স্বাধীনতা তুমি – Independence Day Bengali Poem

Bongconnection Original Published
2 Min Read


স্বাধীনতা তুমি – Independence Day Poem

স্বাধীনতা তুমি - Independence Day Bengali Poem
Loading...


স্বাধীনতার সেরা কবিতা

Loading...


 স্বাধীনতা আমার

পিতাহীন জননীর সন্তান!

স্বাধীনতা আমার

কিশোরী বোনের ধর্ষিত মুখ!

স্বাধীনতা আমার

বিধবা মায়ের চোখের জল!

স্বাধীনতা আমার

পঙ্গু বাবার হুইল চেয়ার।

স্বাধীনতা তুমি

বিকেলের আকাশে ধবল বক,

স্বাধীনতা তুমি

নিশ্চিন্তে উড়া সোনালি-ডানা চিল।

স্বাধীনতা তুমি

কোকিলের কণ্ঠে মিষ্টি সুর,

স্বাধীনতা তুমি

ভোরের আকাশে সোনাঝড়া রোদ্দুর।

স্বাধীনতা তুমি

বিদ্রোহী কবি নজরুলের চির উন্নত-মম-শীর,

স্বাধীনতা তুমি

জাদুঘরে ঝুলে থাকা রক্তমাখা আসাদের শার্ট!

স্বাধীনতা আমার

বজ্রকণ্ঠে আওয়াজ তোলার অধিকার,

স্বাধীনতা আমার

কোটি বাঙালী’র জেগে উঠার উদ্যম গতি।

স্বাধীনতা তুমি

২১শে ফেব্রুয়ারি’র প্রভাত ফেরির গান,

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে ফুলের সমাহার।

স্বাধীনতা তুমি

রবি ঠাকুরের ভালবাসার সোনার বাংলা,

স্বাধীনতা তুমি

জীবনানন্দ’র ধানসিড়ির তীরে ফিরে আসার আর্তনাদ।

স্বাধীনতা তুমি

কিশোরির হাতে বর্ষাবরণ কদম ফুল,

স্বাধীনতা তুমি

গ্রীষ্মের দুপুরে জ্বলে উঠা কৃষ্ণচূড়া’র আগুন।

স্বাধীনতা আমার

সবুজ ঘাসের চাদরে রক্তমাখা পতাকা,

স্বাধীনতা আমার

কোটি বাঙালীর হৃদয় জুড়ানো ভালবাসা।

স্বাধীনতা তুমি

কাঁশফুলের শুভ্র ঝড়,

স্বাধীনতা তুমি

আমার হৃদয়ে চির অমর।

স্বাধীনতা আমার

ফুটপাতে প’রে থাকা অনাহারী শিশু!

স্বাধীনতা আমার

ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট!

স্বাধীনতা আমার

মুক্ত বাতাসে ধর্ষিত গণতন্ত্র!

স্বাধীনতা আমার

বিবেকের দরোজা তালাবদ্ধ!

স্বাধীনতা আমার

রক্তমাখা ফসলের ক্ষেত!

স্বাধীনতা আমার

রোদেপোড়া কৃষকের ক্ষুধার্ত পেট!

স্বাধীনতা আমার

মুখোশের আড়ালে ভন্ড রাজা!

স্বাধীনতা আমার

বুরজোয়া’র ঘরে নাচে নগ্ন নর্তকী!

স্বাধীনতা তুমি

বেশ্যার পেটে অনাকাঙ্ক্ষিত ভ্রূণ!

স্বাধীনতা তুমি

অর্ধউলঙ্গ রমণীর মুখে শালীনতার বয়ান!

স্বাধীনতা তুমি

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানি’র লাশ!

স্বাধীনতা তুমি

স্বজনহারা প্রমিকার বোবা আর্তনাদ।

স্বাধীনতা আমার

দন্ডিত মানবতা!

স্বাধীনতা আমার

নতজানু জাতির পতাকা!

আরো পড়ুন, স্বাধীনতা দিবস উপলক্ষে কবিতা



কবিতাটি ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। 


ভালো থাকুন, কবিতায় থাকুন। …


Thank You, Visit Again…




Tags – স্বাধীনতা দিবসIndependence DayBangla Kobita

Share This Article