Egiye Asbe Na Poem Lyrics (এগিয়ে আসবে না) Rudranil Ghosh
Egiye Asbe Na Kobita By Rudranil Ghosh
একটু খাবার চাই, সামান্য অর্থ
একটু এগিয়ে এসো
যতটুকু সামর্থ্য ।
এটাতো তোমার দেশ, ওরাতো তোমার লোক
তুমিও তো চাও বলো
বাংলার ভালো হোক ।
কেউ একা পারবে না,
এ ধাক্কা সইতে
দশজন এক হলে পারবো তা বইতে।
পাচ্ছনা শুনতে অভাবের কান্না
চাল, চুলো উড়ে গেছে
বন্ধ যে রান্না ।
করোনায় করেছিলো তারকের বাবাকে
আমফানে টেনে নিলো রহিমের চাচাকে।
ধানক্ষেত ধুয়ে সাফ, যেন ধুধু প্রান্তর
তছনছ সবুজেরা শান্তি দিপান্তর।
অভাবের উঠনেতে বেঁচে থাকা কিছু মুখ
তোমার প্রত্যাশায় হয়ে আছে উন্মুখ ।
কি শুনছো চুপ করে
নামবে না ময়দানে
তোমার ও বড় মন একথা তারার জানে ।
একটু তাকিয়ে দেখো সবাই তো এগিয়েছে
আর্তের কাছে এসে সবাই যে দাঁড়িয়েছে ।
তোমাদের ওপর আজ আমাদের আশা বড়
হাতে হাত ধরি চলো
ময়দানে নেমে পড়ো ।
শ্রমিকের হাতে কাজ, কারখানা খুলে যাবে
মাঠেতে চাষীর দল
আবার লাঙল দেবে !!
সবার হাতে পেট ভরা ডাল ভাত
সব সম্ভব হবে বাড়ালে তোমার হাত
বাংলার মুখ আজ তোমারই প্রতীক্ষায়
একটু সাহায্যেই সব ঠিক হয়ে যায় ।
তুমি একা ভাত খাবে
ওরা কেউ খাবে না?
নিরাপদে তুমি রবে
ওরা কেউ রবে না ???
আরো পড়ুন, সাতে পাঁচে থাকি না
Tumi eka vat khabe
Ora keu khabe na ?
Nirapode Tumi sobe
Ora keo sobe na ??
Bangla sekheni ajo
eka eka bachte
Durapujor dhake eka eka bachte
Allaha jishur chokh o
ajo Boro cholocholo
Eto Boro durjoge
Tumi Valo acho bolo ?
Jani Tumi Valo nei
Keu Valo nei bole
Jani hat baralei durjog jabe chole
Tomari Opekkhay koti koti oshohay
Tumi jege uthlei
Kalo megh kete jay…
ভিডিও দেখুন
বাস্তবের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা রুদ্রনীল ঘোষের এমন কবিতাটি আপনার ভালো লাগলে নিজের প্রিয়জন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। …
ভালো থাকুন, কবিতায় থাকুন।…
Thank You, Visit Again…
Tags – Rudranil Ghosh, Bangla Kobita