Love Poem In Bengali (বাংলা প্রেমের কবিতা)
Love Poem In Bengali For Girlfriend
একটা প্রেমের কবিতা
– প্রতাপ মণ্ডল
এই, আজ তুমি লেখো তো একটা প্রেমের কবিতা!
আমি না, প্রেমটা ঠিক সাজাতে পারিনা……
তবে বিরহের লেখা আমার বড় ভালো আসে
সে যে চলে গেলো কিছু না বলে, অবশেষে।
বুক জুড়ে হাহাকার আর পরাজয়ের গ্লানি
প্রেমেও পরাজয়, বলতো কি করে মানি !
আচ্ছা, সত্যিই কি প্রেমে জয়-পরাজয় আছে !
দু’পায়ে ভালোবাসা ঠেলে–
তবে কি করে চলে যায় সে অন্যের কাছে !
কি পারিনি দিতে, কিইবা পারি দিতে!
এ অঙ্ক প্রেমে যে ঠিক মেলে না….
তবে কেনো মন নিয়ে এতো দর দস্তুর !
ভালোবাসা কেনো বিকিয়ে যায়, তা বুঝিনা !
তুমি আজ শুধু প্রেম নিয়ে লেখো….
লেখো তো আজ,
কি করে নদী মোহনায় এসে মেশে !
তুমি লেখো তো আজ,
কিসের টানে ঝরণা আছড়ে পড়ে নদীর বুকে
তবে সেও কি নদীকে বড় ভালোবাসে… !
তুমিতো আজ লিখতেই পারো পাহাড়ের কথা
কেনো সে মাথা উঁচু করে আকাশ ছুঁতে চায় !
তুমি আজ একটা প্রেমের কবিতা লেখো তো দেখি
তারপর আমায় শুনিও, কোনো এক বৃষ্টিঝরা সন্ধ্যায়……
Love Poem In Bengali For Boyfriend
“প্রেমের প্রতিক্রিয়া”
– অশোক বেরা
করেছো কি প্রেম, কখনো জীবনে
বুঝবে কেমনে বিরহের জ্বালা,
করেছো কি রাগ, মান অভিমানে
রাগ ভাঙ্গানোটা জানো কত ঠেলা।
কোনদিন তুমি ভাঙ্গিয়েছো জেদ
দিয়েছো কি কিছু, তার প্রতিদান,
করেছো কি দেরি, কোন দিন তুমি
দেখেছো কি তার, প্রলয়, তুফান।
বলেছো কি কথা, একেলা দুজনে
শুনেছে কি সব দিয়ে মনে প্রাণে,
ভুল করে কিছু বলো নি তো তুমি
আসবে বিপদ, দেখবে সামনে।
করেছো শপথ, কাউকে কখনো
রাখতে পারোনি বিশেষ কারণে,
বলেছিলে কিছু, শোন নি সে কথা
পেয়েছো কি টের, না শুনে, বারণে।
করেছো কি কাজ, তাহার অমতে
হলেও বা ঠিক, হয়ে যাবে ভুল,
ভেবে দেখেছো কি, শেষ পরিণ
দিতে হবে জেনো কাজের মাশুল।
হাত ধরে তুমি চেয়েছো কি ক্ষমা
করবো না ভুল আর কোন দিনও,
পরিণাম জানো, কি যে হতে পারে
ভুল যদি হয় আবার কখনো।
বুঝতে পারোনি করেছো কি ভুল
শাস্তি না যদি তুমি পেতে চাও,
ভুলেও খোঁজো না, ভুলটা যে কার
ভুল নাও হলে ক্ষমা চেয়ে নাও।
বলতে দাও নি, নিজেই বলেছো
বাঁচার আশা যে একেবারে ক্ষীণ,
জেনেও তুমি তা করলে যে ভুল
ভুলে যাবে বলা তুমি চিরদিন।
যদি বুঝে যায়, মিথ্যে বলেছো
কিছু কথা তুমি করেছো গোপন,
মাথার উপর পড়বে আকাশ
প্রেম জাঁতাকল, বুঝবে তখন।
সব কিছু ঠিক থাকলে পরেও
শুনতে হবে যে হাজারো নালিশ,
এক এক করে হবে ফয়সালা
বাঁচবে কেবল, করলে পালিশ।
দিতে হবে তাকে সব স্বাধীনতা
নিজেকে নিজেই হয়ে পরাধীন,
অমর হয়েই বাঁচবে সে প্রেম
বাঁচবে দুজন, প্রেমের অধীন।।
Tags – Premer Kobita, Bangla Kobita, Love Poem