Bangla Kobita – নদীর নাম চেল – Bengali Poem
উত্তরবঙ্গের বিশিষ্ট কবি
লিখেছেন – প্রেমানন্দ রায়
গরুবাথানের চেল নদীটির
পাথরের সাথে খেলা
দেখবে যদি দাঁড়িয়ে থেকো
একটু বিকেল বেলা।
নুড়িদের সাথে খুনসুটি করে
বড়দের সাথে ভাব
ফেনাজল তার ফুলে ফেপে ওঠে
নেবে নাকি এক কাপ?
মিটি মিটি হাসে দূরের পাহাড়
গাঢ় সবুজের বন
পাথরের প্রেমে আছারি বিছারি
উদ্দাম নদী-মন।
রাগে বা বিরহে বাঁক নেয় নদী
পাথরও ছাড়ে না পিছু
সুরেলা প্রেমের গাঁথাখানি লেখে
ঢেউগুলি উঁচু নীচু।
মেঘগুলি ভাসে আকাশের বুকে
উঁকি মেরে দেখে সব
লাজুক নদীটি একা একা হাসে