পরকীয়া,সন্দেহ,অবিশ্বাসের যুগে প্রেমগুলো যেখানে প্রতিদিন ভাঙছে,যেখানে স্বামী-স্ত্রীর সম্পর্কগুলো কেবল অর্থে,দায়িত্ববোধে যান্ত্রিক হয়ে জীবন্ত মৃত সেই সময়ে দাঁড়িয়েও এমন উদাহরণ আমাদের ভাবতে শেখায় যে ভালো যাকে বাসা যায় তার জন্য সব করা যায়।সব মানে সব।
তার জন্য নিজের শরীর গুরুত্বপূর্ণ অংশের অর্ধেকটাও দেওয়া যায়।হ্যাঁ,এমনই এক ঘটনা ঘটেছে।
বিবাহবার্ষিকীর উপহার কী হতে পারে?ফুলের তোড়া,দামী পারফিউম,দামী ঘড়ি?কিংবা ক্যান্ডেল লাইট ডিনার? না তারচেয়েও বড় কিছু হতে পারে। বিবাহবার্ষিকীর উপহার হতে পারে জীবন! বিয়ের ১৭ তম বিবাহবার্ষিকীতে ইন্দোরের বাসিন্দা রবিদত্ত সোনির স্ত্রী প্রভাদেবী এরকমই কিছু উপহার দিয়েছেন !উপহার হিসেবে প্রভাদেবী ওনার স্বামীকে দান করলেন নিজের একটা কিডনি !
বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন রবিদত্ত সোনি৷ নিয়মিত চলছিল ডায়লেসিসও ৷ কিন্তু দু’দিন আগেই শারীরিক অবস্থার অবনতি ঘটে ৷স্বামীর এই পরিস্থিতি দেখে প্রভাদেবী ওনাকে ইন্দোরের বড় হাসপাতালে ভর্তি করেন। দুশ্চিন্তা কালোমেঘ ছিলো ওনার মনে। এরই মধ্যেই ডাক্তার জানান রবির কিডনির প্রয়োজন।বিশেষ কিছু না ভেবে প্রভাদেবীই এগিয়ে আসেন স্বামীকে কিডনি দিতে ! শুরু হয় ওনার চেকআপ। সমস্ত কিছু ঠিক থাকায় ডাক্তার রাজি হন,শুরু হয় অপারেশন ! অপারেশন হওয়ার পর প্রভাদেবী ডাক্তারকে জানালেন, বিবাহবার্ষিকীর কথা ৷আর রবির বক্তব্য, ‘বউয়ের থেকে সেরা উপহার পেয়ে গেলাম !’ স্বামী স্ত্রী উভয়েই সুস্থ আছেন।
দীর্ঘজীবি হোক এমন প্রেম,চিরকাল ভালো থাকুক এমন প্রেমিক-প্রেমিকা।❤️❤️
শেয়ার করুন এমন বাস্তব ভালোবাসার গল্প আপনার প্রিয় বন্ধুদের সাথে ….