Boi Kobita Lyrics (বই কবিতা) Humayun Azad
Boi Kobita By Humayun Azad
হুমায়ুন আজাদের এই বিতর্কিত কবিতাটি আপনি হয়তো ইন্টারনেট এ অনেক খুঁজেছেন, কিন্তু সেভাবে খুঁজে পাননি। কি তাই তো ? তাই আপনার জন্য আমরা নিয়ে এসেছি বিতর্কিত এই “বই” কবিতাটি।
বই
‘হুমায়ুন আজাদ’
যে-বই জুড়ে সূর্য ওঠে
পাতায় পাতায় গোলাপ ফোটে
সে-বই তুমি পড়বে।
যে-বই জ্বালে ভিন্ন আলো
তোমায় শেখায় বাসতে ভালো
সে-বই তুমি পড়বে।
যে-বই তোমায় দেখায় ভয়
সেগুলো কোন বই-ই নয়
সে-বই তুমি পড়বে না।
যে-বই তোমায় অন্ধ করে
যে-বই তোমায় বন্দী করে
সে-বই তুমি ছুঁবেই না।
আরো পড়ুন, আমাদের মা
কবিতাটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ..
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem, Humayun Azad