Shono Kono Ekdin Lyrics (শোন কোন একদিন ) Hemanta Mukherjee

Bongconnection Original Published
3 Min Read


 Shono Kono Ekdin Lyrics (শোন কোন একদিন ) Hemanta Mukherjee

Shono Kono Ekdin Lyrics (শোন কোন একদিন ) Hemanta Mukherjee
Loading...

দূরত্ব কখনো কখনো নতুনভাবে জাগায় প্রেমের প্রগাঢ় অনুভব। প্রকৃতির অপার
সৌন্দর্যের মাঝে প্রেমিকাকে অহর্নিশ খুঁজে ফেরে নিঃসঙ্গ প্রেমিক। আনন্দ ভাগাভাগির
মুহূর্তে কিংবা সান্ত্বনাহীন বেদনার রাতগুলোতে— প্রেমিকার অনুপস্থিতি তীব্রভাবে
অনুভব করে সে। বিরহী এমনই এক প্রেমিকের গল্প নিয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের গান
‘শোনো, কোনো একদিন’।

Song Credits:
Song: Shono Kono Ekdin
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury
Album Title: Kotha Koyonako Shudhu Shono

Shono Kono Ekdin Lyrics In Bengali

শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন

আরো একদিন
তামসী তমস্বিনী রাত্রি
ঘুম ঘুম, নিঝঝুম-
জীবন পথের সব যাত্রি
আমি একেলা
চলেছি নিরুদ্দেশ যাত্রি
রাতজাগা একপাখি
শুনি জীবনজয়ের গীতগাত্রি
মনে হল মোর দুখরাতে
যেমন করে ভোলাতে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
আরও একদিন
আমার খাঁচার পাখি চন্দনা
গীতহীনা, আনমনা,
কি যে ভাবে বসে তা জানি না।
সন্ধ্যাবেলায়
হঠাৎ ঘরেতে ফিরে দেখি
উড়ে গেছে, চলে গেছে
আমার খাঁচার পাখি চন্দনা
মনে হল মোরে পিছে ফেলে
যেদিন তুমি চলে গেলে
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন
শোনো, কোন একদিন
আকাশ, বাতাস জুড়ে রিমঝিম বরষায়
দেখি, তোমার চুলের মত মেঘ সব ছড়ানো
চাঁদের মুখের পাশে জড়ানো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
মন হারালো, হারালো, মন হারালো
সেইদিন…


শোন কোন একদিন লিরিক্স 



ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না প্রিয়জন আর বন্ধুদের সাথে। 

ভালো থাকুন, গানে গানে থাকুন। ..

Thank You, Visit Again…


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.