Hothat Dekha Kobita Lyrics – হঠাৎ দেখা – Rabindranath Tagore
Hohtat Dekha Poem Lyrics
Life is very Unpredictable .
কথাটার সাথে কি আপনি একমত ? সে যাই হোক , জীবন যে বড়ই অদ্ভুত সে বিষয়ে
নিশ্চই কোন সন্দেহ নেই !
জীবনের পথে চলতে চলতে কোন এক প্রান্তে গিয়ে
পরিচয় হয় কোন এক অচেনা মানুষের সাথে । ধীরে ধীরে পরিচয় থেকে শুরু হয়
আলাপচারিতা , তারপর সেখান থেকে শুরু হয় ভালোলাগা । বেশিরভাগ ক্ষেত্রেই সেই
ভালোলাগা টা পরিবর্তিত হয় ভালোবাসায় । কি তাই তো ?
কিন্তু ভাগ্যদেবীর নিষ্ঠুর পরিহাসে সেই ভালবাসা আর ভালোবাসার মানুষগুলোর
আর পূর্ণতা পাওয়া হয়ে ওঠে না । দীর্ঘশ্বাস আর কিছু স্মৃতি নিয়েই মনের কোন
এক অলিন্দে থেকে যায় সেই মানুষটি।
পূর্ণতা না পাওয়া ভালবাসাগুলো হৃদয়ের মাঝে অতীতের যে মানুষটিকে ঘিরে
আবর্তিত হয়, জীবনের পথে চলতে চলতে আরও একবার তারই সাথে যদি অনেকদিন পর হঠাৎ
দেখা হয়ে যায়, তখন মনে কি অনুভূতি জাগে?
যারা তা জানেন, আজ তাদের জন্য রবি ঠাকুরের একটি কবিতা, দুটি মানুষের
ক্ষণিকের পুনর্মিলন, দ্বিধান্বিত ভালবাসা আর পুনর্বিচ্ছেদ নিয়ে…
Hothat Dekha Poem Lyrics In Bengali
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।
আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
ডালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।
হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।
সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেম শুরু —
কেমন আছ, কেমন চলছে সংসার
ইত্যাদি।
সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনোটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় —
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।
আমি ছিলেম অন্য বেঞ্চিতে
ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়;
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
“কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?
আমি বললেম, “বলব।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”
একটুকু রইলেম চুপ করে;
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।”
খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি।
ও বললে, “থাক্, এখন যাও ও দিকে।”
সবাই নেমে গেল পরের স্টেশনে;
আমি চললেম একা….
হঠাৎ দেখা কবিতা
ব্যর্থ প্রেমিক প্রেমিকাগুলো। যারা নিস্বার্থ ভাবে
সত্যিকারের ভালোবাসা দিয়ে যায় , কিন্তু বিনিময়ে পায় একরাশ বেদনা ও
অসহ্য যন্ত্রনা। প্রেম আর ভালোবাসায় সাজানো থাকুক তাদের
রক্তক্ষরণময় জীবনলিপি আর উপন্যাসগুলো।
ভালো থাকুক ভালোবাসা।……
“ Looking away towards the sky, she asked:
is there nothing left of those?”
twinkle, beneath the light of the sun.”
And I continued, unsure and alone ..“