Lichu Chor Kobita (লিচু চোর) Kazi Nazrul Islam

Bongconnection Original Published
2 Min ReadLichu Chor Kobita (লিচু চোর) Kazi Nazrul Islam

Lichu Chor Kobita (লিচু চোর) Kazi Nazrul Islam
Loading...

Kazi Nazrul Islam ( কাজী নজরুল ইসলাম) এর জনপ্রিয় সকল কবিতার মধ্যে ‘লিচু চোর’ কবিতাটি অন্যতম সেরা । অনেকেই এই কবিতাটি ছোটবেলায় পড়েছেন । আপনাদের নস্টালজিয়া আরেকটু বাড়িয়ে দিতে চলুন শুরু করা যাক….

Lichu Chor Kobita Lyrics

Loading...

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!
আরো পড়ুন, Bidrohi Poem Lyrics (বিদ্রোহী কবিতা) 

কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ..
ভালো থাকুন, কবিতায় থাকুন। ..
Thank You, Visit Again ….


Tags – Kazi Nazrul Islam, Bengali Poem, Bangla Kobita, Bengali Lyrics

Share This Article