Kon Deshete Torulota Poem – কোন দেশেতে তরুলতা কবিতা – Satyendranath Dutta

Bongconnection Original Published
1 Min Read

 Kon Deshete Torulota Poem – কোন দেশেতে তরুলতা কবিতা – Satyendranath
Dutta

Kon Deshete Torulota Poem - কোন দেশেতে তরুলতা কবিতা - Satyendranath Dutta
Loading...

Kon Deshe Kobita By Satyendranath Dutta


কোন দেশেতে তরুলতা— 
সকল দেশের চাইতে শ্যামল ? 
কোন দেশেতে চ’ল্‌তে গেলেই— 
দ’লতে হয় রে দুৰ্ব্বা কোমল ? 
কোথায় ফলে সোনার ফসল,— 
সোনার কমল ফোটে রে? 
সে আমাদের বাংলা দেশ, 
আমাদেরই বাংলা রে!
কোথায় ডাকে দোয়েল শ্যামা- 
ফিঙে গাছে গাছে নাচে ? 
কোথায় জলে মরাল চলে— 
মরালী তার পাছে পাছে ? 
বাবুই কোথা বাসা বোনে— 
চাতক বারি যাচে রে?
 সে আমাদের বাংলা দেশ, 
আমাদেরই বাংলা রে!
কোন ভাষা মরমে পশি’— 
আকুল করি তোলে প্রাণ ? 
কোথায় গেলে শুনতে পাব — 
বাউল স্বরে মধুর গান ? 
চণ্ডীদাসের—রামপ্রসাদের— 
কণ্ঠ কোথায় বাজে রে ? 
সে আমাদের বাংলাদেশ, 
আমাদেরি বাংলা রে!
কোন দেশের দুর্দ্দশায় মোরা —
 সবার অধিক পাই রে দুখ ? 
কোন দেশের গৌরবের কথায়— 
বেড়ে উঠে মোদের বুক ? 
মোদের পিতৃপিতামহের— 
চরণ ধূলি কোথা রে?
সে আমাদের বাংলাদেশ, 
আমাদেরি বাংলা রে।।
People also search 
কোন্ দেশে (সত্যেন্দ্রনাথ দত্ত)
সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা
সে আমাদের বাংলাদেশ আমাদেরই বাংলা রে


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.