প্রেমের গল্প কষ্টের – Premer Golpo Koster – Sad Love Story
Loading...
“ক্যান্ডি-ফ্লশ”
– শশাঙ্ক
***************************
রঞ্জনের আজ বড্ড দেরী হয়ে গিয়েছে আসতে..
হাতঘড়িতে দেখলো,বিকেল পাঁচটা বেজে পাঁচ I
একপশলা হতাশার বৃষ্টিতে ভিজে গেলো যুবকটি… নূতন-নূতন প্রেম,তাও আবার তিয়াশার মতো একটা মুডি মেয়ে !, যার পান থেকে চুন খসলেই মান-অভিমান উপচে পড়ে চোখমুখ দিয়ে..
আজ ঠিক সাড়ে-চারটের সময় তার সাথে রঞ্জনের দেখা করার কথা ছিলো,লেক পরিসরের নূতন গেটের সামনে I
‘না’জানি কপালে কি আছে !’
অটো থেকে নেমে তড়িঘড়ি পা চালিয়ে এগোতে লাগলো রঞ্জন…
অদূরে দেখলো সে, তার স্বপ্নসুন্দরী’কে I
লেকের প্রবেশ পথের ভিতর কিছুটা তফাতে, একটা বেঞ্চিতে বসে ছিল শুকনো মুখে মেয়েটি I
পড়ন্ত বিকেলের নির্মল আলোতে ঝলমল করছিলো,রূপের আগুনে তিয়াশা, বা হয়তো তার সৌন্দর্যের আলোকেই ঝলমল করছিলো বিকেলটা !
রাগলে যেন বেড়ে যায় তার যৌবনের ছটা !
****************************************************
চোখে চোখ পড়তেই উঠে দাঁড়ালো মেয়েটি,
চাহনিতে ছিল তার দলাপাকানো নালিশ I
কাছে এসে মাথা নত করে রঞ্জন বললো :
–“সরি বেবি !…আসলে বাড়ি থেকে আসার স….”
শান্ত গলায় রঞ্জন বলার চেষ্টা করেছিল অনেক কিছুই…
তিয়াশা যেন শুনেও শুনলোনা I
সপ্তমে মেজাজ তুলে,মুখ ঘুরিয়ে মধ্যম গতিতে এগোতে লাগলো লেকের পাকা রাস্তাটা ধরে মেয়েটি..
অসহায়ের মতো এগোতে এগোতে জবাবদিহি করতে লাগলো রঞ্জন, তিয়াশার উপর যেন কোনো প্রভাবের কৃপাদৃষ্টি’ই পড়ছিলোনা I
একরোখা মেয়েটি এবার চলার গতি বাড়িয়ে দিলো..
কপালে ভাঁজ পড়লো রঞ্জনের I পাগলের মতো ছুটতে লাগলো সে…বেশ কিছুটা এগিয়ে যাওয়া তিয়াশার পেছনে I
অন্যমনষ্ক হয়ে পা চালাচ্ছিল ছেলেটি…
সহসা একটি বাই-সাইকেল আরোহী,একদম গা’ঘেঁষে চলে এসেছিলো তার !
আর একটু হলে বোধহয় ধাক্কাটা লেগেই যেতো I হকচকিয়ে দাঁড়িয়ে পড়লো রঞ্জন I
যুবক সাইকেল আরোহীটি কথা না বাড়িয়ে একটু থামার পর,এগিয়ে গেলো গতিশীল নিজের পথে I
কিছু একটা ভেবে,রাস্তার পাশে ফুড-স্টল থেকে একটা ক্যান্ডি-ফ্লশ কিনে একছুটে পৌছালো রঞ্জন তিয়াশার কাছে……
–“প্লিস !এবারের মতো মাফ করে দাও সোনা !”
রঞ্জনের হাতে ফিনফিনে স্বচ্ছ আস্তরণে মোড়া পেজা’পেজা সাদা মেঘের মতো ফুলে ওঠা ভালোবাসার বস্তুটি দেখে, সব রাগ মুহূর্তে গলে জল হয়ে গেলো মেয়েটির অপ্রত্যাশিত ভাবে I
কোনো অভিমানী শিল্পীর,তুলির টানে আঁকা ঠোঁটে ফুটে উঠলো হাসির আবেশ !
যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো রঞ্জনের I
আরো পড়ুন, হৃদয় ছোঁয়া প্রেমের গল্প
****************************************************
মাঝ রাত …
মিনিট পনেরো আগে মুঠোফোনে আদুরে বার্তালাপ সেরেছে রঞ্জন,তার হৃদস্পন্দনের সাথে I
কিন্তু তার মনটা যেন আজ জমাট বেঁধে আছে একটা সন্দেহের শক্ত ভাঁজে !
বিকেলের ঘটে যাওয়া স্বল্প মুহূর্তের ঘটনাটি কার্যত শিথিল করে দিলো তার সর্বাঙ্গ !
সময়ের ভগ্নাংশে তখন সাইকেল আরোহী’টি রঞ্জনকে দৃঢ় গলায় বলেছিলো :
–“তিয়া খুব জেদী, ক্যান্ডি-ফ্লশ ছাড়া ওর রাগ কমবেনা ! “
****************************************************
বিকেল পাঁচটা ….
আগের দিনের মতো আজ’ও রঞ্জন লেক পরিসরে এসেছে I
‘না ! আজ তিয়াশার সাথে কোনো সাক্ষাৎপর্ব নেই তার ‘
সে সন্ধানে এসেছে, সেই যুবকটির !
‘খোঁচা’খোঁচা হালকা দাড়ি,কোঁকড়ানো মাথাভর্তি চুল,চোখ মুখ সাধারণ’, দুই ঝলকের অপ্রস্তুত দেখায় আর কতই বা মনে থাকে ?
****************************************************
আরো পড়ুন, প্রথম প্রেমের গল্প
প্রিয় গল্প পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…
ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ..
Thank You, Visit Again…