আজ বাইশে শ্রাবণ – (বাইশে শ্রাবণ নিয়ে কবিতা)
২২ শে শ্রাবণ কবিতা
“আজ বাইশে শ্রাবণ”
ভিজে সপসপ, ধূসর রঙের হঠাৎ একটা পায়েরা,
আমার ছাদের কার্নিশে, আর ঠোঁটদুটো কোল- ঘেঁষা।
আলতা মাখা পংক্তি- মেঘের ছায়ানট পরিপাটি,
কালো ধোঁয়া, লাল মিনিবাসে লেখা- “আজ বাইশে শ্রাবণ।”
বুড়ো পায়রাটা, ঘাড় গুঁজে, তার পাকস্থলীতে সমন,
আমার উজানে ঘুণ ধরা, আর ইঙ্গিতে আধশোয়া,,
ধূসর হলেও সবুজ একটা পাঁচিল রয়েছে ডানায়,
ঘোলাটে চোখে ফেরিওয়ালা হাঁকে: “আজ বাইশে শ্রাবণ।”
কাঁচুমাচু মুখে রামধনু ওঠে, ভাত ফোটে, কব্জির জোর,
আমার ঠিকানা খুঁজে নেবে ট্রাম, চোলাই- ইস্কাপনের।
জল ঝরে গেলে পায়েরাটা তার পাঁজরার গলি, পাঁচফোরণ,
দাঁত কালো বোবা ভিখিরিটা হেসে বলে – “আজ বাইশে শ্রাবণ।”
ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। ..
ভালো থাকুন, সুস্থ থাকুন। ..
Thank You, Visit Again…
Tags – Rabindranath Tagore,
Baise Srabon