Patriotic Poem In Bengali (দেশাত্মবোধক কবিতা)
উর্দ্ধে । এমনি কিছু কবিতা বিভিন্ন সময়ে বিভিন্ন কবি লিখেছেন ।
দেশাত্মবোধক কবিতার সুন্দর কালকেশন ।
Independence Day Poem In Bengali
তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা,
তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
সাকিনা বিবির কপাল ভাঙল,
সিঁথির সিঁদুর গেল হরিদাসীর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
শহরের বুকে জলপাইয়ের রঙের ট্যাঙ্ক এলো
দানবের মত চিৎকার করতে করতে
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
ছাত্রাবাস, বস্তি উজাড হলো। রিকয়েললেস রাইফেল
আর মেশিনগান খই ফোটাল যত্রতত্র।
তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম।
তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তুভিটার
ভগ্নস্তূপে দাঁডিয়ে একটানা আর্তনাদ করল একটা কুকুর।
তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
অবুঝ শিশু হামাগুডি দিলো পিতা-মাতার লাশের উপর।
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় ?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন ?
স্বাধীনতা, তোমার জন্যে এক থুত্থুরে বুড়ো
উদাস দাওয়ায় বসে আছেন – তাঁর চোখের নিচে অপরাহ্ণের
দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল।
স্বাধীনতা, তোমার জন্যে
মোল্লাবাডির এক বিধবা দাঁডিয়ে আছে
নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।
স্বাধীনতা, তোমার জন্যে
হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে
বসে আছে পথের ধারে।
তোমার জন্যে,
সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক,
কেষ্ট দাস, জেলেপাডার সবচেয়ে সাহসী লোকটা,
মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,
গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে,
রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার ফুসফুস
এখন পোকার দখলে
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে-বেড়ানো
সেই তেজি তরুণ যার পদভারে
একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে–
সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে স্বাধীনতা।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্বিদিক
এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।
আরো পড়ুন, 15 August Bangla Kobita
Bengali Poem Swadhinata
আজ আমি স্বাধীন
স্বাধীনতা আজ আমায় দিয়েছে
স্বাধীন অস্তিত্ব,
তাই আজ আমি স্বাধীন,করার মত
জানিনা আছে কিনা কেউ পরাধীন.
আজ আমি স্বাধীন,
স্বাধীনতা দিয়েছে আমায় আজ
স্বাধীন অস্তিত্ব.
মন আমার আজ যা ইচ্ছা তাই ভাবে করে
কল্পনা,
কখনো স্বাধীন ভাবে একে ফেলি
সেই স্বাধীনতার আল্পনা.
আজ আমি স্বাধীন,
আজ আমি হেটে চলি না জানার
দেশে,কখনো বা না ফেরার দেশে,
কখনো বা ঘুরিফিরি স্বাধীনতার
বেসে .
আজ আমি স্বাধীন,
আজ আমাকে থামিয়ে রাখবে এমন
কোন শক্তি নেই,নেই কোন
মানবতা,সৃংখলতা,নেই কোন বাধা.
আজ আমি স্বাধীন,
জানি না এই স্বাধীনতা আমাকে কি
দেবে,কোথায় বা নিয়ে যাবে হয়তো
মরণের শেষ প্রান্তে..
যেখান থেকে কখনো হয়তো এই
স্বাধীনতা নিয়ে ফিরে আসবো না.
আর হয়তো স্বাধীন বলে নিজেকে
দাবীও করবো না.
কবিতাগুলো ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন।
ভালো থাকুন, কবিতায় থাকুন। …
Thank You, Visit Again…
Tags – স্বাধীনতা দিবস, Independence Day, Bangla Kobita