নিখোঁজ হবো আমিও একদিন – Bangla Kobita – Valobashar Kobita
নিখোঁজ হবো আমিও যেদিন,
হঠাৎ তোমার শহর থেকে।
খুঁজবে তুমি পাগল হয়ে,
চোখের কোণায় মুক্তো রেখে।
ইঁটের ভিড়ে প্রান খুঁজেছি,
দেয়নি সাড়া কাছের মানুষ।
এবার ভাবছি হারিয়ে যাবো,
তোমার পোড়া শহর জানুক
এই যে যাবো, হারিয়ে যাবো।
ফিরবনাতো তোমার ঘরে।
আঘাত পেলেও দাঁড়ায় সবাই,
অবহেলায় কেবল মরে।
থাকতে কাছে,কেউ খোঁজেনি।
হারিয়ে গেলেই মানুষ খোঁজে।
যা ছিল তা কত দামী,নিঃস্ব হবার পরেই বোঝে।
বুকের উপর পাথর ভেঙেও,
যারা আজও বাসছে ভালো।
তারাই তোমার ঘরের পাশে নিভলে প্রদীপ,
জ্বালবে আলো।
এই যে যারা,ভাঙল কারা?
রাখলোনা আর ক্ষতির হিসেব।
মরছে তারাই এই শহরে,অপমানের অধিক বিষে।
তাইতো ভাবছি হারিয়ে যাবো,
দূরের কোনো,পাহাড় ঘেঁষে।
সেই যেখানে দুধের নদী ঝরণা হয়ে মর্তে মেশে।
রাত্রি হলেই আকাশ জুড়ে,চাঁদ ও তারার মিছিল চলে।
দিনের সূর্য ঠিক যেখানে,রাঙা মেঘের গল্প বলে।
এই যে যাবো।হারিয়ে যাবো।
ফিরবো না আর বদ্ধ ঘরে।
যাবার আগেই জানিয়ে গেলাম।খোঁজ পাবেনা যাবার পরে !!
আপনার প্রিয় লেখা নিয়মিত পেতে পাশের লাল রঙের বেল আইকনটি টিপে সাবক্রাইব করুন …
আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ..😊