Bangla Premer Kobita – পূর্ণতা – Bengali Love Poem
মুগ্ধ হলাম তাকে দেখে
নোলক পরা মেয়ে।
শ্যামা রঙ, প্রতিমা মুখ
আসছে ঘাটে নেয়ে।
কাজল কালো, দীঘল আঁখি
ডুব দেয়া যায় তাতে,
মনটা কেমন ভাসিয়ে দিল
আজ আষাঢ়ের প্রাতে।
আমি বসে গাছের তলায়,
তাকিয়ে অপলক-
অনুরাগের ছোঁয়ায় বুনি
আমার স্বপ্নলোক।
চলছে যখন কলসি কাঁখে
নুপূর বাজে শুনি,
রিনি রিনি বাজছে কানে,
যেন কুহুর ধ্বনি।
প্রথম দেখায় ভালবাসা
এমন বুঝি হয়-
হারিয়ে ফেলে মনটা আমার,
ভাবি হল আমার জয়।
জানি নাকো পাব কিনা,
কোথায় থাকে, জানা নেই-
অনুসরণ করি আমি,
কিন্তু হারিয়ে ফেলি খেই।
তোকে না পেলে যে রাজকন্যে-
বৃথাই হবে জীবন,
বাহুডোরে বাঁধব আমি,
যেখানেই থাক সে জন।
ঘরে এসে মায়ের কথায়,
আকাশ থেকে পড়ি-
আমার বিয়ের নাকি ঠিক হয়েছে,
করবে না আর দেরি।
আজ আমি বসে আছি
পুকুরধারে একা,
বিষন্ন এই মনটা আমার
এক্কেবারে ফাঁকা।
স্বপ্নপূরণ হল নাকো,
লক্ষ্য অনেক দূরে,
হঠাৎ শুনি হাসির আওয়াজ
পিছন দিকে ঘুরে।
অন্য কজন পথচারী
হাসছে নিজের মনে,
বাড়ির দিকে পা চালালাম
আমার কথা, কে বা শোনে।
গুমোট হয়ে রইল মেজাজ,
তাও তো হল বিয়ে,
কাণ্ডটা যে ঘটল এবার
শুভদৃষ্টি বিনিময়ে।
পানপাতাটা সরিয়ে দিয়ে,
হাসছে যে ‘সেই’ মেয়ে,
দুষ্টুমিতে ভরা চোখে
আমার দিকে চেয়ে।
আনন্দেরই বাণ ডেকেছে
আমার মনে তখন,
আমার হারিয়ে যাওয়া
‘রাজকন্যা’-
আমার ঘরে, আমার তরে এখন।
বাসর রাতে সবাই যখন গেছে চলে,
কেউ নেই কো সাথে,
আমরা দুজন পাশাপাশি
ওর হাতটি নিয়ে হাতে।
আমার প্রিয়া বলল আমায় হেসে,
‘হৃদয় বড় ভেঙেছিল,
সন্ধান না এসে’।
কারুর এমন মিষ্টি হাসি
দেখিনি তো আগে,
অনুরাগ তো এমন মধুর
মনের ভেতর দোলা লাগে।
❤️❤️