Bengali Love Poem (ভালোবাসার কবিতা)
Bengali Love Poem Lines
মানসী
– অরুণ কুমার চট্টোপাধ্যায়
বাইরে মুষলধারে বৃষ্টি ,
সঙ্গে ঝোড়ো হাওয়া ,
টালির ঘরটা কেঁপে কেঁপে উঠছে ,
এই বুঝিবা উড়ে যায় ।
তক্তাপোশের নোংরা বিছানায় শুয়ে ,
দমকে দমকে কাশছি আমি ,
চল্লিশ ওয়াটের বাল্বের আলো ,
ঘরে অদ্ভুত একটা আলো আঁধারি সৃষ্টি করেছে ।
হাতের বিড়িটা বারবার নিভে যাচ্ছে ,
তোমার কথা মনে পড়াতে , বারবার টানতে ভুলে যাচ্ছি ।
একই কলেজে পড়তাম ,
বিষয় বাংলা, আমি ভালোবেসে ,
তুমি অন্য বিষয় না পেয়ে ।
সেটা অবশ্য জেনেছিলাম অনেক পরে ,
তোমারই মুখে , ভিক্টোরিয়ায় ঘাস চিবোতে চিবোতে ।
কলেজ পেরিয়ে ,
আমি তখন সাহিত্যিক হবার নেশায় মশগুল ।
ঘন্টার পর ঘন্টা পত্রিকা অফিসে ফাই ফরমাশ খাটছি ,
তোমার মতো বাস্তব বুদ্ধি আমার ছিল না ।
তুমি শখের সাহিত্যিকের সঙ্গে ঘর বেঁধে,
নিজের জীবন নষ্ট করতে চাও নি ,
সোজাসুজি মুখের ওপর জানিয়ে দিয়েছিলে সে কথা ,
বাদাম ভাজা চিবোতে চিবোতে ।
আমাকে ত্যাগ করে সোজা গিয়ে বসেছিলে ,
বিয়ের পিঁড়িতে ,
পাত্র বেশ কালো তোমার তুলনায়,
তাতে কি , সরকারি চাকরি ছিল তার।
কবিতা লিখলাম প্রচুর ,
নামডাক একটু আধটু হলেও ,
মা লক্ষীর দেখা পেলাম না ,
কি জানি , সরস্বতী আর লক্ষীর মধ্যে কি কোনো বিরোধ আছে ?
আমি তোমার প্রাক্তন হলেও ,
তুমি আজও আমার কাছে ভীষণভাবে বর্তমান ,
এখনও তোমাকে নিয়েই স্বপ্ন দেখি ,
আমার লেখাতেও তোমারই আনাগোনা ।
আজকাল কেমন জানি , মনে হচ্ছে ,
সময় হয়ে এসেছে ।
মানসী ,
যদি একবার তোমাকে আবার দেখতে পেতাম,
আরো একবার ,
চিৎকার করে বলতাম ,
‘আমি তোমাকে ভালোবাসি, আজও ‘।
Tags – Love Poem, Premer Kobita, Bangla Kobita