাইন হচ্ছে
”ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট”
গড়তে চান, হ্যান্ডসাম উপার্জন করতে চান তাদের জন্য বিশেষ কোর্স গাইডলাইন হচ্ছে
”ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট”
:: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টে পরিপূর্ণ দক্ষ হতে যা শিখতে হবে
> Html, CSS, CSS3, Javascript, Jquery, Responsive
> Php/mysql
> Php Codeigniter
> WordPress
> WordPress theme Development
> Joomla
ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের সাথে রিলেটেড ২টা কোর্স যা অপরিহার্য
১. গ্রাফিক্স ডিজাইন
২. SEO (Search Engine optimization
Tags –
Earn Money Online, Make Money, Freelancing
Earn Money Online, Make Money, Freelancing