Premer Kobita Bangla (প্রেমের কবিতা) Bengali Love Poem

Bongconnection Original Published
4 Min Read


 Premer Kobita Bangla (প্রেমের কবিতা) Bengali Love Poem

Premer Kobita Bangla (প্রেমের কবিতা) Bengali Love Poem
Loading...


         💚❤……..মিলবো দুজনাতে…….💚❤
” তিলোত্তমা “…….
জানো খুব স্বাধ আমার… 
পরের জন্মে দুজনাতে 
যৌবনে যেই পা রাখবো,, 
তখন তুমি আর আমি মন ভরে 
প্রেমে ভাসবো.. মনে রেখো…!! 
তুমি হলে আমার মনের কল্পনা..
তোমায় নিয়েই আমার যত সাধনা। 
” তিলোত্তমা “…….
জানো খুব স্বাধ আমার…
মাথার উপর মস্তবড় আকাশে মেঘ হবে,
বৃষ্টিতে ভিঁজে ভালোবাসার জাল বুনবো…!!
গোধুলীর ছোঁয়া যেই লাগবে ধরা ধরা,
তুমি তখন হবে আমার পানে নয়ন তারা…!!
আমি যখন একাকিত্বের আবেগে ভেসে যাবো,
ভালোবেসে শুধু তোমায় নিরবতায় মেশাবো..!!
যখন আমি তোমার নেশায় সব ভুলে যাবো,
সত্যি বলছি..তোমায় বিনা আমি মরে যাবো…!!
তুমি হলে আমার মনের ভাবনা..
তোমায় নিয়েই আমার যত সাধনা । 


” তিলোত্তমা “…….
জানো খুব স্বাধ আমার…
তোমার দেহের সুভাষখানি 
আমি মেখে রইবো,,
এই জন্মের অপূর্নতার দায় 
পরের জন্মে মেটাবো…!!
তোমার চুলের মাতাল
গন্ধে আমি হবো বিভোর,,
পরের জন্মে দুরত্ব ভেঙে আমি 
হবো তোমার সেই চিরচেনা শহর..!!
এই জন্মের ইচ্ছেতে আছে অনেক বাধা গন্ডি,,
পরের জন্মে আমি হবো তোমার উড়নচন্ডি…!!
তুমি হলে আমার মনের ভাবনা…
তোমায় নিয়েই আমার যত সাধনা । 

” তিলোত্তমা “…….
জানো খুব সাধ আমার…
তুমি যখন হবে ছেলেমানুষীতে
আত্মহারা, আমি শুধু হাসবো,,
পরের জন্মে কোন দীঘির পাড়ে বসে হাতে 
হাত রেখে দু’জনে জোড়া শালিক দেখবো…!!
তুমি যখন কাঁদবে কোন কষ্টে তখন তোমার 
নিস্পাপ চোখের জল আমি মুছে দেবো,,
পরের জন্মে কবি হয়ে শত শত
কবিতা তোমার জন্য লিখবো…!!
তুমি হলে আমার মনের ভাবনা..
তোমায় নিয়েই আমার যত সাধনা । 
” তিলোত্তমা “…….
জানো খুব সাধ আমার,,
আমি হবো উন্মাদ, আমি 
হবো পাগল বেপরোয়া,,
পরের জন্মে আবির খেলায় মত্ত 
হয়ে তোমায় বানাবো ঘরোয়া…!!
প্রভাতে শিশির ভেঁজা অনুভুতি
গুলো আমি শুধুই কুঁড়াবো,,
পরের জন্মে কৃষ্ণচূড়া গাছের তলায় 
বসে দুজনে নতুন সকাল দেখবো…!!
তুমি হবে আমার অন্তহীন 
ভালোলাগার শেষ বেলার সাহস,,
পরের জন্মে আমি..হবো হ্যাঁ… শুধু
আমিই — হবো তোমার প্রথম পুরুষ…!!
তুমি শুধু আমার মনের ভালোবাসা..
তোমায় নিয়েই আমার যত সাধনা । 

” তিলোত্তমা “…….
জানো খুব সাধ আমার…
মুক্ত বিহঙ্গে শঙ্খচিলের স্বাধীনতার মতো 
আমি লিখবো কোন কালজয়ী উপন্যাস,,
পরের জন্মে শরতের কাঁশফুলের মুগ্ধতায়
মহালয়ের ধ্বনির সুরে তোমায় করবো বিন্যাস…!!
এ জন্মে রইলো 
আমার সুখের অতৃপ্ত বহু বাসনা,,
পরের জন্মে তোমার শরীরে
অংকন করবো আমার যত কামনা…!!
তুমি হলে আমার মনের ভাবনা..
তোমায় নিয়েই আমার যত সাধনা । 
” তিলোত্তমা “…….
জানো খুব সাধ আমার…
মনের মাঝে থাকবেনা কোন 
পাপ নিমজ্জিত কোন অহংকার,,
পরের জন্মে শুধুই মনের 
মুক্তিতে দুজন হবো শুদ্ধ নিরহংকার…!!
এ জন্মে তৃষিত মনে রইলো 
পড়ে ধুলোয় জমা বহু কথা,,
পরের জন্মে সাঁজাবো তোমার 
আমার প্রেমের অমর গাথা…!!
পাপ পূর্নের দোলাচলে এ জন্ম 
আমার কেটে গেলো অন্ধকারের ভিতরে,,
জানিনা,, পরজন্ম আছে কিনা—তবুও
তোমায় ভালোবেসে——আলোর মুক্তিতে 
প্রেমিক হয়ে মিলবো……..দুজনাতে…!!!
শুধু কথাগুলো আমার মনে রেখো…..।
তাইতো তুমি আমার মনের ভাবনা..
তোমায় নিয়ে ” তিলোত্তমা ” আমার যত সাধনা ।।

ভালো লাগলে নিজের প্রিয়জন  বন্ধুদের সাথে শেয়ার করতে  ভুলবেন
না। …

ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..

Thank You, Visit Again…Share This Article