স্কুলে ছেলেমেয়েরা যায় পড়তে , কিন্তু সেখানে গিয়ে তারা হচ্ছে নেশায় আচ্ছন্ন।
এটা উড়তা পাঞ্জাব এর মতো কোন সিনেমার দৃশ্য নয় , এটাই বর্তমানে ভারতের অবস্থা। গতবছর উড়তা পাঞ্জাব সিনেমাটি মুক্তি পাওয়ার পর সারা দেশ জুড়ে টিম উড়তা পাঞ্জাব ডোপানমিক্স নামের একটি সমীক্ষা চালিয়েছিল , আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
দেখা যাচ্ছে শুধু পাঞ্জাব ই নয় ভারতের অনেক রাজ্যই মূলত ডুবে রয়েছে নেশার ঘোরে। রমরমিয়ে চলছে ড্রাগের ব্যবসা। তাছাড়াও , মদ বা গাজার মতো নেশা তো রয়েছেই।
বিশেষত যুবক শ্রেণী এই নেশায় বেশি জড়িয়ে পড়ছে।
আর যেসব মানুষ নিজের থেকে নেশায় আসক্ত হচ্ছেন না , তাদের খানিকটা জোর করেই নেশায় আসক্ত করে তোলা হচ্ছে। বিভিন্ন রেস্টুরেন্ট তাদের খাবারে ব্যাবহার করছে বিভিন্ন মাদক দ্রব্য , আর সেই খাবার গুলি খেয়েই মানুষ আস্তে আস্তে হয়ে পড়ছে নেশায় আচ্ছন্ন। সাধারণ ভাবে খাবার এ মেশানো সেইসব মাদক দ্রব্য গুলি চেনার কোন উপায় ই নেই না। কিন্তু খাবারের মদ্ধ দিয়ে সেই মাদক দ্রব্য গুলি আমাদের শরীরের মাঝে ঢুকে গিয়ে আমাদের কে ঠেলে দিচ্ছে নেশার দিকে।
পড়ায় নয় , মদে মন – ডোপনমিক্স এর তথ্য অনুযায়ী বিহার বা পাঞ্জাবে সরকারি স্কুলের চেয়ে সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা অনেক অনেক বেশি আর সেইসব স্কুলের মধ্যে বসেই ছাত্র ছাত্রীদের হাতে মিলছে বিভিন্ন মাদক দ্রব্য।
পরোটা খেয়ে কখনো নেশা করা যায় শুনেছেন ? আসলে ভারতের অনেক জায়গাতেই বিশেষত স্কুল বা কলেজের সামনে বিভিন্ন পরোটার দোকানে পরোটার ময়দা মাখার সময় তাতে ব্যাবহার করা হচ্ছে আফিম। আর সেই আফিম দেওয়া পরোটাই খাচ্ছে স্কুল – কলেজে পাঠরত ছাত্র ছাত্রীরা।
বাবলগামের নেশা – অনেকেই তো আছেন যারা সারাদিন মুখে বাবলগাম চিবোতে ভালোবাসেন , কিন্তু সেই বাবলগামের মধ্যেও মিশিয়ে দেওয়া হচ্ছে কোকেন বা ড্রাগস এর মতো মারাত্মক নেশা।
তাই এখন থেকে যদি রাস্তাঘাটে বা নাইটক্লাবের সামনে আপনাকে কেউ বাবলগাম বিক্রি করতে চায় তবে , একটু তলিয়ে ভাববেন।
জানেন কি প্রতি বছর হেরোইনের মতো ড্রাগসের পেছনে কত টাকা খরচ করে ভারত ? শুনে চোখ কপালে উঠে যাবে। ৪৭৮৬ কোটি টাকার ও বেশি হেরোইন বিক্রি হয় ভারতে।
ডোপনডিক্সের করা সমীক্ষায় দেখা গেছে বিহার , পাঞ্জাব , পশ্চিমবঙ্গ , গোয়ার মতো রাজ্যে যতনা সরকারি স্কুল রয়েছে তার থেকে বেশি রয়েছে মদের দোকান।
নেশা করে গাড়ি চালানো বন্ধ করতে চাইছে সরকার বা, কিন্তু তবুও সড়ক দুর্ঘটনা কমছে না বরং দিন দিন বেড়েই চলেছে।
নেশার দিন দিন এই জনপ্রিয়তা বৃদ্ধির কি কারণ ? সরকারি গাফিলতি নাকি জনমানসে নেশা নিয়ে বিপুল আগ্রহ?
উত্তর যাই হোক না কেন , ভারত কিন্তু নেশায় বুঁদ !