Amar Durga Kobita Lyrics (আমার দূর্গা – কন্যা শ্লোক) Mallika Sengupta
Mallika Sengupta Kobita Amar Durga
মেয়েটির নাম দুর্গা সোরেন বটেক
মায়ের ছিল না অক্ষরজ্ঞান ছটেক
সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি
দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি
সাঁওতালি ডান, ইংরেজি ভাষা বাঁ হাতে
কমপিটারে শিখেছে ই-মেল পাঠাতে
অঙ্কের স্যার ভুল হলে যোগবিয়োগে
গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে
দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা
স্যারটা নোংরা বটেক, কথাটা মানছ না!
শেষে একদিন স্যারের নোংরা হাতটা
মুচড়ে দিয়েছে দুর্গা মেরেছে ঝাপটা
ওড়ে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা
আকাশে উড়বে হবে কল্পনা চাওলা
যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্দার
মহাকাশচারী হবেই বটেক দুর্গা।।
বিশ্বায়নে পণ্যায়নে খণ্ডখণ্ড মানচিত্রে বাংলা-বিহার-রাজস্থানে সাধারণী নমস্তুতে
বেশ্যাব্রতে পত্নীব্রতে মোহমুদ্রা ধ্বংসমুদ্রা প্রযুক্তিতে গৃহকর্মে সাধারণী নমস্তুতে।।
আমার দুর্গা পথেপ্রান্তরে ইস্কুলঘরে থাকে
আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে
আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পুড়বে, মন না
আমার দুর্গা নারীগর্ভের রক্তমাংস কন্যা
আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্বী
আমার দুর্গা কখনও ঘরোয়া কখনও আগুন বহ্নি
আমার দুর্গা মেধা পাটকর, তিস্তা শীতলাবাদেরা
আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যার আঁধেরা
আমার দুর্গা মনিপুড় জুড়ে নগ্ন মিছিলে হাঁটে
আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে
আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্ত্যে
আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে।
আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আঁতুড়ঘরে, মা তুঝে সালাম
অগ্নিপথে যুদ্ধজয়ে লিঙ্গসাম্যে শ্রেণিসাম্যে দাঙ্গাক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম।।
মা তুঝে সালাম
মা তুঝে সালাম।।
ভিডিও দেখুন
Thank You, Visit Again…
Tags – Bangla Kobita, Bengali Poem,