Kali Puja Kobita – কালি পূজার কবিতা

Bongconnection Original Published
2 Min Read


 Kali Puja Kobita – কালি পূজার কবিতা

Kali Puja Kobita - কালি পূজার কবিতা
Loading...

Kali Puja Bangla Kobita

সামনেই কালী পূজা, দীপাবলি। আলোর রোশনাইয়ের সঙ্গে মা কালির আরাধনা হবে ঘরে ঘরে ক্লাবে ক্লাবে।
যদিও কালী পূজার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জনজেলা বিখ্যাত কিন্তু কলকাতা বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কালী পূজা হয়ে থাকে।
দীপাবলির এই আলোর উৎসবে আপনার জন্য রইলো কালী পূজার কবিতা। …

শ্যামা মা কে নিয়ে কবিতা

গ্রামের বাড়ীতে কালীর পূজাতে সেকালের আয়োজন
সারাদিন সেথা নাই মাথাব্যথা রাত্রিটা প্রয়োজন l
প্যান্ডেল নাই আলো রোশনাই প্রতিমার সমাগম
গ্রাম যেথা শুরু বট গাছ পুরু থান এক পাটাতন l
এদিকে গ্রামেতে ছেলেপুলে মাতে পটকায় দেয় রোদ
পাটকাঠি দোলে নারকেল খোলে মোমবাতি হয় যোগ l
কাগজ-কাঠিতে যায় সবে মেতে আকাশ-প্রদীপ গড়া
বাঁশ এক গেড়ে দড়ি খানা জুড়ে বংশ-প্রদীপ ওড়া l
ঘরে ঘরে রয় পাঁঠা নিশ্চয় অবিরাম তার সেবা
স্নান আয়োজন ঘষা-মার্জন লক্ লক্ করে জিহ্বা l
বাড়িতে বাড়িতে মাতা ভগিনীতে ডালপুরি আয়োজন
সবুরেতে থাকা পথ আঁকাবাঁকা তর্জন গর্জন l

রাতখানি যবে অনেকটা হবে ঢাক-ঢোল সাথে নিয়ে
পুরুতটা পাশে জোগাড়টা আসে কালী থানে বসে গিয়ে l
এক হ্যাজাকেতে এলাকাটা মাতে অবিরাম শোঁ শোঁ রব
হঠাৎ তা নিভে নিরুপায় সবে লন্ঠন আলো সব l
শোরগোল মাঝে ঢাক ঢোল বাজে কাঁসর ঘন্টা জোর
একটুখানিতে শত লোক জোটে পাঁঠা নিয়ে হুল্লোড় l গ্রামে কত লোকে বিদেশেতে থাকে
পড়াশোনা কাজ নিয়ে
বাড়িতে সবাই মজা করে তাই পূজার ছুটিটা পেয়ে  l
স্মৃতি হাতড়ায় গল্পটা চায় ছুটে গেছে যাহা কিছু
আমদানি রসে আসরটা বসে বড়ো-ছোট পিছু পিছু l
বাজি পটকাতে ছেলে-পুলে মাতে আড্ডাটা জোরদার
পূজা শেষকালে বলিদান হলে ঘরে যায় যার যার l
রাতখানি জুড়ে হই-হুল্লোড়ে পাঁঠাখানি চলে ছিলা
অতি উৎসাহী মাংসের রাহী ভেজে খায় মেটেগুলা
কালীর থানেতে আঁধার মাঝেতে শূন্য লোকের ভীড়
পূজা সাময়িক জোর সমধিক খানা-পানি সুনিবিড় l
পূজার মাসেতে উৎসাহে তেতে মানুষ কিনেছে পাঁঠা
বলি দিয়ে তায়, নিজেই তা খায়, ঠাকুরের নামে যা তা …


Share This Article
Leave a comment

Adblock Detected!

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.