বিশ্বকর্মা পূজা 2024 তারিখ
হিন্দু ধর্মের পুরান অনুযায়ী ঠাকুর বিশ্বকর্মা (Vishwakarma) হলেন দেবশিল্পী । বিভিন্ন কারখানা, সুতার, মিস্ত্রি থেকে শুরু করে অনেকেই নিজেদের বাড়িতে এই পূজো করে থাকেন । অন্যান্য বছরের মতো এবারেও বিশ্বকর্মা পূজা চলে এসেছে। কিন্তু অনেকেই এই বছরের বিশ্বকর্মা পূজার তারিখ ও সময়সূচি নিয়ে বিভ্রান্ত । এই সমস্যা দূর করতেই আমরা আপনার জন্য তৈরি করেছি চলতি বছরের বিশ্বকর্মা পূজার
তারিখ ও সময় সূচি ।
তারিখ ও সময় সূচি ।
বিশ্বকর্মা পূজা 2024 কত তারিখে
গণেশ পূজার পর থেকেই অনেকে বাবা বিশ্বকর্মার পূজার আয়োজন শুরু করে দিয়েছেন ।
এবারের বিশ্বকর্মা পূজা আগামী মঙ্গলবার অর্থাৎ 17 ই সেপ্টেম্বর পালন করা হবে ।
Biswakarma Puja Date & Time In Bengali
৩১ শে ভাদ্র ১৪৩১ মঙ্গলবার
ইংরেজি তারিখ অনুযায়ী,
17 ই সেপ্টেম্বর মঙ্গলবার
17 ই সেপ্টেম্বর মঙ্গলবার
আরো পড়ুন,
Tags –
Biswakarma Puja,
Biswakarma Puja,