ওরাও দূর্গা | Durga Puja Bengali Poem | Orao Durga
Durga Puja Related Bengali Poem
ছিপছিপে মেয়েটির বয়স মেরে কেটে পনেরো,
বাবা কোলকাতার শহরতলিতে রিক্সা টানতো,
মা সাত আটটা বাড়ীতে গৃহস্থালির কাজ করে ,
দু বছর আগে লরির ধাক্কায় বাবার পা বাদ যায়,
রোজগারে টান পড়ায় ইস্কুলে যাওয়া বন্ধ হয়েছে
পঞ্চাদশী দুর্গা আজ বাবার রিক্সা নিয়ে পথে নামে।
পঁয়ত্রিশের পার্বতীর বিবাহিত জীবন দশ বছরের,
রং মিস্ত্রী স্বামী তেরো তলার ভারা থেকে পড়ে যায়,
পাঁচ বছরের বিকলাঙ্গ ছেলের চিকিৎসায় জেরবার ।
টেলারিং দোকানে সেলাইয়ের কাজ শিখে নিয়েছে
এখন বাড়ীতে বসে ছেঁড়া জামা কাপড় রিফু করে
সংসারের হালটা কোন রকমে টেনে নিয়ে চলেছে ।
উমাশশী বিধবা, বয়স ইতিমধ্যে পঞ্চাশ পার হয়েছে,
দশ বছর আগেই রেল হকার স্বামী দেহ রেখেছেন,
একমাত্র ছেলে বিয়ের পর থেকেই আলাদা থাকে,
জীবনের প্রথম চল্লিশটা বছরে ট্রেনে না চাপলেও
এখন চলন্ত ট্রেনের এক কামরা থেকে অন্য কামরায়
ঘুরে ঘুরে ফিনাইল ন্যাপথলিন ফেরী করে বেড়ায় ।
শারদ উৎসবে মন্ডপে মন্ডপে সুসজ্জিতা সালংকারা
মৃন্ময়ী মায়ের পাশাপাশি এরাও পূজা পাওয়ার যোগ্য ।
ভালো লাগলে প্রিয়জন আর বন্ধুদের সাথে ভুলবেন না। ..
ভালো থাকুন,কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again…